Class 8 Science Solution WBBSE | Model Activity Task Part 1 Answer

WBBSE Science Model Task Solutions: Part 1

Class 8 Model Task Solutions WBBSE

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত এসো শিখিতে (Esho Seekhi ) ।
আজ আমরা আলোচনা করবো Class 8 Science Solutions এর উপর । তোমরা জানো যে এই লকডাউন এর সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অনলাইন Model Activity Task দেওয়া হচ্ছে ।
সেই এর বিজ্ঞান এর উত্তরগুলি এই পোস্টটিতে আলোচনা করা হবে । এই পোস্টটিতে আমরা আমাদের পরিবেশের Model Activity Task এর part 1 এর উত্তরগুলি আলোচনা করবো ।

উত্তরগুলি আলোচনার পূর্বে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক :
Class 8 Science solutions

 উত্তরমালা 

১. পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় কর |
উ:        আমরা জানি, ঘনত্ব = ভর/আয়তন
সুতরাং, ভর = ঘনত্ব x আয়তন
= 13.6 x 5 কিলোগ্রাম
= 68 কিলোগ্রাম (Ans)


২. প্রাণীকোশের একটি পরিছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত কর |

উ:
Class 8 Science Solution

৩.বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমানুর গঠন সম্বন্ধে কী কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ?

উ:              বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমানু সম্বন্ধে কয়েকটি সিধান্তে উপনীত হয়েছিলেন | সেগুলি হলো :
  1. পরমানুর মধ্যে বেশিরভাগ জায়গায়ই ফাঁকা |
  2. পরমানুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জোর হয়ে আছে | তিনি এই ভারী অংশের নাম দিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক |
  3. পরমানুর নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে |
  4. নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে |
      পরমানু সম্বন্ধে রাদারফোর্ডের এই পরীক্ষালব্ধ ধারণাকেই ‘রাদারফোর্ডের পরমানু মডেল’ বলা হয়


৪. উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্লাষ্টিডের ভূমিকা উল্লেখ কর |


উ: উদ্ভিদদেহে তিন ধরনের প্লাষ্টিড দেখতে পাওয়া যায় | 1) ক্লোরোপ্লাষ্টিড 2) ক্রোমোপ্লাষ্টিড এবং 3) লিউকোপ্লাষ্টিড

কাজ:



প্লাষ্টিডের নাম
কাজ 
ক্লোরোপ্লাষ্টিড
এরা উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করতে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
ক্রোমোপ্লাষ্টিড
এরা ফুল ও ফলের বর্ণ বা রং নিয়ন্ত্রণ করে |
লিউকোপ্লাষ্টিড
এরা উদ্ভিদদেহে নানা ধরনের খাদ্য সঞ্চয় করে |



Tags: WBBSE Class 8 Model Activity Task Solutions, model task class 8, WBBSE Class 8 Science Model Activity Task Solutions.

6/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. বাকি মডেল টাস্ক কোথায়??অনেক মডেল টাস্ক নেই....

    ReplyDelete
    Replies
    1. বাকি মডেল টাস্কগুলো শীঘ্রই দেওয়া হবে |

      Delete
    2. BAKI MODEL TASK GULO KOTHAY AMADER HATE MATRO KALKER DIN TAI SOMOY ACE MONDAY SCHOOL E JOMA DITE HOBE

      Delete
  2. চেষ্টা করা হচ্ছে কালকের যতটা সম্ভব করে দেওয়ার | আশা করি কালকের মধ্যে করে দেওয়া যাবে |

    ধন্যবাদ
    Team Esho SEekhi

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post