অষ্টম শ্রেণী ভৌতবিজ্ঞান | অধ্যায় : বল ও চাপ | তরলের ঘনত্ব ও চাপ | WBBSE Class 8 Science

 wbbse-class8-physical-science-questions

 

প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর প্রথম অধ্যায় এর অন্তর্গত তরলের ঘনত্ব ও চাপ অংশের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে তরলের ঘনত্ব ও চাপ অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে যা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ |

(WBBSE Class 8 Physical Science )

অষ্টম শ্রেণী ভৌতবিজ্ঞান 

প্রথম অধ্যায়

তরলের ঘনত্ব ও চাপ

 

ঘনত্ব বলতে কি বোঝ ?
উত্তর: কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে |


ঘনত্বের CGS একক কী ?
উত্তর: গ্রাম/ঘনসেমি


ঘনত্বের CGS একক কী ?
উত্তর: কিলোগ্রাম/ঘনমি


জলের ঘনত্ব কত ?
উত্তর: 1 গ্রাম/ঘনসেমি


পারদের ঘনত্ব কত ?
উত্তর: 13.6 গ্রাম/ঘনসেমি 

 

1000 ঘনসেমি আয়তনের জলের ভর 1000 গ্রাম হলে জলের ঘনত্ব কত ?

উত্তর:

1000 ঘনসেমি আয়তনের জলের ভর 1000 গ্রাম

∴ জলের ঘনত্ব = জলের ভর / জলের আয়তন

$\small =\frac{1000}{1000} = 1$ গ্রাম/ঘনসেমি (উত্তর)


একটি বাটিতে কিছুটা জল নিয়ে তাতে সরষের তেল ঢাললে তেল জলের ওপর ভেসে থাকে | তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি ?
উত্তর: জলের ঘনত্ব বেশি |


তরলের চাপ কাকে বলে ?
উত্তর: তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলবিশিষ্ট কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলা হয় |


তরলের চাপ = লম্বভাবে প্রযুক্ত বল / ক্ষেত্রফল


CGS পদ্ধতিতে চাপের একক কী ?
উত্তর: CGS পদ্ধতিতে চাপের একক ডাইন/বর্গসেমি


SI পদ্ধতিতে চাপের একক কী ?
উত্তর: SI পদ্ধতিতে চাপের একক নিউটন/বর্গমিটার


তরলের মধ্যে কোনো স্থানে তরলের চাপ কিভাবে ক্রিয়া করে ?
উত্তর: তরলের মধ্যে কোনো স্থানে তরলের চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে |


তরলের মধ্যবর্তী কোনো বিন্দুতে ________ ও __________ সমান |

 
উত্তর: তরলের মধ্যবর্তী কোনো বিন্দুতে     ঊর্ধ্বচাপ     ও     নিম্নচাপ     সমান |


তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল ?
উত্তর: তরলের চাপ নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে :
i) তরলের গভীরতার ওপর
ii) তরলের ঘনত্বের ওপর
iii) উক্ত স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর |


উচ্চতা বৃদ্ধি বা হ্রাস পেলে তরলের চাপের কী পরিবর্তন ঘটে ?
উত্তর: উচ্চতা বৃদ্ধি পেলে তরলের চাপ বৃদ্ধি পায় এবং উচ্চতা হ্রাস পেলে তরলের চাপ হ্রাস পায় |


একটি গামলায় কিছু জল রাখা আছে যার ভর 10 kg এবং গামলাটির মেঝের ক্ষেত্রফল 7 বর্গসেমি. | গামলায় তলদেশে জলের চাপ কত নির্ণয় করো |
উত্তর: গামলায় রাখা জলের ওজন = ভর x অভিকর্ষজ ত্বরণ = 10 x 9.8 = 98 নিউটন

গামলার মেঝের ক্ষেত্রফল = 7 বর্গসেমি.
গামলার তলদেশে জলের চাপ হবে =  wbbse-class8-physical-science

$= \frac{\overset{14} \not9 \not8}{\not7} = 14$ নিউটন/বর্গমি.

এই অধ্যায় এর বাকী Part গুলির লিংক নিচে দেওয়া হল |

অধ্যায়: বল ও চাপ Part 1
Click Here
অধ্যায়: বল ও চাপ Part 2 (ঘর্ষণ ও তার পরিমাপ )
Click Here
অধ্যায়: বল ও চাপ Part 3 (তরলের ঘনত্ব ও চাপ )
Click Here

 

উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
 
Tags: WBBSE Class 8, class 8 science solutions, Wbbse Class 8 Science Questions, Wbbse Class 8 Life Science, Class 8 notes, Class 8 Solutions, Wbbse Class 8 Science Important Questions, Class 8 Physical Science Notes, wbbse class 8 science notes wbbse class 8, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান,

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post