প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর প্রথম অধ্যায় এর অন্তর্গত ঘর্ষণ ও তার পরিমাপ অংশের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে ঘর্ষণ ও তার পরিমাপ অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে যা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ |
(WBBSE Class 8 Physical Science : Chapter : Friction)
অষ্টম শ্রেণী ভৌতবিজ্ঞান
প্রথম অধ্যায়
ঘর্ষণ ও তার পরিমাপ
অষ্টম শ্রেণী ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর
ঘর্ষণ বল বলতে কি বোঝ ?
উত্তর: কোনো একটি তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন একটি তল অপর একটি তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে, তাকে ঘর্ষণ বল বলে |
কখন ঘর্ষণ বলের সৃষ্টি হয় ?
উত্তর: যখন কোনো একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন সংস্পর্শে থাকা বস্তুদ্বয়ের তলগুলির মধ্যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় |
দেখুন: অষ্টম শ্রেণী : বল ও চাপ প্রশ্নোত্তর/link/button/#00a651
ঘর্ষণ বল কয় প্রকার ও কী কী ?
উত্তর: ঘর্ষণ বল দুই প্রকার | যথা: (i) স্থির অবস্থার ঘর্ষণ ও (ii) গতিশীল অবস্থার ঘর্ষণ |
স্থির অবস্থার ঘর্ষণ বলতে কি বোঝ ?
উত্তর: যখন কোনো একটি বস্তুর ওপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটি কোনো তলের ওপর স্থির অবস্থায় থাকে, তখন বস্তু ও তলটির সংস্পর্শে যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে স্থির অবস্থার ঘর্ষণ বলে |
আরও পড়ুন: অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য | Important Questions
গতিশীল অবস্থার ঘর্ষণ বলতে কি বোঝ ?
উত্তর: বল প্রয়োগ করার ফলে যখন কোনো বস্তু কোনো তলের ওপর চলতে শুরু করে তখন বস্তুটি ও তলটির মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে গতিশীল অবস্থার ঘর্ষণ বলে |
ঘর্ষণ বল কিভাবে ক্রিয়া করে ?
উত্তর: ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে |
ঘর্ষণ বল কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তর: ঘর্ষণ বল নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে:
(i) স্পর্শতলের প্রকৃতি
(ii) স্পর্শবিন্দুর সংখ্যা
(iii) তল দুটির মধ্যবর্তী লম্ব প্রতিক্রিয়া বলের ওপর |
স্পর্শতল মসৃণ হলে ঘর্ষণ বল বাড়বে না কমবে ?
উত্তর: কমবে |
স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল বাড়বে না কমবে ?
উত্তর: বাড়বে |
কোনো বস্তুর ওজন বৃদ্ধি পেলে ঘর্ষণ বল বাড়বে না কমবে ?
উত্তর: বাড়বে |
ঘর্ষণ বলের কয়েকটি সুবিধা লেখো |
উত্তর:
(i) ঘর্ষণ বল আছে বলেই মানুষ ও জীবজন্তুরা হাঁটাচলা করতে পারে |
(ii) ঘর্ষণ আছে বলেই গাছ শিকড়ের সাহায্যে মাটি আঁকড়ে ধরে রাখতে পারে | নয়তো সামান্য টানেই গাছকে উপড়ে ফেলা যেত |
(iii) ঘর্ষণের ফলেই দেশলাই জ্বালানো সম্ভব হয় |
এই অধ্যায়টির পরবর্তী অংশের প্রশ্নগুলি এর পরের পার্ট এ আলোচনা করা হবে |
তাই আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ
জয়েন করে রাখুন |
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.