অষ্টম শ্রেণী : ভৌতবিজ্ঞান | অধ্যায়: বল ও চাপ | WBBSE Class 8 Science | বল ও চাপ অষ্টম শ্রেণী প্রশ্ন উত্তর

 

wbbse-class-8-science-solutions

 

প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর প্রথম অধ্যায় এর অন্তর্গত বল ও চাপ অংশের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে বল ও চাপ অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে যা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ |

(WBBSE Class 8 Physical Science : Chapter Force and Pressure)

 

অষ্টম শ্রেণী ভৌতবিজ্ঞান

অধ্যায়: বল ও চাপ

Part- 1

অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর

বল বলতে কি বোঝো ?
উত্তর: যে ভৌত কারণ কোনো বস্তুর স্থিরাবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে তাকে বল (Force) বলে | 

 

Force-Newtons-Law-of-Motion



বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটন কয়টি সূত্রের কথা বলেছেন?
উত্তর: বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটন তিনটি সূত্রের কথা বলেছেন | এই সূত্রগুলি নিউটনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গতিসূত্র নামে পরিচিত |

 

Newtons-Law-of-Motion


 

 নিউটনের প্রথম গতিসুত্রটি লেখ ?
উত্তর: বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে |


নিউটনের দ্বিতীয় গতিসুত্রটি লেখ?
উত্তর: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে |

 আরও পড়ুন: অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য | Important Questions


নিউটনের তৃতীয় গতিসুত্রটি লেখ ?
উত্তর: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে |


বল = ____________ $\small \times$ ___________ |
উত্তর: বল = বস্তুর ভর $\small \times$ বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ |


CGS ও SI পদ্ধতিতে বলের একক লেখো |
উত্তর: CGS পদ্ধতিতে বলের একক ডাইন
SI পদ্ধতিতে বলের একক নিউটন |


1 ডাইন বল বলতে কি বোঝো ?
উত্তর: একটি 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে পরিমান বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেমি/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমান বলকে 1 ডাইন (1 dyne) বল বলা হয় |


1 নিউটন বল বলতে কি বোঝো ?
উত্তর: একটি 1 কিলোগ্রাম ভরের বস্তুর ওপর যে পরিমান বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমান বলকে 1 নিউটন (1 Newton) বল বলা হয় |

আরও পড়ুন: অষ্টম শ্রেণী গণিত মডেল সেট প্রশ্ন

ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কাকে বলে ?
উত্তর: যখন কোনো একটি বস্তু অপর একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে | প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে, তাকে ক্রিয়া বলে এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ওপর যে বিপরীতমুখী বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে |

Newtons-Third-Law-of-Motion


বল পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তর: স্প্রিং তুলাযন্ত্র |

স্প্রিং-তুলাযন্ত্র


কোন নীতিকে কাজে লাগিয়ে স্প্রিং তুলাযন্ত্র তৈরী করা হয়েছে ?
উত্তর: “বল প্রয়োগের ফলে স্প্রিং-এর প্রসারণ হয়” - এই নীতিকে কাজে লাগিয়ে |


অভিকর্ষ বল কাকে বলে ?
উত্তর: পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে অভিকর্ষ বল বলে |


একটি 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতের ওপর কত পরিমান বল প্রয়োগ করবে ?
উত্তর: 9.8 নিউটন |


একটি 5 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতের ওপর কত পরিমান বল প্রয়োগ করবে ?
উত্তর: $ \small 5\times 9.8 = 49$ নিউটন |

 

অষ্টম শ্রেণী : ভৌতবিজ্ঞান | অধ্যায়: বল ও চাপ Part 2 (ঘর্ষণ ও তার পরিমাপ)/link/button/#00a651

 

অধ্যায়: বল ও চাপ Part 1
Click Here
অধ্যায়: বল ও চাপ Part 2 (ঘর্ষণ ও তার পরিমাপ )
Click Here
অধ্যায়: বল ও চাপ Part 3 (তরলের ঘনত্ব ও চাপ )
Click Here

এই অধ্যায়টির পরবর্তী অংশের প্রশ্নগুলি এর পরের পার্ট এ আলোচনা করা হবে | তাই আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ জয়েন করে রাখুন |

উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
 
Tags: WBBSE Class 8, class 8 science solutions, Wbbse Class 8 Science Questions, Wbbse Class 8 Life Science, Class 8 Solutions, Wbbse Class 8 Science Important Questions, Class 8 Physical Science Notes, wbbse class 8, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান, বল ও চাপ অষ্টম শ্রেণী প্রশ্ন উত্তর

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. Apnar jonne ami onek kichu jante ebong sikhte parlam

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post