WBBSE Class 5 Science Model Questions with Answers | পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মডেল প্রশ্নোত্তর | Esho Seekhi

wbbse-class5-amader-paribesh
আজকের এই পোস্টে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি | (WBBSE Class  5 Science Model Questions)
 

১) শূন্যস্থান পূরণ করো :

ক) আমাদের শরীরের বর্ম হলো        চামড়া   

 

খ) রক্ত প্রবাহিত হয়   শিরা   ও ধমনী দিয়ে ।

 

গ)      মেলানিন     নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়, যা অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় ।

 

ঘ) ত্বকে  রোদ লাগলে ভিটামিন        D          তৈরী হয় ।

 

ঙ) নখে নোংরা  থাকলে সেখানে       জীবাণু         বাসা বাঁধতে পারে ।

 

চ) কনুই থেকে কব্জি পর্যন্ত দুটি হাড়ের নাম    আলনা    ও     রেডিয়াস    

 

ছ) দড়ির মতো  অংশের সাহায্যে হাড়গুলো লাগানো থাকে তাকে বলে    লিগামেন্ট    

 

জ) হাড় মজবুত করার জন্য     ক্যালশিয়াম      দরকার ।

 

 

২) নিচের প্রশ্ন গুলির উত্তর লেখো :

 

ক) মাটি কি প্রকার ও কী কী ? প্রত্যেক প্রকার মাটিতে উৎপন্ন হয় এমন ১টি করে ফসলের নাম লেখো ।

উত্তর: মাটি তিন প্রকার । যথা - এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি ।

 

এঁটেল মাটিতে উৎপন্ন হয় - আলু, ফুলকপি ইত্যাদি ।

দোআঁশ মাটিতে উৎপন্ন হয় - পাট, ভুট্টা ।

বেলে মাটিতে উৎপন্ন হয় - তরমুজ, শশা । 

 

খ) ১টি জলবাহিত ও ১টি বায়ুবাহিতরোগের নাম লেখো ।

উত্তর: জলবাহিত রোগ : কলেরা, টাইফয়েড ।

বায়ুবাহিত রোগ : যক্ষ্মা, ফ্লু ।


গ) হৃৎপিন্ডের কাজ দুটি বাক্যে লেখো ।

উত্তর: হৃৎপিন্ড আমাদের সারা দেহে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে । এছাড়া আমাদের দেহের রক্ত চাপকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে ।




উপরের প্রশ্নোত্তরগুলি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা আমাদের পাঠাতে পারো | প্রশ্নগুলির যথাযত উত্তর করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে | প্রশ্ন পাঠানোর জন্য আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি: eshoseekhi@gmail.com

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: WBBSE Class 5 Science,  WBBSE Class 5 Science Model Questions, WBBSE Class 5 Amader Paribesh, WBBSE Class 5 Model Questions.

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post