
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও ।
ক) ভাজ্য = ভাজক × ______ + ভাগশেষ ।
উত্তর: ভাগফল ।
খ) গ. সা.গু. এর পুরো নাম কী ?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ।
গ) ৮ ও ৬ এর সাধারণ গুণনীয়ক গুলি কী কী ?
উত্তর: ৮ এর গুণনীয়ক গুলি হল: ১, ২, ৪, ৮
৬ এর গুণনীয়ক গুলি হল: ১, ২, ৩, ৬
∴ ৮ ও ৬ এর সাধারণ গুণনীয়ক হলো = ১ ও ২ । (উত্তর)
ঘ) ৭৪২৭৬ দিনে কত বছর কত মাস কত দিন ?
উত্তর:
৩৬৫) ৭ ৪ ২ ৭ ৬ ( ২০৩ বছর
৭ ৩ ০
ーーーーーーーーー
১ ২ ৭ ৬
১ ০ ৯ ৫
ーーーーーーーーーー
৩০ ) ১ ৮ ১ দিন ( ৬ মাস
১ ৮ ০
ーーーーーーーーーー
১ দিন
∴ ৭৪২৭৬ দিনে ২০৩ বছর ৬ মাস ১ দিন । (উত্তর)
ঙ) ক্ষুদ্রতম মৌলিক বিজোড় সংখ্যা কত ?
উত্তর: ২
চ) ১০ থেকে ২৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
উত্তর: ১০ থেকে ২৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হল: ১১, ১৩, ১৭, ১৯ ও ২৩
∴ এদের যোগফল = ১১+১৩+১৭+১৯+২৩ = ৮৩ (উত্তর)
ছ) ছোট থেকে বড় সাজাও : ২৭,১৪,৫১৪
উত্তর: ৭, ৪ ও ১৪ এর ল.সা.গু.= ২৮
∴ ২৭=২×৪৭×৪=৮২৮
∴ ১৪=১×৭৪×৭=৭২৮
∴ ৫১৪=৫×২১৪×২=১০২৮
∵ ৭ < ৮ < ১০
∴ ৭২৮<৮২৮<১০২৮
∴ ১৪<২৭<৫১৪ (উত্তর)
জ) ৭৫ পয়সা = কত টাকা ?
উত্তর: ৭৫ পয়সা = ৭৫ ÷ ১০০ = ০.৭৫ টাকা ।
ঝ) লঘিষ্ঠ আকারে প্রকাশ করো : ১২০১৪৪
উত্তর:
৫⧸১⧸০⧸১⧸২⧸০৬⧸১⧸২⧸১⧸৪⧸৪
=৫৬ (উত্তর )
ঞ) ১১১২=৩৬=৫৫
উত্তর: ১১১২=৩৩৩৬=৫৫৬০
ট) রতনবাবু ৬ মাসে যে টাকা আয় করেন, সেই টাকা ৭ মাসে ব্যয় করেন । যদি তিনি মাসে ২৩৫৮ টাকা খরচ করেন, তাহলে তিনি প্রতি মাসে কত টাকা আয় করেন ?
উত্তর: যেহেতু, রতনবাবু ৬ মাসে যে টাকা আয় করেন, সেই টাকা ৭ মাসে ব্যয় করেন |
তাই, তাঁর ৭ মাসের খরচই ৬ মাসের আয় হবে |
∴ তাঁর ৭ মাসের খরচ = ২৩৫৮ × ৭ = ১৬৫০৬ টাকা
∴ তাঁর ৬ মাসের আয় = ১৬৫০৬ টাকা
∴ তাঁর ১ মাসের আয় হবে = (১৬৫০৬ ÷ ৬) টাকা
= ২৭৫১ টাকা (উত্তর)
উপরের প্রশ্নোত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Tags: WBBSE Class 5 Math, WBBSE Class 5 Math Model SET Questions, Class 5 Mathematics, WBBSE Class 5 Math Solutions, Math Model Activity Task 2021
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.