প্রিয় ছাত্রছাত্রীরা , আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর সময় ও দূরত্ব অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে । (WBBSE Class 7 Science Questions with Answers)
সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান
অধ্যায়: সময় ও দূরত্ব
প্রশ্নোত্তর
প্রশ্ন 1. গতিশীল বস্তু বলতে কী বোঝায় ?
উত্তর: সময়ের সাপেক্ষে যেসব বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাদের গতিশীল বস্তু বলা হয় |
প্রশ্ন 2. অতিক্রান্ত দূরত্ব কাকে বলে ?
উত্তর: কোনো গতিশীল বস্তুকণা সরল বা বক্রপথে একস্থান থেকে অন্য স্থানে যেতে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে সেই বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলে |
প্রশ্ন 3. সরণ কাকে বলে ?
উত্তর: কোনো গতিশীল বস্তুকণা একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনের সরলরৈখিক দূরত্বকে ওই বস্তুকণার সরণ বলে |
প্রশ্ন 4. দ্রুতি কাকে বলে?
উত্তর: কোনো গতিশীল বস্তুকণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে ওই বস্তুর দূরত্ব বলে |
প্রশ্ন 5. দ্রুতি কয় প্রকার ও কী কী ?
উত্তর: দ্রুতি দুই প্রকার | যথা- সমদ্রুতি ও অসমদ্রুতি |
প্রশ্ন 6. সমদ্রুতি কাকে বলে ?
উত্তর: কোনো গতিশীল বস্তু যদি প্রতি একক সময়ের ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করে, তবে বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলে |
প্রশ্ন 7. অসমদ্রুতি কাকে বলে ?
উত্তর: কোনো গতিশীল বস্তু যদি প্রতি একক সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তবে বস্তুটির দ্রুতিকে অসমদ্রুতি বলে |
প্রশ্ন 8. গড়দ্রুতি কাকে বলে ?
উত্তর: কোনো গতিশীল বস্তুকণা যখন অসমদ্রুতিতে থাকে, তখন সেই বস্তুকণার দ্বারা মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গড়দ্রুতি বলা হয় |
প্রশ্ন 9. বেগ কাকে বলে ?
উত্তর: কোনো গতিশীল বস্তুকণা প্রতি একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, তাকে সেই গতিশীল বস্তুর বেগ বা গতিবেগ বলা হয় |
প্রশ্ন 10. বেগ ও সরণের সম্পর্কটি কী ?
উত্তর: বেগ ও সরণের সম্পর্কটি হল: বেগ=$\frac{সরণ}{সময়}$
প্রশ্ন 11. ত্বরণ কাকে বলে ?
উত্তর: সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুকণার বেগ বৃদ্ধির হারকে ওই বস্তুকণার ত্বরণ বলা হয় |
প্রশ্ন 12. মন্দন কাকে বলে ?
উত্তর: সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুকণার বেগ হ্রাসের হারকে ওই বস্তুকণার মন্দন বলে |
প্রশ্ন 13. ঋণাত্মক ত্বরণের ওপর নাম কী ?
উত্তর: মন্দন |
প্রশ্ন 14. CGS ও SI পদ্ধতিতে সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দনের একক লেখ |
উত্তর:
উত্তর: প্রিন্সিপিয়া
প্রশ্ন 16. নিউটনের প্রথম গতিসুত্রটি লেখ |
উত্তর: বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে |
প্রশ্ন 17. নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন কোন বিষয়ের ধারণা পাই ?
উত্তর: নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ধারণা পাই – (i) বস্তুর জাড্য এবং (ii) বলের সংজ্ঞা |
প্রশ্ন 18. জাড্য কাকে বলে ?
উত্তর: যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু তার স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার গতীয় অবস্থা বজায় রাখতে চায়, তাকে বস্তুর জাড্য বলে |
প্রশ্ন 19. জাড্য কয় প্রকার ও কী কী ?
উত্তর: জাড্য দুই প্রকার | যথা- স্থিতিজাড্য ও গতিজাড্য |
প্রশ্ন 20. স্থিতিজাড্য কাকে বলে ?
উত্তর: স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতি জাড্য বলে |
প্রশ্ন 21. গতিজাড্য কাকে বলে ?
উত্তর: গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে গতিজাড্য বলে |
প্রশ্ন 22. স্থিতিজাড্য এর একটি উদাহরণ দাও |
উত্তর: কোনো স্থির বাস হঠাত চলতে শুরু করলে বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা পেছনে হেলে পড়ে | স্থিতিজাড্য এর ফলে এইরূপ ঘটে |
প্রশ্ন 23. গতিজাড্য এর একটি উদাহরণ দাও |
উত্তর: চলন্ত বাস হঠাত ব্রেক করলে বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা সামনের দিকে হেলে হেলে পড়ে | গতিজাড্য এর ফলে এরকম ঘটে |
প্রশ্ন 24. বল কাকে বলে ?
উত্তর: বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকেই বল বলে |
প্রশ্ন 25. CGS ও SI পদ্ধতিতে বলের একক কী?
উত্তর: CGS পদ্ধতিতে বলের একক ডাইন (dyne) ও SI পদ্ধতিতে নিউটন (newton) |
প্রশ্ন 26. নিউটনের দ্বিতীয় গতিসুত্রটি লেখ |
উত্তর: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে |
প্রশ্ন 27. ভরবেগ কাকে বলে ?
উত্তর: ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, তাকে বস্তুটির ভরবেগ বলা হয় |
কোনো বস্তুর ভর m এবং বেগ v হলে, বস্তুটির ভরবেগ= m × v |
প্রশ্ন 28. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রযুক্ত বলের মান নির্ণয় কর |
উত্তর: প্রযুক্ত বল = বস্তুর ভর × 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন
= বস্তুর ভর × বস্তুটির ত্বরণ (যেহেতু, ত্বরণ= 1 সেকেন্ডে বেগের পরিবর্তন)
∴ F = m × a
(যেখানে, F = প্রযুক্ত বল, m = বস্তুর ভর এবং a = ত্বরণ | )
এটিই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত প্রযুক্ত বলের মান |
প্রশ্ন 29. নিউটনের তৃতীয় গতিসুত্রটি লেখো |
উত্তর: প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে |
প্রশ্ন 30. ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে কী বোঝো ?
উত্তর: যখন কোনো একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে | প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে ক্রিয়া এবং দ্বিতীয় বস্তুর দ্বারা প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বিপরীতমুখী বলকে প্রতিক্রিয়া বলে |
প্রশ্ন 31. নৌকা থেকে লাফিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন ?
উত্তর: কোনো আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পেছনের দিকে সরে যায় | কারণ, এক্ষেত্রে আরোহী নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকার ওপর একটি বল প্রয়োগ করে | এর ফলে নৌকাটি পিছনের দিকে সরে যায় | নিউটনের তৃতীয় গতিসূত্রানুযায়ী নৌকাটিও আরোহীর ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে | এর ফলে আরোহী তীরে এসে পৌছায় |
প্রশ্ন 32. বায়ুশুন্য স্থানে পাখি উড়তে পারে না কেন ?
উত্তর: কারণ, পাখি আকাশে ওড়ার সময় ডানার মাধ্যমে ডানার নিচে থাকা বায়ুর উপর বল প্রয়োগ করে | এর ফলে বায়ুও পাখির ডানার উপর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে | এই প্রতিক্রিয়া বলের জন্যই পাখি আকাশে উড়তে ও ভেসে থাকতে পারে |
কিন্তু, বায়ুশুন্য স্থানে পাখি ডানা ঝাপটালেও কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না | তাই, পাখি বায়ুশুন্য স্থানে উড়তে পারে না |
উপরের আলোচিত Class 7 এর প্রশ্নোত্তরগুলি নিয়ে তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারো । নিচে কমেন্ট করে তোমাদের প্রশ্ন, মতামত জানাও । এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমাদের যাবতীয় প্রশ্ন জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.