ঘোষিত হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়সূচি | জেনে নিন কিভাবে ও কখন হবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা | Madhyamik and HS Exam Schedule 2021

WBBSE-Madhyamik-HS-News-2021


পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে সমস্ত জল্পনার অবসান হল। ছাত্র ছাত্রীরা মূলত এক চরম মানসিক সমস্যায় ভুগছিল পরীক্ষা হবে কি হবে না এই অনিশ্চয়তায়। যদিও ব্রাত্য বসু এর আগেই আভাস দিয়েছিলেন যে তারা পরীক্ষা নেওয়ার ব্যাপারে স্বতস্ফূর্ত ভাবে কাজ করছেন।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করলেন কবে ও কী কী পন্থা মেনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রতি বছরই পশ্চিমবঙ্গে অসংখ্য পড়ুয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন। গত বছর করোনা পরিস্থিতির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করা যায় নি।তবে এইবার সরকার এই বিষয়ে জরুরী পদক্ষেপ নিয়েছেন ও আশ্বাস দিয়েছেন যে তারা পরীক্ষার্থীর জীবনের সাথে কোনো ধরনের সমঝোতা করতে নারাজ।


পরীক্ষার দিনক্ষণ

উচ্চ মাধ্যমিক: জুলাই মাসের শেষ সপ্তাহে আয়োজিত হবে উচ্চ মাধ্যমিক।

মাধ্যমিক: আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজিত হবে মাধ্যমিক।


নিয়মাবলী

  • করোনা পরিস্থিতির কারণে সমস্ত COVID-19 Protocol মেনেই পরীক্ষা নেওয়া হবে। হ্যান্ড স্যানিটাইজার ও জরূরী পরিষেবার সুবন্দোবস্ত করা হবে।
  • এইবার প্রথম হোম সেন্টার থেকে পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থী তার নিজের বিদ্যালয় থেকেই পরীক্ষা দেবে। যার ফলে ছাত্র ছাত্রীদের অধিক দূরত্ব যাতায়াত করতে হবে না।
  • শুধু মাত্র অত্যাবশ্যক বিষয়ের পরীক্ষা হবে। মাধ্যমিকের ক্ষেত্র প্রধান ৭ টি বিষয় ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রধান ৫ টি বিষয়।


পরীক্ষার সময়সূচি


পরীক্ষার সময়সূচি 5 ঘণ্টা থেকে কমিয়ে 1 ঘন্টা 30 মিনিট করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যদিও এই ক্ষেত্রে প্রশ্ন পত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধু মাত্র অপশনের। ৩ ঘণ্টায় যদি কাউকে 10 টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয় 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষার ক্ষেত্রে তাকে 10 টি প্রশ্নের মধ্যে 4 টি প্রশ্নের উত্তর লিখতে হবে।

Tags: WBBSE Madhyamik Exam 2021 News, WBBSE HS 2021 News, Madhyamik Latest News, madhyamik exam 2021 news west bengal, madhyamik exam 2021 new update

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post