[PART 4] WBBSE Class 6 Math Model Activity Task Solutions 2021 | ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

 

wbbse-class6-model-activity-task-part4-2021-math-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Mathematics 2021)


WBBSE Model Activity Task 2021

CLASS 6

MATH

Part 4

 নীচের প্রশ্নগুলির উত্তর লেখা:

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs):

i. আট অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো:

(a) (00000001 – 9999999)

(b) (11111111 – 9999999)

(c) (100000000 – 9999999)

(d) (10000000 – 9999999)

উত্তর: (d) (10000000 – 9999999)

 

ii. 500 সংখ্যাটিতে রোমান সংখ্যায় লিখলে পাবো 

(a) C

(b) D

(c) L

(d) M

উত্তর: (b) D

 

iii. $\small (3 \times \frac{1}{5})$ কে লেখা যায়

 

(a) $\small 5 \times \frac{1}{3}$

(b) $\small \frac{1}{5} \times \frac{1}{3}$

(c) $\small \frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}$

(d) $\small \frac{1}{5}+\frac{1}{5}+\frac{1}{5}$ 

 

উত্তর: $\small \frac{1}{5}+\frac{1}{5}+\frac{1}{5}$

ব্যাখ্যা : 

$\small \frac{1}{5}+\frac{1}{5}+\frac{1}{5}$

$\small =  \frac{1+1+1}{5}$

$\small =\frac{3}{5}$ 

 

Esho-Seekhi-Telegram-Group

 

 2. সত্য/মিথ্যা লেখো (T/F)

i. $\small \frac{1}{3} \div 15$

উত্তর:   মিথ্যা  

ব্যাখ্যা : $\small \frac{1}{3} \div 15$

$\small = \frac{1}{3} \times \frac{1}{15}$

$\small =\frac{1}{45}$


ii. 50 টাকার $\small \frac{1}{5}$ অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না |

উত্তর:   সত্য  

ব্যাখ্যা : 50 টাকার $\small \frac{1}{5}$ অংশ $\small = \overset{10}{\not{5} \not{0}} \times \frac{1}{\not{5}}$ = 10 টাকা

∴ 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিলে পড়ে থাকে = 10 - 10 = 0 টাকা 

অর্থাৎ, কোনো টাকাই পড়ে থাকবে না |


iii. 5501 এর সব থেকে কাছে 1000 এর গুনিতকে পূর্ণসংখ্যা হলো 6000 |

উত্তর:   সত্য  

 

3.স্তম্ভ মেলাও 

উত্তর:

প্রথম স্তম্ভ

দ্বিতীয় স্তম্ভ

$\small y-7<20$

y−7,20 এর থেকে ছোট

$\small y-7 \geq 20$

y−7,20 এর সমান এবং 20 থেকে বড়

$\small y-7\neq 20$

y−7,20 এর অসমান

$\small y-7 \leq 20$

y−7,20 এর সমান এবং 20 থেকে ছোট

$\small y-7>20$

y−7,20 এর থেকে বড়


 

4.

(i) তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চল  ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো ।

উত্তর:

ধরি, আমার বয়স = x বছর

যেহেতু, আমি আমার দাদার থেকে 5 বছরের ছোট |

তাই, আমরা এভাবেও বলতে পারি যে, আমার দাদা আমার থেকে 5 বছরের বড়ো |

∴ চল ব্যবহার করে দাদার বয়সকে আমার বয়সের সাহায্যে প্রকাশ করলে,

দাদার বয়স হবে = x + 5 বছর

 

(ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো।

উত্তর: 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হয় :

= 5000000 + 5000 + 5



 

 আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject, class 6 model activity task 2021, model activity task class 6 Mathematics 2021, model activity task class 6 math answers, model activity task class 6 Math, model activity task class 6 math part 4 2021 answers, WBBSE Class 6 Math Model Activity Task Answers, Class 6 Model Activity Task Answers Mathematics, ষষ্ঠ শ্রেণী অংক মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post