প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Mathematics 2021)
WBBSE Model Activity Task 2021
Class 8
গণিত (Math)
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)
(i) $\small -\frac{2}{3}$ একটি
(a) অখন্ড সংখ্যা (b) ঋণাত্মক পূর্ণসংখ্যা (c) মূলদ সংখ্যা (d) স্বাভাবিক সংখ্যা
উত্তর: (c) মূলদ সংখ্যা
(ii) চিত্রে, আয়তক্ষেত্রাকার জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপে রাশিটির x -এর সহগ হলো
(a) 2 (b) 1 (c) −6 (d) −3
উত্তর: (d) − 3
ব্যাখ্যা: আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
$\small =(2x^{2}+x)\times (x-3)$
$\small =2x^{3}-6x^{2}+x^{2}-3x$
$\small =2x^{3}-5x^{2}-3x$
উপরিউক্ত সমাধান থেকে আমরা দেখতে পাচ্ছি যে x এর সহগ − 3
(iii) নীচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি হলো (যেখানে a ও b মূলদ সংখ্যা এবং a ≠ 0, b ≠ 0)
(a) a + b = b + a, a − b = b − a
(b) a × b = b × a, a ÷ b = b ÷ a
(c) a + b = b + a, a ÷ b = b ÷ a
(d) a ÷ b ≠ b ÷ a, a − b ≠ b − a
উত্তর: (d) a ÷ b ≠ b ÷ a, a − b ≠ b − a
2. সত্য / মিথ্যা লেখো :
(i) একটি ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে, উহার আয়তন হবে 3y ঘনমিটার
উত্তর: মিথ্যা |
ব্যাখ্যা: ঘনকের আয়তন = (বাহুর দৈর্ঘ্য)³ = y³
(ii) চিত্রে $\small OA\bot OB $ এবং $\small \angle AOB$ -কে সমদ্বিখন্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ |
উত্তর: সত্য |
ব্যাখ্যা :
চিত্রে, ∵ $\small OA\bot OB $
∴ $\small \angle AOB = 90^{\circ}$
তাই, $\small \angle AOB$ কে সমদ্বিখন্ডিত করলে যে কোণ দুটি উৎপন্ন হবে তাদের সমষ্টি 90° হবে |
∴ $\small \angle AOB$ -কে সমদ্বিখন্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ - উক্তিটি সত্য |
(iii) একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায় |
উত্তর: সত্য |
3. ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরায় তার তালিকা হলো (একজন কেবলমাত্র একটি খেলায় পছন্দ করবে )
পাই চিত্রে, যে বৃত্তকলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পাই চিত্র অঙ্কন করো |
সমাধান:
∴ উপরের তথ্য গুলিকে পাই চিত্রের সাহায্যে প্রকাশ করলে হয়,
4.(i) $\small \frac{x}{2}=\frac{1}{2x}+1$ হলে, $\small \left ( x^{3}-\frac{1}{x^{3}} \right )$ এর মান নির্ণয় করো |
সমাধান: $\small \frac{x}{2}=\frac{1}{2x}+1$
বা, $\small \frac{x}{2}-\frac{1}{2x}=1$
উভয়পক্ষকে 2 দ্বারা গুন করে পাই,
বা, $\small \not{2} \times \frac{x}{\not{2}}-\not{2} \times \frac{1}{\not{2}x}=1$
বা, $\small x-\frac{1}{x}=2$
উভয়পক্ষে ঘন করে পাই,
$\small \left (x-\frac{1}{x} \right )^{3}=(2)^{3}$
বা, $\small (x)^{3}-\left ( \frac{1}{x} \right )^{3}-3\cdot \not{x}\cdot \frac{1}{\not{x}}\left (x-\frac{1}{x} \right )$
বা, $\small x^{3}-\frac{1}{x^{3}}-3\cdot 1 \cdot 2 = 8$
বা, $\small x^{3}-\frac{1}{x^{3}}-6 = 8$
বা, $\small x^{3}-\frac{1}{x^{3}}= 8+6$
∴ $\small x^{3}-\frac{1}{x^{3}}= 14$ (উত্তর)
(ii) ভাগ করো : $\small (m^{2}-5m+6)$ কে, $\small (m-3)$ দিয়ে |
সমাধান:
$\small (m-3)$ ) $\small m^{2}-5m+6$ ( m − 2
$\small m^{2}-3m$
− +
− 2m + 6
− 2m + 6
+ −
0
∴ নির্ণেয় ভাগফল = (m − 2) (উত্তর)
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
READ ALSO
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
উত্তর গুলো খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ রইল।
ReplyDeleteThank You So much.... :)
Deleteআপনার পাইচিত্র ভুল
ReplyDeleteSorry, ওটা just editing এ একটু mistake হয়ে গেছিলো | ঠিক করে দেওয়া হয়েছে |
Deleteধন্যবাদ আপনাকে আমাদের ত্রুটি টি চিহ্নিত করে দেওয়ার জন্য | আপনাদের মতামতের মাধ্যমেই আমরা এসো শিখিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো |
Thank You
TEAM ESHO SEEKHI
THANK YOU SO MUCH SIR It's very helpful
ReplyDeleteasa kori always amader arakom pase thakben
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে | আমরা সব সময়ই ছাত্রছাত্রীদের পাশে ছিলাম, রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো যতদিন বেঁচে আছি |
Deleteআমাদের সাথে আলোচনা এবং অন্যান্য নানা ধরনের প্রশ্নোত্তর আলোচনা করতে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন : টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হলে পাশের লিংকটিতে ক্লিক করুন -> Telegram Group
খুব ভালো হয়েছে উত্তরগুলো
ReplyDeleteধন্যবাদ।
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.