প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Mathematics 2021 PART 5 [2ND SERIES])
ষষ্ঠ শ্রেণী
গণিত
Model Activity Task 2021
Month : August
2ND SERIES
PART 5
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)
(i) $\small (0.3 \times 0.5)$- এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে
উত্তর: (b) 2 ঘর আগে
(ii) 1.8 মিটার =
উত্তর: (b) 180 সেন্টিমিটার
(iii) $\small 10%$ মানে
উত্তর: (c) প্রতি 100 -এর জন্য 10
(iv) নীচের কোনটি আয়তঘন নয়
উত্তর: (d) বোতল
2. সত্য / মিথ্যা লেখো (T/F) :
(a) −2.1 একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা ।
উত্তর: মিথ্যা
(b)
4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5
উত্তর: সত্য
(c)
উত্তর: মিথ্যা
(d)
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা :
= 2 ✕ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= 2 ✕ ( 8 + 4 ) সেমি.
= 2 ✕ 12 সেমি.
= 24 সেমি.
3. স্তম্ভ মেলাও: (যে কোনো তিনটি)
উত্তর:
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
4.
(a) 145 ও 232 সংখ্যা দুটির গ.সা.গু নির্ণয় করো ও ওই গ.সা.গু এর সাহায্যে ল.সা.গু নির্ণয় করো ।
উত্তর: 145 ও 232 সংখ্যা দুটির গ.সা.গু নির্ণয়:
145 ) 232 ( 1
145
87 ) 145 ( 1
87
58 ) 87 ( 1
58
29 ) 58 ( 2
58
0
∴ সংখ্যা দুটির গ.সা.গু. = 29
আমরা জানি,
ল.সা.গু. ✕ গ.সা.গু. = সংখ্যা দুটির গুণফল
∴ ল.সা.গু. ✕ 29 = 145 ✕ 232
বা, ল.সা.গু. $\small =\frac{145 \times 232}{29}$
∴ ল.সা.গু.= 1160
∴145 ও 232 এর গ.সা.গু. = 29 এবং ল.সা.গু. = 1160 (উত্তর)
(b) সরলরেখার সাহায্যে যোগফল নির্ণয় করো : (+7), (-7)
উত্তর:
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.