প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Geography 2021 PART 5 [2ND SERIES])
নবম শ্রেণী
ভূগোল
Model Activity Task 2021 (Month : August)
2ND SERIES
PART 5
১. বিকল্পগুলির থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখ :
১.১ বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো -
উত্তর: ক) ০°
১.২ ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় -
উত্তর: খ) ভঙ্গিল পর্বত
১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো -
উত্তর: গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা - জলধারণ ক্ষমতা কম ।
২. একটি বা দুটি শব্দে উত্তরে দাও :
২.১ কোনো স্থানের দ্রাঘিমা ২৪° পূর্ব হলে ঐ স্থানটির প্রতিপাদস্থানের দ্রাঘিমা কত হবে ?
উত্তর: কোনো স্থানের দ্রাঘিমা ২৪° পূর্ব হলে ঐ স্থানটির প্রতিপাদস্থানের দ্রাঘিমা ২৪° পশ্চিম হবে।
READ MORE ▶ নবম শ্রেণী ইতিহাস মডেল টাস্ক পার্ট 5 সমাধান
২.২ একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো ।
উত্তর: একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি ।
২.৩ কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ করা যায় ?
উত্তর: ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ করা যায় ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী ?
উত্তর: নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি নীচে আলোচনা করা হলো :
- নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ফলে নদীতে ও খালে প্রচুর পলি সঞ্চিত হয়। এরফলে নদীর গভীরতা হ্রাস পে এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হলে নদী উপচে জল নদীর আশেপাশের অঞ্চলকে প্লাবিত করে ।
- মাত্রাতিরিক্ত জলসেচের ফলে মাটির মূল্যবান খনিজ পদার্থগুলি নীচের স্তরে চলে যায় ফলে মাটি চাষের অযোগ্য হয়ে পরে ।
- নদী ও খালের জলের ওপর পরিবহন বেশি করা হলে নদীতে রাসায়নিক, দূষিত পদার্থ ইত্যাদি জলের সাথে মিশে জলদূষণ হয় ।
- শিল্পকর্মে নদীর জল ব্যবহৃত হয় ফলে নদীতে কলকারখানার দূষিত জল মিশে জল পুনরায় ব্যবহারের অযোগ্য হয়ে পরে ।
৩.২ ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
উত্তর :
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ ক) 'উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয়' - চিত্রসহ ব্যাখ্যা করো ।
উত্তরঃ উচ্চ অখাংশের শীতল জলবায়ুতে বা উচ্চ পার্বত্য অঞ্চলে এই প্রক্রিয়া অধিক কার্যকরী হয়। শীতল জলবায়ু অঞ্চলে শিলাস্তরে ফাটলের মধ্যে অবস্থিত জল শীতের সময় বা রাত্রিবেলা অধিক ঠান্ডায় জমে গিয়ে বরফে পরিনিত হয়। জল বরফে পরিণত হলে আয়তনে ৯ শতাংশ বৃদ্ধি পায়। এই কারণে জমে যাওয়া বরফ ফাটলের গায়ে প্রতিবর্গ মিটারে প্রায় ২০০০ কেজি চাপ প্রয়োগ করে ও শিলার ফাটল আরো বৃদ্ধি পায় এবং শিলা একটা সময়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ।
তুষারের কার্যে শিলাগাত্রের ফেটে যাওয়া |
খ) অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো।
উত্তর: শিলা খনিজের সাথে জলীয় বাষ্পের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলে তাকে জারণ বা অক্সিডেশন বলে। মূলত লৌহ সমৃদ্ধ শিলায় এই প্রক্রিয়া অধিক কার্যকর হয়। লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে তখন তা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। কিন্তু যখন তা অক্সিডেশন প্রক্রিয়ার পর ফেরিক অক্সাইডে পরিণত হয় তখন তা সহজে ভেঙে যায়। একে মরচে পড়া বলে ।
$\small 4FeO + O_2 = 2Fe_{2}O_{3} $
উদাহরণ: উড়িষ্যার বেলোনি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে কিরিবুরুর লৌহ সমৃদ্ধ উচ্চভূমিতে জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায় ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
© Esho Seekhi Online Education Platform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.