[PART 5] WBBSE Class 6 Science Model Activity Task Solutions 2021 | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Banglar Shiksha Portal

wbbse-model-activity-task-class6-science-part5-solutions-august
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Environment and Science 2021 PART 5 [2ND SERIES])

ষষ্ঠ শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

Model Activity Task 2021 (Month : August)

2ND SERIES

PART 5


১. ঠিক উত্তর নির্বাচন করো:

১.১ হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো 

উত্তর: (গ) লোহা 


১.২ আয়তন পরিমাপের একক হলো 

উত্তর: (ঘ) ঘন সেন্টিমিটার

 

১.৩ অবিশুদ্ধ রক্ত হলো -

উত্তর: (খ) যে রক্তে O₂ -এর তুলনায় CO₂ বেশি থাকে |

 

২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ SI পদ্ধতিতে বলের একক কী ?

উত্তর: নিউটন |

 

২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: জলের গভীরতা ও তরলের চাপ পরস্পরের সমানুপাতিক অর্থাৎ তরলের গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে | তাই যত জলের গভীরে যাওয়া যাবে ততই তরলের চাপ বৃদ্ধি পাবে |

 

২.৩ মানবদেহের কোথায় অচল সন্ধি থাকে ?

উত্তর: মানবদেহের খুলির ভেতরে অচল সন্ধি থাকে |

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমান চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো ।

উত্তর: আমরা জানি, চাপ (P) = বল (F) / ক্ষেত্রফল (A)

প্রশ্নানুসারে, বল (F) = 90 নিউটন; ক্ষেত্রফল (A) = 0.09 বর্গমিটার

যে পরিমান চাপ সৃষ্টি হবে তা হলো, $\frac{90}{0.09}=1000$ নিউটন / বর্গমিটার (উত্তর)

 

৩.২ রক্তের কাজ কী ?

উত্তর: আমাদের শরীরে রক্তের প্রধান কাজ হলো অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড পরিবহণ করা | রক্ত আমাদের দ্বারা গ্রহণ করা অক্সিজেন গ্যাস কে পুরো শরীরে ছড়িয়ে দেয় এবং আমাদের দেহে উৎপন্ন ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে দেহ থেকে বের করে দেয় |

 

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো ।

উত্তর: যে ভৌত কারণ কোনো স্থির বস্তুর স্থিরাবস্থা বা গতিশীল বস্তুর গতীয় অবস্থারপরিবর্তন করে বা পরিবর্তনের চেষ্টা করে তাকেই বল বলা হয় |

যেমন: আমরা যদি কোনো ফুটবলকে মাঠের এক স্থান থেকে অপর স্থানে পাঠাতে চাই তবে আমাদের সেই ফুটবলটিতে বল প্রয়োগ করতে হবে | এক্ষেত্রে এই বল প্রয়োগ হলো ফুটবলটিতে কিক করা | অর্থাৎ কিক করার মাধ্যমে আমরা ফুটবলটিতে বল প্রয়োগ করলাম যার ফলে ফুটবলটির স্থান পরিবর্তন হলো |

 

৪.২ মানবদেহে প্রশ্বাস আর নিশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে ?

উত্তর: আমরা যখন বাতাস থেকে অক্সিজেন গ্যাস নাকের মাধ্যমে গ্রহণ করি, তখন আমাদের ফুসফুসে উপস্থিত পঞ্জর পেশি এবং মধ্যচ্ছদা আমাদের বুকের ভেতরের খাঁচাটিকে ফুলিয়ে দেয় | এর ফলে অক্সিজেন গ্যাস আমাদের ফুসফুসে ভরে যায় | একে বলা হয় প্রশ্বাস |

আবার এই পেশিগুলিই যখন চুপসে যায়, তখন আমাদের দেহ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বেরিয়ে যায় | একে বলে নিশ্বাস |


আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject second series, class 6 model activity task 2021, model activity task class 6 science and environment 2021, model activity task class 6 environment and science answers, model activity task class 6 science 2nd series, model activity task class 6 science part 5 answers, WBBSE Class 6 Science Model Activity Task Answers, Class 6 Model Activity Task Answers Science, ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post