[FINAL] WBBSE Class 7 History Model Activity Compilation Part 8 Answers | সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

wbbse-class7-model-activity-compilation-history-answers-part8
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Compilation History 2021 PART 8 Solutions)

Class 7

MODEL ACTIVITY COMPILATION

FINAL

ইতিহাস

পূর্ণমান = 50

১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :  ১ × ৪ = ৪

উত্তর:

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

১.১ খলিফার অনুমোদন

গ) ইলতুৎমিশ

১.২ সিজদা ও পাইবস

ক) গিয়াসউদ্দিন বলবন

১.৩ বাজারদর নিয়ন্ত্রণ

ঘ) আলাউদ্দিন খলজি

১.৪ আমুক্তমাল্যদ

খ) কৃষ্ণদেব রায়

 

২. বেমানান শব্দটি নিচে দাগ দাও:  ১ × ৪ = ৪

ক) বিজালয়া, দন্তিদূর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র ।

ব্যাখ্যা : দন্তিদুর্গ ছিল রাষ্ট্রকূট বংশের রাজা বাকিরা চোল বংশের রাজা ।


খ) বরেন্দ্র, হরিকেল, কনৌজ, গৌড় 

ব্যাখ্যা : কনৌজ ছিল উত্তর ভারতের দিকে কিন্তু বাকি গুলো ছিল বাংলায় ।

 

গ) হলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর 

ব্যাখ্যা : হলাযুধ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী কিন্তু বাকিরা চোলের লক্ষণ সেনের সভার রত্ন ।

 

ঘ) প্রতাপাদিত্য, কেদার রায়, ইশা খান, বৈরাম খান 

ব্যাখ্যা : বৈরাম খান ছিলেন মুঘল সাম্রাজ্যের, বাকিরা হলেন বারো ভূঁইয়া নামে বিদ্রোহী দলের সদস্য


৩. শূন্যস্থান পূরণ করো :  ১ × ৪ = ৪

৩.১ বন্দেগান-ই-চিহলগানির সদস্য ছিলেন সুলতান _____________ |

উত্তর:  গিয়াসউদ্দিন বলবন |

 

৩.২ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন__________ |

উত্তর: শামসউদ্দিন ইলিয়াস শাহ |

 

৩.৩ পোর্তুগিজ পর্যটক _______  বিজয়নগর পরিভ্রমন করেন |

উত্তর: পেজ |


৩.৪ বিজয়নগর পরাজিত হয়েছিল _________ যুদ্ধে |

উত্তর: তালিকোটার (১৫৬৫ খ্রিস্টাব্দে)যুদ্ধে |


৪. সত্য বা মিথ্যা নির্ণয় করো : ১ × ৪ = ৪

৪.১ 'দাগ' ও 'হুলিয়া' ব্যবস্থা চালু রাখেন শেরশাহ । 

উত্তর:   সত্য  

 

৪.২ ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন ।

উত্তর:   সত্য  

 

৪.৩ মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল ।

উত্তর: মিথ্যা

 

৪.৪ রাজিয়া তার মধ্যে নিজেকে সুলতান বলে দাবি করেছেন ।

উত্তর:   সত্য  


৫. দুই-তিনটি বাক্যে উত্তর দাও :  ২ × ২ =৪

৫.১ 'দীন-ই-ইলাহি' কি ?

উত্তর: খ্রিস্টীয় ১৫৭০এর দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রি তে নানা ধরনের ধর্ম ধর্মগ্রন্থের নিয়ে একটি আলোচনা সভা গড়ে তোলেন। এসব আলোচনার ভিত্তিতে তিনি 'দীন-ই-ইলাহি' নামে এক নতুন মতাদর্শ চালু করেন। ফরাসি শব্দ 'দীন-ই-ইলাহি' কথার অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও বাদাউনি এই ধর্মকে তৌহিদ -ই - ইলাহি বা 'স্বর্গীয় একেশ্বরবাদ' বলে উল্লেখ করেছেন। 

 

৫.২ মনসব কি ?

উত্তর: মুঘল সম্রাট আকবর তার সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন। এই গুরুত্বপূর্ণ সংযোজন টি হল মনসবদারি ব্যবস্থা । আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদ গুলিকে বলা হতো মনসব।

৬. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :  ৩ × ৫ = ১৫

৬.১ পাল-সেন যুগে কেমন ভাবে কর আদায় করা হতো ?

উত্তর: পাল ও সেন যুগের রাজারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল এর মধ্য দিয়ে সাধারণ মানুষের থেকে কর আদায় করতেন। 

  • কৃষি কর: রাজারা উৎপন্ন ফসলের ছয় ভাগের এক ভাগ কৃষকদের কাছ থেকে কন নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। 
  • বাণিজ্য কর: বডি করা তাদের ব্যবসা-বাণিজ্যকে কায়েম রাখার জন্য রাজাদেরকে করে দিত। 
  • অন্যান্য কর: এছাড়াও প্রজাতির বিভিন্ন ধরনের কর দিতে হতো। যেমন প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়া ঘাটের উপরে কর চাপানো হত ।

 

৬.২ সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন ? 

উত্তর: সাহিত্য সমাজের দর্পণ। একদিকে রাজা লক্ষণ সেনের রাজসভার কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্য তে ধনি ও বিলাসী জীবনের কথা ফুটে উঠেছে । আবার, গরিব মানুষের জীবনেরও ছায়া পড়েছে সমসাময়িক সাহিত্যে। সে যুগে লক্ষণ সেনের রাজসভার কবি ছিল জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক । তাঁর গীতগোবিন্দম্ কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেম কাহিনী । লক্ষণ সেনের রাজসভার কবি ধোয়ী লিখেছিলেন পবনদূত কাব্য । এযুগের আরো তিন জন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এই 5 জন কবি একসাথে লক্ষণ সেনের পঞ্চরত্ন ছিলেন । ত্রয়োদশ শতকের গোড়ার কোভিদ শ্রীধর দাস এর দ্বারা সংকলিত সদুক্তিকর্নামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে । এছাড়াও রাজা বল্লাল সেন ও রাজা লক্ষণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছেন। অভিধানপ্রণেতা সর্বানন্দ গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরো দুজন লেখক ।

৬.৩ ইকতা ব্যবস্থা কী ?

উত্তরঃ কোন নির্দিষ্ট জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। পরবর্তীকালে সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়ার ফলে সুলতানরা যেসব রাজ্যজয় করতেন সেই রাজ্যগুলির দায়িত্ব কোনো নির্দিষ্ট সামরিক নেতার কাছে দিতেন। এ রাজ্যগুলিকে 11 টি প্রদেশে ধরে নেওয়া হতো এবং এগুলোকে বলা হতো ইক্তা। এই প্রদেশগুলোতে যারা শাসন করতো তাদের বলা হতো ইক্তাদার। এই ইক্তাদাররা তাদের অধিকৃত ইক্তার কর আদায়ের সাথে সাথে ভালো-মন্দ বিচার করতো। এই ব্যবস্থা কে বলা হত ইক্তা ব্যবস্থা।

 

৬.৪ খলজি বিপ্লব বলতে কি বোঝ ? 

উত্তরঃ ১২৯০ সালে হিন্দুস্তানি মুসলিমদের নেতাও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জলাল উদ্দিন খলজি বলবনের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনা খিলজী দের ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত। খোঁজে বিপ্লবের ফলে দিল্লিতে তুর্কি অভিজাত্যের ক্ষমতার পুরোপুরি অবসান ঘটে। তুর্কিদের বদলে খলজি শাসন শুরু হয় ।

 

৬.৫ 'দাক্ষিণাত্য ক্ষত' বলতে কী বোঝো ?

উত্তরঃ ঔরঙ্গজেবের আমলে সপ্তদশ শতকে মারাঠাদের শক্তি যথেষ্ট বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের ভাবনায় ছিল যে তিনি দক্ষিণ রাজ্য গুলিকে পরাজিত করে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা। সাথে মারাঠাদের শক্তি কে দমন করতে পারবে। মুঘলরা ঔরঙ্গজেবের সময়কালে বিজাপুর ও গোলকোন্ডা দখল করে। ফলত মুঘলদের বিস্তার আরও বেড়ে যায়। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয় এবং দীর্ঘ সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয়। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হয়। পঁচিশ বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্য তেই মারা গেলেন।

 

 

৭. আট-দশটি বাক্যে উত্তর দাও : ৫ × ৩ = ১৫

৭.১ বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ এরপর বাংলাতে কি পরিবর্তন ঘটেছিল ?

উত্তর: আনুমানিক ১২০৪ সালের শেষে তুর্কি সেনাপতি একটি আর উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা নদীয়া দখল করেছিলেন। সেই থেকে বাংলা তুর্কি শাসন শুরু হয়। এরপর বক্তিয়ার নদী আছে রে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। বক্তিয়ার খলজির নিজের নতুন রাজ্য কে কয়টি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একেকজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। বক্তিয়ার খলজির লখনৌতে মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করে দেন। তার আবুলের রাজ্যের সীমানা উত্তর দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর, দক্ষিনে পদ্মা নদী, উর্দু তিস্তা ও করোতোয়া নদী এবং পশ্চিমে বিহার পর্যন্ত বিস্তৃত ছিল।


৭.২ কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় ? 

উত্তর : কৃষ্ণদেব রায় ছিলেন তুলুব বংশের শাসক। তাকে শ্রেষ্ঠ শাসকের সন্মান দেওয়া হয়। তাকে শ্রেষ্ঠ বলার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো - 

  • কৃষ্ণদেব রায় এর শাসন কালকে বিজয়নগরের সীমানার আরও বিস্তার ঘটে এবং তাঁর শাসনকালে বিজয়নগরের গৌরব আরও বেড়ে যায়। 
  • কৃষ্ণদেব রায় ছিলেন সাহিত্যের পৃষ্ঠপোষক। তিনি শিল্প, সাহিত্য, সংগীত এবং দর্শনশাস্ত্রে দৃষ্টিপাত করেন এবং তার সময়ে এর উল্লেখযোগ্য ফলাফল দেখা যায়। তিনি নিজেই একজন সাহিত্যিক ছিলেন। 'আমুক্তমাল্যদ' নামক গ্রন্থে তিনি তেলেগু ভাষায় রাজার কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। 
  • এর পাশাপাশি তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটান। 
  • রাজাদের মধ্যে কৃষ্ণদেব রায় ছিলেন সবচেয়ে পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক। তিনি একাধারে যেমন ছিলেন সুবিচারক, অন্য ধারে ছিলেন একজন সাহসী শাসক। পর্তুগীজ পর্যটক পেজ এর লেখায় তিনি কৃষ্ণদেব রায় কে এইভাবে প্রশংসিত করেছেন এবং বলেছেন তিনি ছিলেন একমাত্র সর্ব গুণের অধিকারী।


৭.৩ শেরশাহের যে- কোনো দুটি প্রশাসনিক সংস্কার সংক্ষেপে লেখো ।

উত্তর :শেরশাহের দুটি প্রশাসনিক সংস্কার নিচে আলোচনা করা হলো :

(i) শেরশাহের আমলে কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দিতে বাধ্য হলে কাবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্র কে দিত। 

(ii) যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করার জন্য শেরশাহ রাস্তা ঘাট নির্মাণ করেন। শেরশাহ বাংলার সোনারগাঁ থেকে উত্তর থেকে পশ্চিম সীমান্তে পেশোয়ার অবধি বিস্তৃত একটি সড়ক সংস্কার করান রাস্তাটির নাম ছিল সড়ক - ই - আজম। এই রাস্তাটি পরবর্তীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও তিনি আগ্রা থেকে চিতোর পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত আর একটি রাস্তা তৈরি করেন। এছাড়াও পথিক ও বণিকদের সুবিধার্থে রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়। ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার উন্নতি হয়। দাগ ও হলিয়া নামে দুটি কর ব্যবস্থা শুরু করেন শেরশাহ। যাতে সেনা বাহিনীর উপর নিয়ন্ত্রণ সর্বদা বজায় থাকে ।



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 7 History Model Activity Task Compilation Part 8 Final Answers 2021, Model Activity Task Solutions History Part 8 Solutions 2021, Class 7 History Model Activity Task Compilation, class 7 model activity task part 8 solutions, Model Activity Task Class 7 History Final, WBBSE Class 7 History Model Activity Task 2021 Answers, wbbse class 7 history model activity task part 8, সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post