[PART 8] WBBSE Class 9 Life Science Model Activity Compilation Part 8 Answers | নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

wbbse-class9-model-activity-compilation-life-science-answers-part8

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর জীবন বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Compilation Life Science 2021 PART 8 Solutions)

নবম শ্রেণী

MODEL ACTIVITY COMPILATION

জীবন বিজ্ঞান

পূর্ণমান = 50

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৯ = ৯

১.১ যে পর্বের প্রানীদের মধ্যে কোলোব্লাস্ট দেখা যায় তা শনাক্ত করো -

(ক) নিমাটোডা  (খ) নিডারিয়া  (গ) টিনোফোরা  (ঘ) মোলাস্কা  

উত্তর: (গ) টিনোফোরা


১.২ নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো -

(ক) কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরী 

(খ) টেরিডোফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর 

(গ) মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খন্ডিত 

(ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর 

উত্তর: (ক) কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরী 


১.৩ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো -

(ক) প্যারেনকাইমা কলা − কোশান্তর রন্ধ্র উপস্থিত 

(খ) আবরণী কলা −ভিত্তিপর্দা উপস্থিত 

(গ) স্ক্লেরেনকাইমা কলা − জীবিত কোশ উপস্থিত 

(ঘ) স্নায়ুকলা −স্নায়ুকোশ এবং নিউরোগ্লিয়া উপস্থিত 

উত্তর: (গ) স্ক্লেরেনকাইমা কলা − জীবিত কোশ উপস্থিত  

প্রোটোপ্লাজমবিহীন হওয়ায় স্ক্লেরেনকাইমা কলার কোশগুলি মৃত হয় |


১.৪ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো −

উত্তর: (ঘ) অরনিথিন চক্র − অ্যামোনিয়া সংশ্লেষ


১.৫ সঠিক বক্তব্যটি নিরূপণ করো −

উত্তর: (গ) লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে |


১.৬ প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো −

উত্তর: (খ) ম্যালপিজিয়ান নালিকা ।

 

১.৭ বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো −

উত্তর: বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি হলো - (খ) বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় ।

ব্যাখ্যা: বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প অপসারিত হয় । ফলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় ।

 

১.৮ নিচের যে জোড়টি সঠিক তা স্থির করো − 

উত্তর: নিচের যে জোড়টি সঠিক তা হলো - (গ) রসের উৎস্রোত − জাইলেম কলা 

 

১.৯ নীচের যে বিশেষ সংযোগী কলাকে 'রিজার্ভ পেসমেকার' বলা হয় সেটিকে শনাক্ত করো −

উত্তর: নীচের যে বিশেষ সংযোগী কলাকে 'রিজার্ভ পেসমেকার' বলা হয় সেটি হলো -  (ঘ) AV নোড 

 

২. শূন্যস্থান পূরণ করো :  ১ × ৩ = ৩

২.১ সূর্যালোকের ________ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয় ।

উত্তর: ফোটন কণা 

 

২.২ A গ্রূপের ব্যক্তির রক্তে _____ অ্যাগ্লুটিনিন থাকে ।

উত্তর: অ্যান্টি B বা β - অ্যাগ্লুটিনিন 

 

২.৩ পেঁপে গাছের তরুক্ষীরে _______ নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে । ১ × ৩ = ৩

উত্তর: প্যাপাইন 

 

৩. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :  ১ × ৩ = ৩

৩.১ নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স 'হট ডাইলিউট সুপ' নাম অভিহিত করেন |

উত্তর:  মিথ্যা  

বিজ্ঞানী হ্যালডেন নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে 'হট ডাইলিউট সুপ' নাম অভিহিত করেন |


৩.২ প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির |

উত্তর:   মিথ্যা  

প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ ইউক্যারিওটিক প্রকৃতির |


৩.৩ নাইট্রোজেন যুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউকিওটাইড গঠিত |

উত্তর:   সত্য  

 

৪. A -স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : ১ × ৩ = ৩

উত্তর:

A -স্তম্ভ

B -স্তম্ভ

২.১ অ্যাথেরোস্কেলেরোসিস

(গ) বিপাকীয় সমস্যাজনিত রোগ

২.২ পতঙ্গ

(ক) ট্র্যাকিয়া

২.৩ পত্ররন্ধ্র

(খ) রক্ষীকোশ


৫. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪

৫.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো ।

উত্তর : ভাজক কলার কাজ হলো :

① ভাজক কলা নতুন অপত্য কোশ তৈরি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে ।

② ভাজক কলার দ্বারাই উদ্ভিদে নতুন পাতা, মূল ও কান্ডের শাখা, ফুল, ফল ইত্যাদি তৈরি হয় ।

③ ভাজক কলার কোশগুলি বিভাজিত হয়ে উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে ।

** উপরে ভাজক কলার তিনটি কাজ লেখা রয়েছে । তোমরা যেকোনো একটি লিখবে ।

 

৫.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ 

উত্তর : লাইপেজ

ব্যাখ্যা : অ্যামাইলেজ, ল্যাকটেজ, মলটেজ এই তিনটি অ্যামাইলোলাইটিক বা শর্করা-ভঙ্গক উৎসেচক । কিন্তু, লাইপেজ, লাইপোলাইটিক বা স্নেহ-ভঙ্গক উৎসেচক ।

 

৫.৩ নীচে সম্পর্কযুক্ত একটি একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জর্তির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন : : নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : ________

উত্তর : তরুক্ষীর


৬. দুই-তিনটি বাক্যে উত্তর দাও : ২ × ৭ = ১৪

৬.১ "এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খন্ডক নিয়ে গঠিত" −পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো |

উত্তর: ◼ পর্বটির নাম হলো : অ্যানিলিডা

 

◼ ◼ অ্যানিলিডা পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য : 

Ⅰ অ্যানিলিডা পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির |

Ⅱঅ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া এবং গমন অঙ্গ হল সিটা, প্যারাপোডিয়া |


৬.২ এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো |

উত্তর: এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ হল :

(i) সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা এবং শারীরবৃত্তীয় কাজের জন্য তলের বিস্তৃতি ঘটানো এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ |

(ii) সাইটোপ্লাজমের বিভিন্ন বিক্রিয়াগুলিকে পৃথক রাখা |

(iii) নির্দিষ্ট পথে কোশের ক্ষরণে সাহায্য করে |

 

৬.৩ উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো ।

উত্তর:

পরজীবীয় পুষ্টি

মিথোজীবীয় পুষ্টি

(i) এই ধরনের পুষ্টি নির্দিষ্ট পোষকের ওপর নির্ভরশীল |

(i) এই ধরনের পুষ্টিতে সংশ্লিষ্ট জীব অর্থাৎ উদ্ভিদ  দুটি পরস্পরের ওপর নির্ভরশীল |

(ii) এক্ষেত্রে পরজীবী উদ্ভিদ পোষক উদ্ভিদের দেহ থেকে সরাসরি সরল খাদ্য উপাদান সংগ্রহ করে |

(ii) এক্ষেত্রে উভয় উদ্ভিদই সহযোগিতাসুলভ ভাবে খাদ্য সংশ্লেষ বা খাদ্য আহরণ করে |

(iii) এই ধরনের পুষ্টিতে পরজীবী উদ্ভিদ, পোষক উদ্ভিদের কেবল ক্ষতিসাধনই করে |

(iii) এক্ষেত্রে সংশ্লিষ্ট উদ্ভিদ দুটি কেউই কারোর ক্ষতি করে না |


৬.৪ সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোকসংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো ।

উত্তর: পৃথিবীতে সকল শক্তির উৎসই হল সৌরশক্তি | সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা ATP -তেরাসায়নিক শক্তি হিসেবে সাময়িকভাবে আবদ্ধ রাখে | একেই বলা হয়ে থাকে সৌরশক্তির আবদ্ধকরণ |

পরবর্তীতে রাসায়নিক শক্তিতে রুপান্তরিত এই সৌরশক্তি উৎপন্ন গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে সঞ্চিত হয় | একে বলে সৌরশক্তির স্থৈতিক শক্তিতে রূপান্তর |

উপরোক্ত দুই ধাপে সংঘটিত সমগ্র প্রক্রিয়াটিকেই সালোকসংশ্লেষ বলা হয় যেই প্রক্রিয়ায় সৌরশক্তির আবদ্ধকরণ ও তার রূপান্তর ঘটে |


৬.৫ মুখবিবরে কিভাবে শর্করাজাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো । ২ × ২ = ৪

উত্তর: মুখবিবরে খাদ্যবস্তু প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দাঁত শক্ত খাদ্যবস্তুগুলিকে চিবিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে | এই চর্বিত খাদ্যবস্তুগুলি মুখবিবরের লালারসের সঙ্গে মিশে গিয়ে নরম হয় | শর্করাজাতীয় খাদ্য বিশেষত, সিদ্ধ শ্বেতসার মুখবিবরে টায়ালিনের সঙ্গে মলটোজে পরিণত হয় । এই মলটোজের ওপর লালারসের মলটেজ ক্রিয়া করে সামান্য গ্লুকোজ উৎপাদন করে ।

 

৬.৬ কোশ থেকে কোশে পরিবহণে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো ।

উত্তর: পত্ররন্ধ্র বা লেন্টিসেল দ্বারা গৃহীত O₂ ব্যাপন পদ্ধতিতে একটি কোশে প্রবেশ করার পর সেখান থেকে ব্যাপন পদ্ধতিতে নিগত হয়ে ক্রমান্বয়ে উদ্ভিদের অভ্যন্তরীণ কলাকোশে ছড়িয়ে পড়ে । সালোকসংশ্লেষের সময় গৃহিত CO₂ কোশান্তর পরিবহণের মাধ্যমে সবুজ কোশে পৌঁছায় । মৃত কোশ প্রাচীরের মধ্য দিয়ে ব্যাপন পদ্ধতিতে জল এক কোশ থেকে অপর কোশে স্থানান্তরিত হয় । 

এইভাবেই ব্যাপনের মাধ্যমে উদ্ভিদদেহে কোশ থেকে কোশে প্রয়োজনীয় উপাদান পরিবাহিত হয়ে থাকে ।

 

৬.৭ একাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উত্তর: ⓵ এই পর্বের সমস্ত প্রাণীই সামুদ্রিক, এদের দেহত্বক চুন নির্মিত অসিকল বা কাঁটা দ্বারা আবৃত ।

⓶. এই পর্বের প্রাণীদের দেহে উন্নত ধরনের জল সংবহনতন্ত্র দেখা যায় ।

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

৭. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  ৫ × ৩ = ১৫

৭.১ মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো | নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরুপণ করো :  ৩ + ২ = ৫

  • উপাদান
  • কাজ

উত্তর: মানবদেহে যকৃতের অবস্থান : উদর গহ্বরের উপরের ডানদিকে, মধ্যচ্ছদার ঠিক নীচে এবং ডানদিকের নীচের পাঁজরগুলির পেছনে যকৃতের অবস্থান |

 

মানবদেহে যকৃতের ভূমিকা :  

পৌষ্টিকনালি থেকে আগত পুষ্টিপদার্থ সমৃদ্ধ রক্ত সারা দেহে সরবরাহের আগে যকৃতে শোষিত হয় | সরবরাহের আগে যকৃতে শোধিত হয় |

বিভিন্ন রাসায়নিক পদার্থের বিষক্রিয়া নাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন |

 

◼◼

জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য

বৈশিষ্ট্য

জাইলেম

ফ্লোয়েম

উপাদান

জাইলেমের উপাদানগুলি হল : ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু |

ফ্লোয়েমের উপাদানগুলি হল : সিভনল, সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু |

কাজ

মূলরোম দ্বারা জল ও খনিজ লবন শোষণ করে তা পাতায় পৌঁছে দেওয়া |

পাতায় তৈরী হওয়া খাদ্য উদ্ভিদের সমগ্র অংশে পরিবহণ করা |

 

 

৭.২ উদ্ভিদের দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না । তাহলে উদ্ভিদ কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয় ? রক্ততঞ্চন কীভাবে ঘটে ব্যাখ্যা করো ।

উত্তর: ◪ উদ্ভিদদেহে সৃষ্ট রেচন পদার্থ দেহ থেকে নিষ্কাশনের জন্য কোনো সুনির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না | বেশিরভাগ উদ্ভিদ রেচন পদার্থগুলিকে অদ্রাব্য কেলাসরূপে দেহকোশে সঞ্চিত রাখে এবং সময়ে সময়ে বিভিন্ন উপায়ে দেহ থেকে তা বর্জিত করে  | যেমন -

① পত্রমোচন : অধিকাংশ উদ্ভিদ তাদের রেচন পদার্থকে পাতার মধ্যে সঞ্চিত করে রাখে এবং সময়ে সময়ে বা বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে | উদাহরণ : আম, জাম ইত্যাদি উদ্ভিদ |

 

② বাকল মোচন : পেয়ারা, অর্জুন, ইউক্যালিপ্টাস প্রভৃতি উদ্ভিদ তাদের ছাল বা বাকলের মধ্যে রেচন পদার্থকে জমিয়ে রাখে এবং পড়ে বাকল মোচন করে সেই রেচন পদার্থ ত্যাগ করে |

 

③ ফল মোচন :  লেবু, তেঁতুল, আপেল প্রভৃতি গাছ তাদের ফলের ত্বকে রেচন পদার্থ সঞ্চিত রাখে এবন্ফ ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে |

 

④ রজন নিঃসরণ :  পাইন গাছের কান্ড, শাখা-প্রশাখা ও পাতার রজন নালিতে জলে অদ্রবণীয় একপ্রকার জটিল রেচন পদার্থ সঞ্চিত থাকে | একে রজন বলে | কোনো কারণে উদ্ভিদ আঘাতপ্রাপ্ত হলে রজন রূপে রেচন পদার্থ নিঃসৃত হয় |


◪◪ রক্ততঞ্চন পদ্ধতি :  

রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদান, যেমন - প্রোথ্রম্বিন, ক্যালশিয়াম আয়ন, ফাইব্রিনোজেন রক্তেই থাকে | তবে এগুলি নিষ্ক্রিয়রূপে থাকে |

রক্ততঞ্চনের ধাপগুলি নিচে বর্ণনা করা হলো -

(i) দেহের কোনো অংশ কেটে গেলে সেই স্থানটি অমসৃণ হয়ে যায় | এর ফলে অণুচক্রিকাগুলি এই কাটা অংশের সংস্পর্শে এলে ভেঙে যায় এবং এই ভাঙা অণুচক্রিকা এবং ক্ষতস্থানের কলাকোশ থেকে থ্রম্বোপ্লাষ্টিন নিঃসৃত হতে থাকে |


(ii) এরপর থ্রম্বোপ্লাষ্টিন নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে ক্যালশিয়াম আয়ন (Ca²⁺) এর উপস্থিতিতে থ্রম্বিনে পরিণত করে | এই পর্যায়ে ভিটামিন K সহকারী শর্তরূপে কাজ করে |

 

(iii) উৎপন্ন থ্রম্বিন আবার Ca²⁺ এর উপস্থিতিতে নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন নামক তন্তুতে পরিণত করে |


(iv) এই ফাইব্রিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি ঘন তন্তুজাল গঠন করে | এই তন্তুজালে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা আবদ্ধ হলে রক্ততঞ্চন সম্পূর্ণ হয় |

 

৭.৩ মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো । মানবদেহে লসিকার দুটি ভূমিকা উল্লেখ করো । ৩ + ২ = ৫

উত্তর: ❑ মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা নীচে আলোচনা করো :

(i) গ্লোমেরুলাসে রক্তের পরাপরিস্রাবণ : দেহের কলাকোশে উৎপন্ন রেচন পদার্থ রক্তের মাধ্যমেবৃক্কীয় ধমনী ও তার শাখা দ্বারা বাহিত হয়ে নেফ্রনে আসে | নেফ্রনের গ্লোমেরুলাস অংশে কার্যকরী পরিস্রাবণ চাপের প্রভাবে রক্তের পরাপরিস্রাবণ ঘটে | এর ফলে রক্তকণিকা, প্রোটিন, ফ্যাট ছাড়া বিভিন্ন রেচনবস্তু, লবণ, শর্করা, জল ব্যাপন প্রক্রিয়ায় বাওম্যানস ক্যাপসুলে আসে | এই পরিস্রুত তরলকে গ্লোমেরুলার পরিস্রুত বলা হয় |


(ii) বৃক্কীয় নালিকা দ্বারা পুনঃশোষণ : পরিস্রুত তরল বাওম্যানস ক্যাপসুল থেকে বৃক্কীয় নালিকায় প্রবেশ করে | বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেহের পক্ষে প্রয়োজনীয় বস্তুসমূহ যেমন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড,লবণ ও অধিকাংশ জল এই পরিস্রুত থেকে পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে যায় | 


(iii) বৃক্কীয় নালিকার ক্ষরণ : বৃক্কীয় নালিকার গাত্রসংলগ্ন কোশগুলি H⁺ আয়ন, K⁺ আয়ন, অজৈব ফসফেট, সালফার ঘটিত বিভিন্ন যৌগ ক্ষরণ করে এবং এগুলি বৃক্কীয় নালিকার তরলের সঙ্গে মিশে যায় |


(iv) নতুন পদার্থ সৃষ্টি : বৃক্কীয় নালিকার এপিথেলিয়াম কোশগুলো অ্যামোনিয়া, হিপপিউরিক অ্যাসিড, বেঞ্জোয়িক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে বৃক্কীয় নালিকার তরলে মিশিয়ে দেয় |

    এইভাবে রক্তের পরাপরিস্রাবণ, পুনঃশোষণ এবং বৃক্কীয় নালিকার ক্ষরণ ও নতুন পদার্থ সৃষ্টির মাধ্যমে মুত্র উৎপাদিত হয়ে থাকে |


❑❑   লসিকার দুটি ভূমিকা  :  

রক্ত যেখানে পৌঁছাতে পারে না, সেখানে কলাকোশে পুষ্টিদ্রব্য, শ্বাসবায়ু প্রভৃতি সরবরাহ করতে লসিকা সাহায্য করে ।

লসিকা দেহের প্রতিরক্ষায় সাহায্য করে ।

 

 



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 9 Life Science Model Activity Task Compilation Part 8 Answers 2021, Model Activity Task Solutions Life Science Part 8 Solutions 2021, Class 9 Life Science Model Activity Task Compilaton, class 9 model activity task part 8 solutions, Model Activity Task Class 9 Life Science PART 8, WBBSE Class 9 Life Science Model Activity Task 2021 Answers, wbbse class 9 life science model activity task part 8, দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post