সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান | অধ্যায়: আলো | WBBSE Class 7 Physical Sc. | Chapter- Light

wbbse-class7-physical-science-questiions-answers 
প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেনীর ভৌতবিজ্ঞানের (WBBSE Class 7 Physical Science Notes) কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে | আজকের এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়টির প্রশ্নোত্তরগুলি আলোচনা করেছি |
WBBSE Class 7 Physical Science : Chapter- Light Questions with Answers

 

 সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান

অধ্যায়: আলো (Light)


প্রশ্নোত্তর: 


1.আলো বলতে কী বোঝো ?
উত্তর: আলো হলো একপ্রকার শক্তি, যা আমাদের চোখে দর্শন অনুভুতির সৃষ্টি করে |

2.স্বপ্রভ বস্তু বা আলোক উৎস কাকে বলে ?
উত্তর: যেসব বস্তুর নিজস্ব আলো আছেঅর্থাৎ যেসব বস্তু থেকে নিজস্ব আলো নির্গত হয়, তাদের স্বপ্রভ বস্তু বা আলোক উৎস বলে |
যেমন: সূর্য, জোনাকি, তারা ইত্যাদি |
 

3. অপ্রভ বস্তু কাদের বলে?
উত্তর: যেসব বস্তু নিজস্ব আলো নেই তাদের অপ্রহ বস্তু বলে ।
যেমন: ইট কাঠ পাথর ইত্যাদি ।

4. বিন্দু আলোক উৎস কাকে বলে ?
উত্তর: কোনো আলোক উৎস যদি খুব ছোট আকারের হয় তখন তাকে বিন্দু আলোক উৎস বলা হয় ।

5. স্বচ্ছ মাধ্যম কাকে বলে ?
উত্তর: যে মাধ্যমের মধ্য দিয়ে সহজেই আলো যাতায়াত করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে ।

wbbse-class7-physical-science-notes-pdf
 
6. অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ?
উত্তর: মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই যেতে পারে না তাকে ও স্বচ্ছ মাধ্যম বলে ।
যেমন: কাঠ, পাথর, ইট |

7. ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ?
উত্তর: যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে যাতায়াত করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে।
যেমন: ঘষা কাঁচ, কুয়াশা ইত্যাদি ।

8. আলো কিভাবে চলাচল করে?
উত্তর: আলো সরলরৈখিক ভাবে চলাচল করে ।
 

9. আলোক রশ্মি কাকে বলে ?
উত্তর: আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দ্বারা বোঝানো হয় তাকে আলোকরশ্মি বলে ।

10. আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে ?
উত্তর: একসঙ্গে অসংখ্য আলোক রশ্মি কে আলোকরশ্মি গুচ্ছ বলে ।

11. আলোক রশ্মিগুচ্ছ কয় ধরনের ও কী কী ?
উত্তর: তিন ধরনের ।যথা:
(i) সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ,
(ii) অপসারী আলোক রশ্মিগুচ্ছ এবং
(iii) অভিসারী আলোক রশ্মিগুচ্ছ |
 
types-of-light-beams-wbbse-class-7





পরবর্তীতে এই পোস্টে আরও প্রশ্নোত্তর যুক্ত করা হবে................................


Tags: WBBSE Class 7 Physical Science, WBBSE Class 7, WBBSE Class 7, Physical Science Questions, Class 7 Physical Science Important Questions & Answers, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর

 

উপরের প্রশ্নোত্তর গুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

3/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. আলোর বিচ্চুরন কাকে বোলে?

    ReplyDelete
    Replies
    1. এসো শিখির তরফ থেকে সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর একটি বই পাবলিশ করা হয়েছে । সেখানে ভৌত পরিবেশ অধ্যায় এর সমস্ত প্রশ্নোত্তর আলোচিত হয়েছে এবং আলো অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তর সেখানে রয়েছে । নিচের লিংকে ক্লিক করে দেখে নিন : Click Here

      Delete
  2. How did the light maded was and who made it

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post