প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেনীর ভৌতবিজ্ঞানের (WBBSE Class 7 Physical Science Notes) কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে | আজকের এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়টির প্রশ্নোত্তরগুলি আলোচনা করেছি |
WBBSE Class 7 Physical Science : Chapter- Light Questions with Answers
সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান
অধ্যায়: আলো (Light)
প্রশ্নোত্তর:
1.আলো বলতে কী বোঝো ?
উত্তর: আলো হলো একপ্রকার শক্তি, যা আমাদের চোখে দর্শন অনুভুতির সৃষ্টি করে |
2.স্বপ্রভ বস্তু বা আলোক উৎস কাকে বলে ?
উত্তর: যেসব বস্তুর নিজস্ব আলো আছেঅর্থাৎ যেসব বস্তু থেকে নিজস্ব আলো নির্গত হয়, তাদের স্বপ্রভ বস্তু বা আলোক উৎস বলে |
যেমন: সূর্য, জোনাকি, তারা ইত্যাদি |
3. অপ্রভ বস্তু কাদের বলে?
উত্তর: যেসব বস্তু নিজস্ব আলো নেই তাদের অপ্রহ বস্তু বলে ।
উত্তর: যেসব বস্তু নিজস্ব আলো নেই তাদের অপ্রহ বস্তু বলে ।
যেমন: ইট কাঠ পাথর ইত্যাদি ।
4. বিন্দু আলোক উৎস কাকে বলে ?
উত্তর: কোনো আলোক উৎস যদি খুব ছোট আকারের হয় তখন তাকে বিন্দু আলোক উৎস বলা হয় ।
5. স্বচ্ছ মাধ্যম কাকে বলে ?
উত্তর: যে মাধ্যমের মধ্য দিয়ে সহজেই আলো যাতায়াত করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে ।
6. অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ?
উত্তর: মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই যেতে পারে না তাকে ও স্বচ্ছ মাধ্যম বলে ।
যেমন: কাঠ, পাথর, ইট |
7. ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ?
উত্তর: যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে যাতায়াত করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে।
যেমন: ঘষা কাঁচ, কুয়াশা ইত্যাদি ।
8. আলো কিভাবে চলাচল করে?
উত্তর: আলো সরলরৈখিক ভাবে চলাচল করে ।
উত্তর: মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই যেতে পারে না তাকে ও স্বচ্ছ মাধ্যম বলে ।
যেমন: কাঠ, পাথর, ইট |
7. ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ?
উত্তর: যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে যাতায়াত করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে।
যেমন: ঘষা কাঁচ, কুয়াশা ইত্যাদি ।
8. আলো কিভাবে চলাচল করে?
উত্তর: আলো সরলরৈখিক ভাবে চলাচল করে ।
9. আলোক রশ্মি কাকে বলে ?
উত্তর: আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দ্বারা বোঝানো হয় তাকে আলোকরশ্মি বলে ।
10. আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে ?
উত্তর: একসঙ্গে অসংখ্য আলোক রশ্মি কে আলোকরশ্মি গুচ্ছ বলে ।
11. আলোক রশ্মিগুচ্ছ কয় ধরনের ও কী কী ?
উত্তর: তিন ধরনের ।যথা:
(i) সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ,
(ii) অপসারী আলোক রশ্মিগুচ্ছ এবং
(iii) অভিসারী আলোক রশ্মিগুচ্ছ |
পরবর্তীতে এই পোস্টে আরও প্রশ্নোত্তর যুক্ত করা হবে................................
Tags: WBBSE
Class 7 Physical Science, WBBSE Class 7, WBBSE Class 7, Physical
Science Questions, Class 7 Physical Science Important Questions &
Answers, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
আলোর বিচ্চুরন কাকে বোলে?
ReplyDeleteএসো শিখির তরফ থেকে সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর একটি বই পাবলিশ করা হয়েছে । সেখানে ভৌত পরিবেশ অধ্যায় এর সমস্ত প্রশ্নোত্তর আলোচিত হয়েছে এবং আলো অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তর সেখানে রয়েছে । নিচের লিংকে ক্লিক করে দেখে নিন : Click Here
DeleteHow did the light maded was and who made it
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.