WBBSE Class 6 Science Model Activity Task January 2022 Solutions | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

wbbse-class6-model-activity-task-science-solutions-january-month-2022

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Answers Science 2022 Month)

ষষ্ঠ শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

১. শূন্যস্থান পূরণ করো :   ১ × ৩ = ৩

১.১ সিঙ্কোনা গাছের ছাল থেকে ______________ পাওয়া যায় ।

উত্তর : কুইনাইন

 

১.২ সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে _______________ গ্যাস ত্যাগ করে ।

উত্তর :  অক্সিজেন (O₂)

 

১.৩ পাউরুটি তৈরি করতে লাগে এককোশী ছত্রাক _________________ ।

উত্তর : ইস্ট

 

২. সংক্ষিপ্ত উত্তর দাও :  ১ × ৩ = ৩

২.১ সিল্ক কোথা থেকে পাওয়া যায় ?

উত্তর :  রেশম মথ থেকে সিল্ক পাওয়া যায় । 


২.২ পরাগমিলন সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো ।

উত্তর : পাখি পরাগমিলন সাহায্য করে । 


২.৩ মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো ।

উত্তর : মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম ফিতাকৃমি । 


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :   ২ × ৪ = ৮

৩.১ জামা কাপড়ের জন্য মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে ?

উত্তর : জামা কাপড় তৈরিতে ব্যবহার করা হয় তন্তু | যেমন কার্পাস তন্তু থেকে সুতির কাপড় তৈরি করা হয় ।

 

৩.২ " প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে" - দুটি উদাহরণের সাহায্যে ব্যখ্যা করো ।

উত্তর : জীবজগতে প্রাণীরা নানাভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল । যেমন :

(i) উদ্ভিদ বাতাসে অক্সিজেন গ্যাসের জোগান দেয়, যা প্রাণীদের বেঁচে থাকার প্রধান কারণ ।

(ii) উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের ঔষধ, শাক-সবজি ইত্যাদি পাওয়া যায় । এইভাবেও প্রাণীরা নিজেদের খাদ্য সংস্থানের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল ।

 

৩.৩ মানুষ খাবারের জন্য কীভাবে প্রাণীদের ওপর নির্ভর করে ?

উত্তর : মানুষ তার খাবারের জন্য নানাভাবে প্রাণীদের ওপর নির্ভরশীল । যেমন :

(i) মৌমাছির তৈরি মৌচাক থেকে আমরা মধু পাই । 

(ii) হাঁস, মুরগি প্রভৃতি থেকে আমরা মাংস পেয়ে থাকি ।

(iii) গরু, মোষ, ছাগল প্রভৃতি প্রাণী থেকে আমরা দুধ পেয়ে থাকি যা থেকে পরবর্তীতে আমরা দই, মাখন, মিষ্টি প্রভৃতি খাবার পেয়ে থাকি ।

খাবারের জন্য বহু প্রাণীদের ওপর নির্ভর করে ।  যেমন : মানুষ মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করে, এছাড়া মানুষ ডিম, মাংসের জন্য প্রাণীদের উপর নির্ভরশীল । 


৩.৪ বর্তমানে চাষের কাজে কেন নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে ?

উত্তর : প্রাণীদের দ্বারা কাজ করাতে অনেক সময় লাগে ও কিছুসময় এটি কষ্টসাধ্য হয়ে পড়ে । অপর দিকে যন্ত্রপাতি ব্যবহার করলে খুব সহজেই, কম সময়ে সেই একই কাজ করানো যায় । তাই বর্তমানে চাষের কাজে নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে ।

 

৪. তিনটি চারটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬ 

৪.১ " উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে"- একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো ।

উত্তর :  উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভরশীল । যেমন :

(i) উদ্ভিদের বংশবিস্তারের একটি প্রধান কারণ হল পরাগমিলন । প্রজাপতি, মৌমাছি, বিভিন্ন পাখি যখন উদ্ভিদের এক ফুল থেকে অন্য ফুলে বসে পরাগরেণুর স্থানান্তর ঘটায় যার ফলে উদ্ভিদের বংশবিস্তার ঘটে থাকে । 

(ii) বিভিন্ন ধরনের পাখি, বাঁদুর ফলের বীজকে একস্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দেয় যার ফলে অন্যান্য স্থানেও উদ্ভিদের নতুন চারাগাছের সৃষ্টি হয় । 


৪.২ "ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না" - ব্যাখ্যা করো ।

উত্তর : এটি এক প্রকার পানা যার ভেতরে একটি বিশেষ ব্যাকটেরিয়ার জন্ম হয় যা নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে । চাষের জমিতে সাধারণত নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা হয় । ফলস্বরূপ ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না । 



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 6 all subject january 2022 answers, class 6 model activity task 2022, model activity task class 6 science 2022, class 6 science model activity task part 9, model activity task class 6 Science 2022 January Month, WBBSE Class 6 Science Model Activity Task Answers, Class 6 Model Activity Task 2022 Part 1 Answers Science, ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post