প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত এসো শিখিতে (Esho Seekhi ) ।
আজ আমরা আলোচনা করবো CLASS 5 MATH SOLUTION এর উপর । তোমরা জানো যে এই লকডাউন এর সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অনলাইন Model Activity Task দেওয়া হচ্ছে ।
সেই এর বিজ্ঞান এর উত্তরগুলি এই পোস্টটিতে আলোচনা করা হবে । এই পোস্টটিতে আমরা আমাদের অংকের Model Activity Task এর Part 2 এর উত্তরগুলি আলোচনা করবো ।
উত্তরগুলি আলোচনার পূর্বে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক :
১. নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
৪২০ মিনিটে হয় : Ans. ৭ ঘন্টা |
উত্তর: ৪২০ ÷ ৬০ = ৭ ঘন্টা
উত্তর: ৪২০ ÷ ৬০ = ৭ ঘন্টা
২.শূন্যস্থান পূরণ করো :
দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু____
Ans. সংখ্যা দুটির গুণফল |
Ans. সংখ্যা দুটির গুণফল |
৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) ৫৬৮৫২ + ২০২০৮ + ৪০৬ + ৫০ = Ans. ৭৭৫১৬ |
৫৬৮৫২
২০২০৮
৪০৬
+ ৫০
৭৭৫১৬
২০২০৮
৪০৬
+ ৫০
৭৭৫১৬
(খ) দুটি সংখ্যার গ.সা.গু ৫ ও ল.সা.গু ৬০ একটি সংখ্যা ১৫ হলে অন্যটি কত ?
Ans. অপর সংখ্যা = গ.সা.গু x ল.সা.গু
প্রথম সংখ্যা
= ৫ x ৬০ = ৩০০ = ২০
১৫ ১৫
= ৫ x ৬০ = ৩০০ = ২০
১৫ ১৫
৪) ৭৫ লিটার কেরোসিন তেল ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় । কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে ? প্রতি টিনে কত লিটার তেল ধরবে ?
Ans. প্রথমে ৭৫ও ২৫ এর গ.সা.গু করতে হবে,
২৫ ) ৭৫ ( ৩
৭৫
---------
×
সুতরাং, নির্ণেয় গসাগু ২৫ |অতএব, প্রতি টিনে ২৫ লিটার তেল ধরবে |
মোট তেল = (৭৫+২৫) লিটার = ১০০ লিটার
সুতরাং, মোট টিন লাগবে = ১০০ ÷ ২৫ = ৪ টি
২৫ ) ১০০ ( ৪
১০০
----------
×
আশা করি তোমরা উপরের উত্তরগুলি নিজের খাতায় টুকে নিয়েছ | উপরের উত্তর গুলি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের নিচে কমেন্টে জানাও | এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজ জয়েন করে সেখানেও তোমাদের প্রশ্নগুলি জিজ্ঞেস করতে পর | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিঙ্কটিতে ক্লিক কর 👉 এসো শিখি Facebook
এছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে Contact Us পেজে আমাদের সহে যোগাযোগ করুন অথবা আমাদের মেল করুন |
আমাদের মেল আইডি: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.