WBBSE Class 8 Science Model Activity Task Solutions Part 2 | অষ্টম শ্রেণী বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর | Esho Seekhi

 WBBSE-Class8-Science-Model-Activity-Task-2021-Solutions

 প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | (Model Activity Task Class 8)

 

 WBBSE Class 8 Science Model Activity Task Solutions

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2

পরিবেশ ও বিজ্ঞান

অষ্টম শ্রেণী

 

নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১. মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একইসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে ? কেন এমন হয় ব্যাখ্যাকরো |

উত্তর: মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েনকে একসাথে ছেড়ে দিলে কয়েনটি আগে মাটিতে পড়বে |

কারণ, উপর থেকে ফেলার সময় খাতার পাতা এবং কয়েন দুটোর ওপর বায়ুর প্রভাব সমান নয় | কয়েন অপেক্ষা খাতার পাতাটিকে বেশি পরিমাণে বায়ুর বাধা অতিক্রম করতে হবে তাই খাতার পাতা শেষে মাটিতে এসে পড়বে |
কিন্তু, এই পরীক্ষাটি যদি বায়ুশুন্য স্থানে করা হয় তবে খাতার পাতা ও কয়েন কারো ওপরই বায়ুর বাধা থাকবে না | তখন দেখা যাবে খাতার পাতা এবং কয়েন একসাথেই মাটিতে পড়বে |


২. প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িৎ কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও |

উত্তর: প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানো হলে প্লাস্টিকের চিরুনিতে স্থির তড়িৎ আধানের সৃষ্টি হয় | এই তড়িৎগ্রস্ত চিরুনিকে তখন নিস্তড়িৎ কাগজের টুকরোর সামনে আনলে তড়িৎ আবেশের ফলে কাগজের টুকরোতে চিরুনির তড়িৎ আধানের বিপরীত তড়িৎ আধান সৃষ্টি হয় | এর ফলে কাগজের টুকরোগুলি চিরুনি দ্বারা আকৃষ্ট হয় |


৩. গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কী কী বলতে পারো ?

উত্তর: গ্যাসের অণুগুলি নিরেট, গোলাকার, খুব ছোট কণা | গ্যাসের অণুগুলি সততঃ গতিশীল অর্থাৎ অণুগুলি বিভিন্ন দিকে বিভিন্ন বেগে ইতস্ততঃ ভাবে ঘুরে বেড়ায় |

গ্যাসের অণুগুলি ঘুরে বেড়ানোর সময় পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা দিতে থাকে | এই ধাক্কাকেই গ্যাসের চাপ বলে | গ্যাসের অণুগুলির মধ্যে যে সংঘর্ষ হয় তা পূর্ণ স্থিতিস্থাপক প্রকৃতির হয়ে থাকে |


৪.প্রাইমরডিয়াল ইউট্রিকল কী ?

উত্তর: উদ্ভিদকোশে কোশগহ্বরের বাইরে সাইটোপ্লাজমের প্রাচীর লক্ষ্য করা যায় | একেই প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে |

 

৫. মানুষের লোহিত রক্তকণিকার আকার কী রকম এবং এই আকারের জন্য তার কী সুবিধা হয় ?

উত্তর: মানুষের লোহিত রক্তকণিকা আকারে গোলাকার; দুপাশ চ্যাপ্টা চাকতির মতো |

◼◼ মানুষের শরীরের বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে সহজে যাতায়াতের জন্য এবং বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করার জন্য লোহিত রক্তকণিকার আকার এরূপ হয়ে থাকে |


৬. গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো |

 উত্তর: গঠন: গলজি বস্তু নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা, লম্বা থলি আকারের ছোটো গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু |

কাজ: গলজি বস্তু কোশমধ্যস্থ বিভিন্ন বস্তু (যেমন, হরমোন ও উৎসেচক) পরিবহণ ও ক্ষরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে |


READ ALSO

  Class 8 Math Model Activity Task Solutions

  Class 8 Science (বিজ্ঞান) Model Activity Task Solutions

  Class 8 English Model Activity Task Solutions

  Class 8 Science Model Activity Task Part 3

  Class 8 Science Model Activity Task Part 2

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

 

Tags: WBBSE Class 8 Model Activity Task, Model Activity Task Class 8, model activity task class 8 west bengal board, class 8 model activity task

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post