মাধ্যমিক গণিত সাজেশন : দ্বিঘাত করণীর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান
Madhyamik Math Suggestion 2021 : Quadratic Surd

প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করব ২০২১ মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ অংক (Important Questions 2021) এবং তাদের সমাধানগুলি । আজ এই পোস্টে মাধ্যমিক গণিত বইয়ের দ্বিঘাত করণীর গুরুত্বপূর্ণ অংক গুলি এবং তাদের সমাধান গুলি দেখবো । তাহলে চলো নিচে দেখে নেওয়া যাক Madhyamik Math Suggestion 2021
দ্বিঘাত করণী : Madhyamik Math suggestion 2021
1. x+√x2−1x−√x2−1+x−√x2−1x+√x2−1=14 হলে x এর মান নির্ণয় কর |
উত্তর:x+√x2−1x−√x2−1+x−√x2−1x+√x2−1=14
বা, (x+√x2−1)2+(x−√x2−1)2(x−√x2−1)(x+√x2−1)=14
বা, 2[x2+(√x2−1)2](x)2−(√x2−1)2=14
বা, 2[x2+x2−1]⧸x2−⧸x2+1=14
বা, 2[2x2−1]=14
বা, 4x2−2=14
বা, 4x2=14+2
বা, 4x2=16
বা, x2=4⧸1⧸6⧸4
বা, x2=4
বা, x=√4
∴ x=±2
∴x এর মান হবে 土 2 অর্থাৎ +2 অথবা -2 (উত্তর)
2. যদি a=√5+1√5−1 ও b=√5−1√5+1 হয় তবে নীচের মানগুলি নির্ণয় কর :
(i) a2+ab+b2a2−ab+b2 ; (ii) (a−b)3(a+b)3 ; (iii) 3a2+5ab+3b23a2−5ab+3b2 ; (iv) a3+b3a3−b3
সমাধান:
(a+b)=√5+1√5−1+√5−1√5+1
বা, (a+b)=(√5+1)2+(√5−1)2(√5+1)(√5−1)
বা, (a+b)=2{(√5)2+(1)2}(√5)2−(1)2
বা, =2{5+1}5−1=⧸2×3⧸6⧸⧸24=3
∴ (a+b)=3
আবার,
(a−b)=√5+1√5−1−√5−1√5+1
বা, (a−b)=(√5+1)2−(√5−1)2(√5+1)(√5−1)
বা, (a−b)=4⋅√5⋅1(√5)2−(1)2=⧸4⋅√5⋅1⧸4=√5
∴ (a−b)=√5
আবার,
ab=√5+1√5−1×√5−1√5+1=1
(i) প্রদত্ত, a2+ab+b2a2−ab+b2
={(a+b)2−2ab}+ab{(a+b)2−2ab}−ab
={(3)2−2×1}+1{(3)2−2×1}−1
={9−2}+1{9−2}−1=7+17−1=4⧸8⧸36
∴ a2+ab+b2a2−ab+b2=43=113(Ans.)
(ii) প্রদত্ত, (a−b)3(a+b)3
=(√5)3(3)3=5√527(Ans.)
(iii) প্রদত্ত, 3a2+5ab+3b23a2−5ab+3b2
=3{a2+b2}+5ab3{a2+b2}−5ab
=3{(a+b)2−2ab}+5ab3{(a+b)2−2ab}−5ab
=3{(3)2−2×1}+5×13{(3)2−2×1}−5×1
=3{9−2}+53{9−2}−5
=3×7+53×7−5
=13⧸2⧸6⧸81⧸6=138=158(Ans.)
(iv) প্রদত্ত, a3+b3a3−b3
=(a+b)3−3ab(a+b)(a−b)3+3ab(a−b) {a³+b³ এবং a³ - b³ এর সূত্র প্রয়োগ করে পাই}
=(3)3−3×1(3)(√5)3+×1(√5)
=27−95√5+3√5
=9⧸1⧸8⧸48√5
=94√5=9×√54√5×√5=9√520(Ans.)
3. x=√7+√6 হলে নিম্নলিখিতগুলির সরলতম মান নির্ণয় কর:
(i) x−1x ; (ii) x+1x ; (iii) x2+1x2 ; (iv) x3+1x3
সমাধান:
প্রদত্ত, x=√7+√6
∴ 1x=1√7+√6
=√7−√6(√7+√6)(√7−√6)
=√7−√6(√7)2−(√6)2=√7−√67−1=√7−√6
(i) প্রদত্ত, x−1x
=(√7+√6)−(√7−√6)
=√7+√6−√7+√6=2√6(Ans.)
(ii) প্রদত্ত, x+1x
=√7+√6+√7−√6=2√7(Ans.)
(iii) x2+1x2
=(x+1x)2−2⋅⧸x⋅1⧸x
=(2√7)2−2=28−2=26(Ans.)
(iv) x3+1x3
=(x+1x)3−3⋅⧸x⋅1⧸x(x+1x)
=(2√7)3−3(2√7)
=56√7−6√7=50√7(Ans.)
4. যদি, x=√7+√3√7−√3 এবং xy=1 হয়, তবে প্রমাণ কর যে, x2+xy+y2x2−xy+y2=1211
প্রদত্ত, xy=1
∴ y=1x=√7−√3√7+√3
x+y=√7+√3√7−√3+√7−√3√7+√3
=(√7+√3)2+(√7−√3)2(√7−√3)(√7+√3)
=2{(√7)2+(√3)2(√7)2−(√3)2
=2{7+3}7−3=⧸2×5⧸1⧸0⧸2⧸4=5
∴x+y=5
এখন,
বামপক্ষ = x2+xy+y2x2−xy+y2
=x2+y2+xyx2+y2−xy
={(x+y)2−2xy}+xy{(x+y)2−2xy}−xy
={(5)2−2×1}+1{(5)2−2×1}−1
={25−2}+1{25−2}−1
=23+123−1
=12⧸2⧸411⧸2⧸2=1211
= ডানপক্ষ (প্রমাণিত)
5. x=√3+√2 হলে নিম্নলিখিতগুলির মান নির্ণয় কর:
(i) (x−1x) ; (ii) (x+1x) ; (iii) (x3+1x3) ; (iv) (x2−1x2).
সমাধান: প্রদত্ত, x=√3+√2
∴ 1x=1√3+√2
=√3−√2(√3+√2)(√3−√2)
=√3−√2(√3)2−(√2)2=√3−√23−2=√3−√2
(i) প্রদত্ত, (x−1x)
=(√3+√2)−(√3−√2)
=√3+√2−√3+√2=2√2(Ans.)
(ii) প্রদত্ত, (x+1x)
=√3+√2+√3−√2
=2√3(Ans.)
(iii) প্রদত্ত, (x3+1x3)
=(x+1x)3−3⋅⧸x⋅1⧸x(x+1x)
=(2√3)3−3(2√3)
=24√3−6√3=18√3(Ans.)
(iv) প্রদত্ত, (x2−1x2)
=(x+1x)(x−1x)
=2√3×2√2=4√6(Ans.)
6. প্রমান কর, √108−√75=√3
সমাধান:
বামপক্ষ
=√108−√75
=√2×2×3×3×3−√3×5×5
=(2×3)√3−5√3
=6√3−5√3
=√3(Ans.)
∴√108−√75=√3 (প্রমাণিত)
7. দেখাও যে, √98+√8−2√32=√2
বামপক্ষ
=√98+√8−2√32
=√2×7×7+√2×2×2−2√2×2×2×2×2
=7√2+2√2−(2×2×2)√2
=9√2−8√2
=√2
=ডানপক্ষ
∴√98+√8−2√32=√2 (প্রমাণিত)
উপরের এই অঙ্কগুলি ছাড়াও যেগুলি Madhyamik Exam 2021 এর জন্য খুবই Important সেগুলি হল:
পাঠ্যবইয়ের পৃষ্ঠা 159 এর প্রয়োগ-35, প্রয়োগ-37, পৃষ্ঠা 158 এর প্রয়োগ-32, প্রয়োগ-33, প্রয়োগ-31 .
**এই পোস্টটিতে পরবর্তীতে আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ অংকগুলি আপডেট করা হবে । তাই, নিয়মিত এই পোস্ট টিকে ভিজিট করতে থাকবেন ।**
উপরের আলোচিত অংকগুলির সমাধান (Madhyamik Math Suggestions 2021) নিয়ে তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারো । নিচে কমেন্ট করে তোমাদের প্রশ্ন, মতামত জানাও । এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমাদের যাবতীয় প্রশ্ন জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.