প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই এসো শিখি ওয়েবসাইটে । আজকের এই পোস্ট টিতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর চুম্বক অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলি আলোচনা করবো । নিচের প্রশ্নগুলি ছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তা নিচে কমেন্ট করে জানাতে পারো । শীঘ্রই সেটির উত্তর তোমরা পেয়ে যাবে ।
তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নোত্তরগুলি ।
WBBSE CLASS 7 Important Questions with Answers
শ্রেণী: সপ্তম
অধ্যায়: চুম্বক (Magnet)
প্রশ্ন 1. চুম্বক কী ?
উত্তর: চুম্বক হলো এমন এক ধরনের বস্তু বা পদার্থ যা লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি বস্তুগুলিকে নিজের দিকে আকর্ষণ করে এবং ঝোলানো অবস্থায় সর্বদা উত্তর-দক্ষিনে মুখ করে থাকে |
প্রশ্ন 2. চৌম্বক পদার্থ কাকে বলে ?
উত্তর: যে সমস্ত বস্তু বা পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং যাদের সহজেই চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে |
যেমন: লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি |
প্রশ্ন 3. অচৌম্বক পদার্থ কাকে বলে ?
উত্তর: যেসব পদার্থ চৌম্বক দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় না, তাদের অচৌম্বক পদার্থ বলে |
যেমন: কাঠ, রবার, প্লাস্টিক প্রভৃতি |
উত্তর: চুম্বক হলো এমন এক ধরনের বস্তু বা পদার্থ যা লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি বস্তুগুলিকে নিজের দিকে আকর্ষণ করে এবং ঝোলানো অবস্থায় সর্বদা উত্তর-দক্ষিনে মুখ করে থাকে |
প্রশ্ন 2. চৌম্বক পদার্থ কাকে বলে ?
উত্তর: যে সমস্ত বস্তু বা পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং যাদের সহজেই চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে |
যেমন: লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি |
প্রশ্ন 3. অচৌম্বক পদার্থ কাকে বলে ?
উত্তর: যেসব পদার্থ চৌম্বক দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় না, তাদের অচৌম্বক পদার্থ বলে |
যেমন: কাঠ, রবার, প্লাস্টিক প্রভৃতি |
প্রশ্ন 4. চুম্বকের ইংরেজি নাম কী ? এটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: চুম্বকের ইংরেজি নাম হলো ম্যাগনেট |
এই ম্যাগনেট কথাটি ম্যাগনেটাইট শব্দ থেকে এসেছে |
প্রশ্ন 5. প্রথম কোন দেশে চুম্বক আবিস্কৃত হয়েছিল ?
উত্তর: গ্রিসে |
প্রশ্ন 6. একটি প্রাকৃতিক চুম্বকের নাম লেখ |
উত্তর: ম্যাগনেটাইট হল একটি প্রাকৃতিক চুম্বক ।
প্রশ্ন 7. চুম্বক কয় প্রকার ও কী কী ?
উত্তর: চুম্বক দুই প্রকার | যথা – প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বক |
প্রশ্ন 8. প্রাকৃতিক চুম্বক কাকে বলে ?
উত্তর: যেসব চুম্বক প্রকৃতিতে সহজেই পাওয়া যায় তাদের প্রাকৃতিক চম্বক বলা হয় |
যেমন, ম্যাগনেটাইট চুম্বক |
আরও পড়ুন: সপ্তম শ্রেণী বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3
প্রশ্ন 9. কৃত্রিম চুম্বক কাকে বলা হয় ?
উত্তর: বিশেষ পদ্ধতিতে চৌম্বক পদার্থ গুলিকে চুম্বকে পরিণত করা যায় | তখন সেই চুম্বককে কৃত্রিম চুম্বক বলা হয় | যেমন: লাউড স্পীকারে ব্যবহৃত চুম্বক একটি কৃত্রিম চুম্বকের উদাহরণ ।
প্রশ্ন 10. কোনো চুম্বককে ঝোলানো অবস্থায় রাখা হলে সেটি সর্বদা কোন দিকে মুখ করে থাকবে ?
উত্তর: উত্তর-দক্ষিণে মুখ করে ঝুলে থাকবে |
প্রশ্ন 11. চুম্বকের দিক-নির্দেশক ধর্ম বলতে কী বোঝো ?
উত্তর: কোনো চুম্বককে বাধাহীন ভাবে ঝুলিয়ে রাখা হলে সেটি সর্বদা উত্তর-দক্ষিণে মুখ করে ঝুলে থাকে, চুম্বকের এই ধর্মকে দিক-নির্দেশক ধর্ম বলা হয় |
প্রশ্ন 12. চুম্বক শলাকা কী ?
উত্তর: চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষা-নিরীক্ষার কাজে এক বিশেষ ধরনের চুম্বক ব্যবহার করা হয়ে থাকে, এই ধরনের চুম্বককে চুম্বক শলাকা বলা হয়ে থাকে |
প্রশ্ন 13. একটি দন্ড চুম্বকের কোন স্থানে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি ?
উত্তর: দন্ড চুম্বকের দুই মেরু অর্থাৎ দুই প্রান্তে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি ।
প্রশ্ন 14. চুম্বকের মেরু কাকে বলে ?
উত্তর: একটি দন্ড চুম্বকের দুই প্রান্তের অঞ্চলে চুম্বকটির আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে | এই দুই প্রান্তকেই চুম্বকের মেরু বলে |
প্রশ্ন 15. চুম্বকের কয়টি মেরু থাকে ?
উত্তর: চুম্বকের দুইটি মেরু থাকে | যথা – উত্তর মেরু (N) এবং দক্ষিণ মেরু (S) |
প্রশ্ন 16. চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে ?
উত্তর: চুম্বকের ঠিক মাঝে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকে না, চুম্বকের এই মাঝখানের অঞ্চলটিকেই উদাসীন অঞ্চল বলে |
প্রশ্ন 17. চৌম্বক দূরত্ব কাকে বলে ?
উত্তর: চুম্বকের মেরুদ্বয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চৌম্বক দূরত্ব বলে |
প্রশ্ন 18. চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও চৌম্বক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী ?
উত্তর:
চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ✕ 0.86
প্রশ্ন 19. চৌম্বক ক্ষেত্র বলতে কী বোঝো ?
উত্তর: একটি চুম্বকের চারিদিকে ঠিক যতটা অঞ্চল জুড়ে ওই চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে, সেই অঞ্চলকে চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয় |
প্রশ্ন 20. চৌম্বক আবেশ বলতে কী বোঝ ?
উত্তর: কোনো চুম্বককে অন্য কোনো চৌম্বক পদার্থের কাছাকাছি আনলে চৌম্বক পদার্থটিও কিছুক্ষনের জন্য চুম্বকে পরিনত হয় | এই ঘটনাটিকে চৌম্বক আবেশ বলা হয় |
আরও পড়ুন: সপ্তম শ্রেণী ইংরেজি মডেল টাস্ক পার্ট 3
প্রশ্ন 21. আবিষ্ট চুম্বক কাকে বলে ?
উত্তর: চৌম্বক আবেশের ফলে সৃষ্ট চুম্বককে আবিষ্ট চুম্বক বলে |
প্রশ্ন 22. “পৃথিবী নিজেই একটি চুম্বক” — কথাটি প্রথম কে বলেন ?
উত্তর: বিজ্ঞানী গিলবার্ট |
প্রশ্ন 23. তড়িৎচুম্বক কাকে বলে ?
উত্তর: কোনো চৌম্বক পদার্থের গায়ে পরিবাহী তার কুন্ডলির আকারে জড়িয়ে তার মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে চৌম্বক পদার্থটি চুম্বকে পরিনত হয় | এই চুম্বককে তড়িৎ চুম্বক বলা হয় | তড়িৎ চুম্বকের চুম্বকত্ব ততক্ষনই স্থায়ী হয় যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকে, তড়িৎ প্রবাহ বন্ধ করলে চুম্বকটির চুম্বকত্ব নষ্ট হয়র যায় |
আরও পড়ুন: সপ্তম শ্রেণী বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 2
প্রশ্ন 24. তড়িৎ চুম্বকের কয়েকটি ব্যবহার লেখ |
উত্তর:
১. ATM কার্ডে যে কালো পটি বা স্ট্রিপ ব্যবহার করা হয় তা চুম্বকের তৈরী |
২. নানা ধরনের স্পীকার, হোম থিয়েটার ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়ে থাকে |
৩. কম্পিউটার এর হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়ে থাকে |
৪. ইলেকট্রিক কলিং বেল, ফ্রিজের দরজা, ইলেকট্রিক মোটর প্রভৃতি ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়ে থাকে |
২. নানা ধরনের স্পীকার, হোম থিয়েটার ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়ে থাকে |
৩. কম্পিউটার এর হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়ে থাকে |
৪. ইলেকট্রিক কলিং বেল, ফ্রিজের দরজা, ইলেকট্রিক মোটর প্রভৃতি ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়ে থাকে |
প্রশ্ন 24. একটি মেরু বিশিষ্ট চুম্বক কী পাওয়া সম্ভব ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও |
উত্তর: না, একটি মেরু বিশিষ্ট চুম্বক কখনই পাওয়া সম্ভব নয় |
কারণ, একটি চুম্বককে যদি দুটি ভাগে ভাগও করা হয়, তবুও ভাগ দুটি প্রত্যেকে দুই মেরু বিশিষ্ট আলাদা আলাদা চুম্বকের মত আচরণ করবে | তাই কখনোই একটি মেরু বিশিষ্ট চুম্বক পাওয়া সম্ভব নয় |
প্রশ্ন 25. মেঘলা দিনে বা অন্ধকার দিনে কোনো পরিচিত চিহ্ন না দেখতে পেলেও পায়রা কী করে নিজের ঘরে ফিরে আসে ?
উত্তর: পায়রার মাথার খুলির ভেতরে একটা কালো জায়গা রয়েছে যেখানে ম্যাগনেটাইট নামে এক ধরনের চুম্বকীয় উপাদান রয়েছে | এই উপাদানের উপস্থিতির ফলে পায়রা ভু-চৌম্বক ক্ষেত্রকে চিনতে পারে | ফলে এরা সহজেই দিক নির্ণয় করে ফেলতে পারে | তাই, মেঘলা দিনে অন্ধকারের মধ্যেও পায়রা ঠিক থাক ভাবে নিজের ঘরে ফিরে আসে |
সপ্তম শ্রেনীর চুম্বক অধ্যায়টির সম্পূর্ণ নোটস PDF আকারে পেতে নিচে ক্লিক করুন
উপরের আলোচিত প্রশ্নোত্তরগুলি (Class 7 Science Questions with Answers) নিয়ে তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারো । নিচে কমেন্ট করে তোমাদের প্রশ্ন, মতামত জানাও । এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমাদের যাবতীয় প্রশ্ন জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Tags: WBBSE Class 7 Physical Science Notes, WBBSE Class 7 Paribesh o Biggyan, WBBSE Class 7 assignment vigyan, বিজ্ঞান class 7,
Choumbok er dhormo note alochona
ReplyDeleteএসো শিখির তরফ থেকে সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর একটি বই পাবলিশ করা হয়েছে । সেখানে ভৌত পরিবেশ অধ্যায় এর সমস্ত প্রশ্নোত্তর আলোচিত হয়েছে ।
Deleteনিচের লিংকে ক্লিক করে দেখে নিন :
https://eshoseekhi.blogspot.com/2021/05/wbbse-class7-physical-science-pdf-proshnottore-voutobiggan.html
Amar ekta proshno ami onek din dhore pachhi na seta holo..... অণু চুম্বকের অপর নাম ___ উপাদান.....plz help me
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.