সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | অধ্যায়: চুম্বক | WBBSE CLASS 7 Important Questions | Esho Seekhi

wbbse-class-7-science-questions-answers-magnet-chapter


প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই এসো শিখি ওয়েবসাইটে । আজকের এই পোস্ট টিতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর চুম্বক অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলি আলোচনা করবো । নিচের প্রশ্নগুলি ছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তা নিচে কমেন্ট করে জানাতে পারো । শীঘ্রই সেটির উত্তর তোমরা পেয়ে যাবে ।
তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নোত্তরগুলি ।

WBBSE CLASS 7 Important Questions with Answers

 শ্রেণী: সপ্তম
অধ্যায়: চুম্বক (Magnet)

 

প্রশ্ন 1. চুম্বক কী ?
উত্তর: চুম্বক হলো এমন এক ধরনের বস্তু বা পদার্থ যা লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি বস্তুগুলিকে নিজের দিকে আকর্ষণ করে এবং ঝোলানো অবস্থায় সর্বদা উত্তর-দক্ষিনে মুখ করে থাকে |

wbbse-class-7-science-suggestions


প্রশ্ন 2. চৌম্বক পদার্থ কাকে বলে ?
উত্তর: যে সমস্ত বস্তু বা পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং যাদের সহজেই চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে |
যেমন: লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি |

প্রশ্ন 3. অচৌম্বক পদার্থ কাকে বলে ?
উত্তর: যেসব পদার্থ চৌম্বক দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় না, তাদের অচৌম্বক পদার্থ বলে |
যেমন: কাঠ, রবার, প্লাস্টিক প্রভৃতি |
 
wbbse-class7-physical-science-notes-pdf

প্রশ্ন 4. চুম্বকের ইংরেজি নাম কী ? এটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: চুম্বকের ইংরেজি নাম হলো ম্যাগনেট |
এই ম্যাগনেট কথাটি ম্যাগনেটাইট শব্দ থেকে এসেছে |
 

প্রশ্ন 5. প্রথম কোন দেশে চুম্বক আবিস্কৃত হয়েছিল ?
উত্তর: গ্রিসে |

প্রশ্ন 6. একটি প্রাকৃতিক চুম্বকের নাম লেখ |
উত্তর: ম্যাগনেটাইট হল একটি প্রাকৃতিক চুম্বক ।

প্রশ্ন 7. চুম্বক কয় প্রকার ও কী কী ?
উত্তর: চুম্বক দুই প্রকার | যথা – প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বক |

প্রশ্ন 8. প্রাকৃতিক চুম্বক কাকে বলে ?
উত্তর: যেসব চুম্বক প্রকৃতিতে সহজেই পাওয়া যায় তাদের প্রাকৃতিক চম্বক বলা হয় |
যেমন, ম্যাগনেটাইট চুম্বক |


প্রশ্ন 9. কৃত্রিম চুম্বক কাকে বলা হয় ?
উত্তর: বিশেষ পদ্ধতিতে চৌম্বক পদার্থ গুলিকে চুম্বকে পরিণত করা যায় | তখন সেই চুম্বককে কৃত্রিম চুম্বক বলা হয় | যেমন: লাউড স্পীকারে ব্যবহৃত চুম্বক একটি কৃত্রিম চুম্বকের উদাহরণ ।

প্রশ্ন 10. কোনো চুম্বককে ঝোলানো অবস্থায় রাখা হলে সেটি সর্বদা কোন দিকে মুখ করে থাকবে ?
উত্তর: উত্তর-দক্ষিণে মুখ করে ঝুলে থাকবে |

প্রশ্ন 11. চুম্বকের দিক-নির্দেশক ধর্ম বলতে কী বোঝো ?
উত্তর: কোনো চুম্বককে বাধাহীন ভাবে ঝুলিয়ে রাখা হলে সেটি সর্বদা উত্তর-দক্ষিণে মুখ করে ঝুলে থাকে, চুম্বকের এই ধর্মকে দিক-নির্দেশক ধর্ম বলা হয় |

প্রশ্ন 12. চুম্বক শলাকা কী ?
উত্তর: চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষা-নিরীক্ষার কাজে এক বিশেষ ধরনের চুম্বক ব্যবহার করা হয়ে থাকে, এই ধরনের চুম্বককে চুম্বক শলাকা বলা হয়ে থাকে |

wbbse-class-7-science-suggestions

প্রশ্ন 13. একটি দন্ড চুম্বকের কোন স্থানে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি ?
উত্তর: দন্ড চুম্বকের দুই মেরু অর্থাৎ দুই প্রান্তে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি ।

প্রশ্ন 14. চুম্বকের মেরু কাকে বলে ?
উত্তর: একটি দন্ড চুম্বকের দুই প্রান্তের অঞ্চলে চুম্বকটির আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে | এই দুই প্রান্তকেই চুম্বকের মেরু বলে |

প্রশ্ন 15. চুম্বকের কয়টি মেরু থাকে ?
উত্তর: চুম্বকের দুইটি মেরু থাকে | যথা – উত্তর মেরু (N) এবং দক্ষিণ মেরু (S) |

প্রশ্ন 16. চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে ?
উত্তর: চুম্বকের ঠিক মাঝে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকে না, চুম্বকের এই মাঝখানের অঞ্চলটিকেই উদাসীন অঞ্চল বলে |

প্রশ্ন 17. চৌম্বক দূরত্ব কাকে বলে ?
উত্তর: চুম্বকের মেরুদ্বয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চৌম্বক দূরত্ব বলে |

প্রশ্ন 18. চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও চৌম্বক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী ?
উত্তর:
চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ✕ 0.86

প্রশ্ন 19. চৌম্বক ক্ষেত্র বলতে কী বোঝো ?
উত্তর: একটি চুম্বকের চারিদিকে ঠিক যতটা অঞ্চল জুড়ে ওই চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে, সেই অঞ্চলকে চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয় |

প্রশ্ন 20. চৌম্বক আবেশ বলতে কী বোঝ ?
উত্তর: কোনো চুম্বককে অন্য কোনো চৌম্বক পদার্থের কাছাকাছি আনলে চৌম্বক পদার্থটিও কিছুক্ষনের জন্য চুম্বকে পরিনত হয় | এই ঘটনাটিকে চৌম্বক আবেশ বলা হয় |


প্রশ্ন 21. আবিষ্ট চুম্বক কাকে বলে ?
উত্তর: চৌম্বক আবেশের ফলে সৃষ্ট চুম্বককে আবিষ্ট চুম্বক বলে |

প্রশ্ন 22. “পৃথিবী নিজেই একটি চুম্বক” —  কথাটি প্রথম কে বলেন ?
উত্তর: বিজ্ঞানী গিলবার্ট |

wbbse-class-7-science-suggestions

প্রশ্ন 23. তড়িৎচুম্বক কাকে বলে ?
উত্তর: কোনো চৌম্বক পদার্থের গায়ে পরিবাহী তার কুন্ডলির আকারে জড়িয়ে তার মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে চৌম্বক পদার্থটি চুম্বকে পরিনত হয় | এই চুম্বককে তড়িৎ চুম্বক বলা হয় | তড়িৎ চুম্বকের চুম্বকত্ব ততক্ষনই স্থায়ী হয় যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকে, তড়িৎ প্রবাহ বন্ধ করলে চুম্বকটির চুম্বকত্ব নষ্ট হয়র যায় |


প্রশ্ন 24. তড়িৎ চুম্বকের কয়েকটি ব্যবহার লেখ |
উত্তর:
১.  ATM কার্ডে যে কালো পটি বা স্ট্রিপ ব্যবহার করা হয় তা চুম্বকের তৈরী |
২.  নানা ধরনের স্পীকার, হোম থিয়েটার ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়ে থাকে |
৩. কম্পিউটার এর হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়ে থাকে |
৪. ইলেকট্রিক কলিং বেল, ফ্রিজের দরজা, ইলেকট্রিক মোটর প্রভৃতি ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়ে থাকে |

প্রশ্ন 24. একটি মেরু বিশিষ্ট চুম্বক কী পাওয়া সম্ভব ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও |
উত্তর: না, একটি মেরু বিশিষ্ট চুম্বক কখনই পাওয়া সম্ভব নয় |
কারণ, একটি চুম্বককে যদি দুটি ভাগে ভাগও করা হয়, তবুও ভাগ দুটি প্রত্যেকে দুই মেরু বিশিষ্ট আলাদা আলাদা চুম্বকের মত আচরণ করবে | তাই কখনোই একটি মেরু বিশিষ্ট চুম্বক পাওয়া সম্ভব নয় |

প্রশ্ন 25. মেঘলা দিনে বা অন্ধকার দিনে কোনো পরিচিত চিহ্ন না দেখতে পেলেও পায়রা কী করে নিজের ঘরে ফিরে আসে ?
উত্তর: পায়রার মাথার খুলির ভেতরে একটা কালো জায়গা রয়েছে যেখানে ম্যাগনেটাইট নামে এক ধরনের চুম্বকীয় উপাদান রয়েছে | এই উপাদানের উপস্থিতির ফলে পায়রা ভু-চৌম্বক ক্ষেত্রকে চিনতে পারে | ফলে এরা সহজেই দিক নির্ণয় করে ফেলতে পারে | তাই, মেঘলা দিনে অন্ধকারের মধ্যেও পায়রা ঠিক থাক ভাবে নিজের ঘরে ফিরে আসে |
 
সপ্তম শ্রেনীর চুম্বক অধ্যায়টির সম্পূর্ণ নোটস PDF আকারে পেতে নিচে ক্লিক করুন
 
উপরের আলোচিত প্রশ্নোত্তরগুলি (Class 7 Science Questions with Answers) নিয়ে তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারো । নিচে কমেন্ট করে তোমাদের প্রশ্ন, মতামত জানাও । এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমাদের যাবতীয় প্রশ্ন জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
 
Tags: WBBSE Class 7 Physical Science Notes, WBBSE Class 7 Paribesh o Biggyan, WBBSE Class 7 assignment vigyan, বিজ্ঞান class 7,

3/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. Choumbok er dhormo note alochona


    ReplyDelete
    Replies
    1. এসো শিখির তরফ থেকে সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর একটি বই পাবলিশ করা হয়েছে । সেখানে ভৌত পরিবেশ অধ্যায় এর সমস্ত প্রশ্নোত্তর আলোচিত হয়েছে ।
      নিচের লিংকে ক্লিক করে দেখে নিন :
      https://eshoseekhi.blogspot.com/2021/05/wbbse-class7-physical-science-pdf-proshnottore-voutobiggan.html

      Delete
  2. Amar ekta proshno ami onek din dhore pachhi na seta holo..... অণু চুম্বকের অপর নাম ___ উপাদান.....plz help me

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post