১) কথায় লেখো : ৫০০৫
উত্তর: পাঁচ হাজার পাঁচ ।
২) ৮ ও ৬ এর সাধারণ গুণনীয়গুলি কী কী ?
উত্তর: ৮ এর গুণনীয়ক গুলি হল : ১, ২, ৪, ৮
৬ এর গুণনীয়ক গুলি হল : ১, ২, ৩, ৬
∴ ৮ ও ৬ এর সাধারণ গুণনীয়গুলি হল = ১, ২ ।
৩) ৬০৫২৫ দিনে কত বছর কত মাস কত দিন ?
৪) ল.সা.গু. কথাটির পূর্ণরূপ লেখো ।
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক ।
৫) ১ এবং ১০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো ।
উত্তর: ১ এবং ১০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো = ১, ৩, ৫, ৭
∴ এদের যোগফল = ১ + ৩ + ৫ + ৭ = ১৬
৬) যোগ করো: $২\frac{৪}{৭} + ৪\frac{৩}{৪}$
উত্তর: $২\frac{৪}{৭} + ৪\frac{৩}{৪}$
$=\frac{১৮}{৭} + \frac{১৯}{৪}$
$=\frac{৭২+১৩৩}{২৮}$
$=\frac{২০৫}{২৮}$
$=৭\frac{৯}{২৮}$ (উত্তর)
৭) একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য ১৫ মিটার হলে, ওই জমিটির ক্ষেত্রফল কত?
উত্তর: জমিটির ক্ষেত্রফল = বাহু × বাহু
= ১৫ × ১৫ বর্গমিটার
= ২২৫ বর্গমিটার (উত্তর)
৮) $\frac{৩}{৭}$ ও $\frac{৫}{১১}$ এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লেখো ।
উত্তর: ৭ ও ১১ এর ল.সা.গু. = ৭৭
∴ $\frac{৩}{৭}= \frac{৩ \times ১১}{৭ \times ১১} = \frac{৩৩}{৭৭}$
$\frac{৫}{১১} = \frac{৫ \times ৭}{১১ \times ৭} = \frac{৩৫}{৭৭}$
∵ ৩৫ > ৩৩
∴ $\frac{৩}{৭} > \frac{৫}{১১}$ (উত্তর)
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.