১ । একটি বাক্যে উত্তর দাও :
ক) কোন নদের ওপর ডি ভি সি নামক বাঁধ রয়েছে ?
উত্তর: দামোদর নদের ওপর ।
খ) কোন জেলার মাটি ধান চাষের পক্ষে ভালো ?
উত্তর: বর্ধমান ।
গ) রাস্তার কলে জল পড়ে যেতে দেখলে তুমি কি করবে ?
উত্তর: রাস্তারকলটি যদি খোলা থাকে তবে আমি সঙ্গে সঙ্গে সেটিকে বন্ধ করে দিবো । যদি কলটি ভাঙা থাকে তবে আমি সেখানকার কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করবো ।
ঘ) কোথাও ভাঙা কল দেখলে কি করা উচিত ?
উত্তর: কোথাও ভাঙা কল দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটি মেরামত করে দেওয়ার জন্য আবেদন করবো ।
২ । শূন্যস্থান পূরণ করো:
ক) জল সংকট আগামী দিনে ভয়ঙ্কর সমস্যারূপে দেখা দেবে ।
খ) কেনাকাটার সময় আমাদের সব সময় সচেতন থাকা দরকার ।
গ) প্রেশার কুকারের গায়ে I.S.I ছাপ থাকে ।
ঘ) মানুষ বীরত্ব দেখাতে মারত ।
৩ । বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো :
উত্তর:
৪ । সঠিক উত্তরটিতে ✓ চিহ্ন দাও :
ক) FPO ছাপ থাকে ( জেলির বোতলে / মশলার প্যাকেটে )
উত্তর: মশলার প্যাকেটে ✓
খ) কাগজের ইংরেজি নাম 'পেপার' কথাটি এসেছে (পেরিয়াস / প্যাপিরাস )
উত্তর: প্যাপিরাস শব্দ থেকে ✓
গ) সূর্য গ্রহণের সময় ( অতিবেগুনি / তড়িৎ রশ্মি ) নির্গত হয় ।
উত্তর: অতিবেগুনি রশ্মি ✓
৫ । সংক্ষিপ্ত উত্তর দাও :
ক) পরিষেবা ও উপভোক্তা বলতে কি বোঝো ?
উত্তর: সরবরাহ অর্থাৎ যা কিছু টাকার বিনিময়ে কেনাকাটা করা হয় তাকে পরিষেবা বলা হয় । যেমন- পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ প্রভৃতি ।
যারা এই পরিষেবা নেয় বা ভোগ করে তাদের উপভোক্তা বলা হয় ।
খ) চাঁদের কক্ষপথ কাকে বলে ? চাঁদের কক্ষপথের আকৃতি কেমন ?
উত্তর: চাঁদ যে পথে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, তাকে চাঁদের কক্ষপথ বলে ।
চাঁদের কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার ।
৬ । নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
ক) কেনাকাটার সময় আমাদের কোন কোন বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন ? জেলা উপভোক্তা ফোরামের আসল নাম কী ?
উত্তর: কেনাকাটার সময় আমাদের সবসময় সচেতনহওয়া প্রয়োজন । যাতে আমরা ঠকে না যাই । কেনাকাটার পর আমাদের সবসময় রসিদ নেওয়া দরকার । দেখে নেওয়া দরকার যে রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ ও তারিখ থাকে ।
▪️▪️ জেলা উপভোক্তা ফোরামের আসল নাম ডিস্ট্রিক্ট কনজ্যুমার ডিসপিউটস রিড্রেসাল ফোরাম ।
খ) ভূমিকম্প প্রবন এলাকার বাড়িগুলি কাঠের হয় কেন ? ভূমিকম্পের ফলে কী কী সমস্যা হতে পারে ?
উত্তর: ভূমিকম্প প্রবন এলাকার বাড়িগুলি কাঠের হয় | এর কারণ গুলি হলো :
i) কাঠের তৈরী বাড়ি ইটের তৈরী বাড়ি অপেক্ষা বেশি নমনীয় | তাই কাঠের তৈরী বাড়ি ভুমিকম্পের সময় সহজে ভেঙ্গে পরে না |
ii) ইটের তৈরী বাড়ি কাঠের বাড়ির তুলনায় বেশি ভারী | তাই ইটের দেয়াল ভেঙ্গে পড়লে তার ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি হয় |
◾◾ ভুমিকম্পের ফলে নানারকম সমস্যা হতে পারে | যেমন:
i) ভুমিকম্পের ফলে অনেক প্রাণহানি ঘটে |
ii) প্রচুর বাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় |
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.