WBBSE Class 5 Science Model Task Solution | পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক | Esho Seekhi

wbbse-class-5-science-model-task

 

১ । একটি বাক্যে উত্তর দাও :

 

ক) কোন নদের ওপর ডি ভি সি নামক বাঁধ রয়েছে ?

উত্তর: দামোদর নদের ওপর ।

খ) কোন জেলার মাটি ধান চাষের পক্ষে ভালো ?

উত্তর:  বর্ধমান ।

গ) রাস্তার কলে জল পড়ে যেতে দেখলে  তুমি কি করবে ?

উত্তর: রাস্তারকলটি যদি খোলা থাকে তবে আমি সঙ্গে সঙ্গে সেটিকে বন্ধ করে দিবো । যদি কলটি ভাঙা থাকে তবে আমি সেখানকার কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করবো ।

ঘ) কোথাও ভাঙা কল দেখলে কি করা উচিত ?

উত্তর: কোথাও ভাঙা কল দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটি মেরামত করে দেওয়ার জন্য আবেদন করবো ।

২ । শূন্যস্থান পূরণ করো:

 

ক)        জল সংকট      আগামী দিনে ভয়ঙ্কর সমস্যারূপে দেখা দেবে ।

খ) কেনাকাটার সময় আমাদের সব সময়    সচেতন     থাকা দরকার ।

গ) প্রেশার কুকারের গায়ে       I.S.I      ছাপ থাকে ।

ঘ) মানুষ  বীরত্ব দেখাতে        মারত ।


৩ । বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো :

বামস্তম্ভ
ডানস্তম্ভ
ক) বিশুদ্ধ গ্যাস
1. ধুমকেতু / উল্কা
খ) বঙ্গভঙ্গ
2. সালফার ডাই অক্সাইড
গ) অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী গ্যাস
3. হুইয়া পাখি
ঘ) সুন্দর পালক
4. ১৯০৫ সাল
ঙ) পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিন্ড
5.অক্সিজেন

 উত্তর:

বামস্তম্ভ

ডানস্তম্ভ

ক) বিশুদ্ধ গ্যাস

5. অক্সিজেন

খ) বঙ্গভঙ্গ

4. ১৯০৫ সাল

গ) অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী গ্যাস

2. সালফার ডাই অক্সাইড

ঘ) সুন্দর পালক

3. হুইয়া পাখি

ঙ) পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিন্ড

1. ধুমকেতু / উল্কা

৪ । সঠিক উত্তরটিতে ✓ চিহ্ন দাও :

ক) FPO ছাপ থাকে ( জেলির বোতলে / মশলার প্যাকেটে )

উত্তর: মশলার প্যাকেটে

খ) কাগজের ইংরেজি নাম 'পেপার' কথাটি এসেছে (পেরিয়াস / প্যাপিরাস )

উত্তর: প্যাপিরাস  শব্দ থেকে

গ) সূর্য গ্রহণের সময় ( অতিবেগুনি / তড়িৎ রশ্মি ) নির্গত হয় ।

 উত্তর: অতিবেগুনি রশ্মি

 

৫ । সংক্ষিপ্ত উত্তর দাও :

ক) পরিষেবা ও উপভোক্তা বলতে কি বোঝো ?

উত্তর: সরবরাহ অর্থাৎ যা কিছু টাকার বিনিময়ে কেনাকাটা করা হয় তাকে পরিষেবা বলা হয় । যেমন- পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ প্রভৃতি ।

যারা এই পরিষেবা নেয় বা ভোগ করে তাদের উপভোক্তা বলা হয় ।

খ) চাঁদের কক্ষপথ কাকে বলে ? চাঁদের কক্ষপথের আকৃতি কেমন ?

 উত্তর: চাঁদ যে পথে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, তাকে চাঁদের কক্ষপথ বলে ।

চাঁদের কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার ।

 

৬ । নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

ক) কেনাকাটার সময় আমাদের কোন কোন বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন ? জেলা উপভোক্তা ফোরামের আসল নাম কী ?

উত্তর: কেনাকাটার সময় আমাদের সবসময় সচেতনহওয়া প্রয়োজন । যাতে আমরা ঠকে না যাই । কেনাকাটার পর আমাদের সবসময় রসিদ নেওয়া দরকার । দেখে নেওয়া দরকার যে রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ ও তারিখ থাকে ।

▪️▪️ জেলা উপভোক্তা ফোরামের আসল নাম ডিস্ট্রিক্ট কনজ্যুমার ডিসপিউটস রিড্রেসাল ফোরাম

 

খ) ভূমিকম্প প্রবন এলাকার বাড়িগুলি কাঠের হয় কেন ? ভূমিকম্পের ফলে কী কী সমস্যা হতে পারে ?

উত্তর:  ভূমিকম্প প্রবন এলাকার বাড়িগুলি কাঠের হয় | এর কারণ গুলি হলো :

i) কাঠের তৈরী বাড়ি ইটের তৈরী বাড়ি অপেক্ষা বেশি নমনীয় | তাই কাঠের তৈরী বাড়ি ভুমিকম্পের সময় সহজে ভেঙ্গে পরে না |

ii) ইটের তৈরী বাড়ি কাঠের বাড়ির তুলনায় বেশি ভারী | তাই ইটের দেয়াল ভেঙ্গে পড়লে তার ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি হয় |

◾◾ ভুমিকম্পের ফলে নানারকম সমস্যা হতে পারে | যেমন:

i) ভুমিকম্পের ফলে অনেক প্রাণহানি ঘটে |

ii) প্রচুর বাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় |

 

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post