RRB NTPC 3rd February 2021 GK Questions in Bengali |

RRB-NTPC-Exams-GK-Questions

 

 

আজকের এই পোস্টে আমরা শেয়ার করছি RRB NTPC এর 3 ফেব্রুয়ারীর সকল শিফটের জিকের প্রশ্নগুলি উত্তরসহ দেওয়া হয়েছে |

 

RRB NTPC GK Questions with Answers (3 Feb 2021)

 

2020 পর্যন্ত সবথেকে কম বয়সি নোবেল পুরস্কার বিজেতা কে?
উত্তর: মালালা ইউসুফজাই | 


মন্ত্রিপরিষদের সিধান্ত রাষ্ট্রপতির কাছে কে প্রেরণ করে ?
উত্তর: প্রধানমন্ত্রী |


কার শাসনকালে তৃতীয় বৌদ্ধ সংগীতি আয়োজন করা হয়েছে ?
উত্তর: সম্রাট অশোক |

 

দাঁতের ডাক্তার কী ধরনের লেন্স ব্যবহার করেন ?
উত্তর: অবতল লেন্স |

 

পৃথিবীর ঘূর্ণন গতির কারণে কোন বল উত্পন্ন হয় যার কারণে বাতাস তার মূল দিশা ,থেকে বিচ্যুত হয় ?
উত্তর: কোরিওলিস বল |

 


 

কালিদাস সম্মান কোন রাজ্যে দেওয়া হয় ?
উত্তর: মধ্যপ্রদেশে |


UNO এর মোট অস্থায়ী সদস্য সংখ্যা কত?
উত্তর: 10 (*স্থায়ী সদস্য সংখ্যা 5)


ভারত নিম্নের কোনটির সদস্য নয় ?

UNO, NATO, G20


উত্তর: NATO


কত সালে গভর্নর জেনারেল কে ভাইসরয় ঘোষণা করা হয়েছে ?

উত্তর: 1858 সালে |


যোজনা আয়োগ কবে ভেঙ্গে দেওয়া হয়েছিল?
উত্তর: 2014


গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন ?

উত্তর: চৌরিচৌউরা হত্যাকান্ডের জন্য |


NABARD এর পুরো নাম কী ?
উত্তর: National Bank for Agricultural and Rural Development.


ক্ষেত্রফলের দৃষ্টিতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি?

উত্তর: অস্ট্রেলিয়া |


প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল?
উত্তর: 17 এপ্রিল1952 সালে |


আকাশ কেন নীল দেখায় ?
উত্তর: আলোর বিক্ষেপনের জন্য |


নিম্নের কোনটি এলিমেন্ট নয় : গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, সিলিকা |
উত্তর:গ্রাফাইট |


বৃহদেশ্বর মন্দির কথায় অবস্থিত ?
উত্তর: তামিলনাড়ু |


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুলাই 2020 তে কোন দেশের সুপ্রিম কোর্টের উদঘাটন করেছেন ?

উত্তর: মরিশাস |


নীল লিটমাস লাল হলে pH এর মান কত হয় ?
উত্তর:0 থেকে 7 এর মধ্যে |


মনিটরের স্ক্রিনে যা দেখতে পাওয়া যায় তাকে কী বলে?

উত্তর: VDU (Visual Display Unit)


2015 সালে NITI Ayog এর অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: নরেন্দ্র মোদী |


GST কোন মন্ত্রালয় চালু করেছে ?
উত্তর: অর্থ মন্ত্রালয় |


“The Early History of India” – বইটি কার লেখা ?
উত্তর: ভিন্সেন্ট আর্থার স্মিথ |


“ভারতের লৌহ মানব” কাকে বলা হয় ?

উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল কে |


নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে ?
উত্তর: 5 টি |


FAME-2 এর মাধ্যমে কোন যানবাহনে সাবসিডি দেওয়া হয়?
উত্তর: বৈদ্যুতিক গাড়ি |


আমান প্রীত সিং কীসের সাথে সম্বন্ধিত ?
উত্তর: শুটিং |


নামামী গঙ্গে যোজনা কীসের জন্য শুরু করা হয়েছে ?
উত্তর: দূষণ |


Civil Services Day কত তারিখে পালন করা হয়ে থাকে ?
উত্তর: 21শে এপ্রিল |


সোনাল ম্যান সিং কীসের সাথে সম্বন্ধিত ?
উত্তর: ভারতীয় লোকনৃত্য |


বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: দেরাদুন 


চন্দ্রগ্রহণ কখন হয় ?
উত্তর: পূর্নিমায় |


Anti Satelite Weapon পদ্ধতি প্রথম কোন দেশ চালু করেছে ?
উত্তর: আমেরিকা |


ভারতের মানবযুক্ত প্রথম মহাকাশযান কোনটি ?
গগনযান |


কম্পিউটার স্ক্রিনে যে Arrow মিটমিট করে তাকে কী বলে?
উত্তর: কার্সার (Cursor)


কান্দুকা পাহাড়ের মুরুদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: কর্নাটক |


আজমীরে কার দরগা আছে ?
উত্তর: সুফি মইনুদ্দিন চিসতি |


নিম্নের কোনটি কোমলাস্থি মাছ (Cartilaginous Fish)?

উত্তর: শার্ক (Shark)


গোয়ার মুখ্যমন্ত্রী কে?
উত্তর: প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)


সমানতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রদান করা করেছে?
উত্তর: অনুচ্ছেদ 14 থেকে 18 তে |


চরমপন্থী নেতাদের নাম |
উত্তর: বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল |


অর্ছা হেরিটেজ স্থান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মধ্য প্রদেশ |


মান্দেশ্বর স্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ |


শকুন্তলার ছেলের নাম কী ?
উত্তর: ভরত |


RBI এর প্রথম গভর্নর কে ছিলেন ?
উত্তর: স্যার অসবর্ণ স্মিথ |


লোকতাক হ্রদ কথায় অবস্থিত ?
উত্তর: মণিপুর – এ |


রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম কী ?

উত্তর: ROSCOSMOS |


ভিটামিন D কী দ্বারা তৈরী ?
উত্তর: ক্যালসিয়াম |


কোন রাজ্য বর্তমানে সিগারেট কে ব্যান করেছে ?
উত্তর: রাজস্থান |


OECD এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিসে |


ভারতীয় বায়ু সেনার আধিকারিক প্রতিষ্ঠা কবে হয়েছিল ?
উত্তর: 8 অক্টোবর 1932 সালে |


পানিপতের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর: 14 জানুয়ারী 1761 সালে |

 

 

Tags: RRB NTPC 2021 Questions with Anwers, RRB NTPC Questions, RRB Exam, Railway Exams, Railway Jobs.
 

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post