খুব শীঘ্রই রাজ্যে ফুড এসআই পদে নিয়োগ হতে চলেছে | রাজ্যে ভোট পর্ব শেষ হতেই বিজ্ঞপ্তি প্রকাশের রয়েছে সম্ভাবনা | WBPSC Food SI Recruitment 2021 এর সমস্ত রকমের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো :
বয়সের সময়সীমা ( Age Limit for WBPSC Food SI Exam)
WBPSC Food SI এর জন্য বয়সসীমা হলো -
- জেনারেল - 18 থেকে 40 বছর |
- SC/ST পরিক্ষার্থীর ক্ষেত্রে - 18 থেকে 45 বছর
- OBC পরিক্ষার্থীর ক্ষেত্রে - 18 থেকে 43 বছর |
Read More 丨 Current Affairs in Bengali
আবেদন ফি ( Application Fee for WBPSC Food SI Exam)
- General ও OBC : 110/- টাকা
- SC ও ST : 0/-
বেতন (Salary & Pay Scale of WBPSC Food SI)
- পে লেভেল : 06
- বেসিক পে : 22,500 টাকা
পরীক্ষাকেন্দ্র ( WBPSC Food SI Exam 2021 Exam Centres)
আবেদন পদ্ধতি (WBPSC Food SI Exam 2021 Application Process)
WBPSC ফুড ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে Food SI এর আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং এর সঙ্গেই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট অপ্লাদ করতে হবে | আবেদনের লিংক খুব শীঘ্রই আমাদের এই পোস্টে আপডেট করে দেওয়া হবে |
Official Website: https://wbpsc.gov.in/
WBPSC Food SI Exam 2021 Syllabus
Tags: WBPSC Food SI Recruitment 2021, WBPSC Food SI Exam, WBPSC Food Sub-Inspector Exam Details, Eligibility, খাদ্য দপ্তরে ফুড এস আই পদে নিয়োগ, West Bengal Food Sub-Inspector Exam, West Bengal Government Jobs
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.