সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান
অধ্যায়: পরমানু, অণু ও রাসায়নিক বিক্রিয়া
প্রশ্নোত্তরপরমাণু কাকে বলে ?
উত্তর: কোনো মৌলের যে নিরেট অবিভাজ্য ক্ষুদ্রতম কনার মধ্যে সেই মৌলের সমস্ত ধর্ম বর্তমান এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে, তাকে ওই মৌলের পরমাণু বলে |
আরও পড়ুন : পরিবেশ ও বিজ্ঞান | বিভিন্ন মৌলের নাম ও চিহ্ন
মৌলের পরমাণু কয়টি কণা দিয়ে গঠিত ও কী কী ?
উত্তর: মৌলের পরমাণু তিনটি কণা দিয়ে গঠিত | যথা: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন |
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কী ধরনের কণা ?
পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে ?
উত্তর:পরমাণুর কেন্দ্রে যে অংশে প্রোটন ও নিউট্রন পারস্পরিক আকর্ষণ বলের সাহায্যে জোট বেঁধে থাকে, তাকে ওই পরমাণুর নিউক্লিয়াস বলে |
আরও পড়ুন : সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান | অধ্যায়: আলো
পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা উপস্থিত থাকে ?
উত্তর: প্রোটন ও নিউট্রন |
পরমাণুতে ইলেকট্রন কীভাবে অবস্থান করে ?
উত্তর: কোনো পরমাণুর ইলেক্ট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে |
সাধারণ অবস্থায় পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা ________ |
উত্তর: সমান |
পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে ?
উত্তর: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে |
পরমাণুর ভরসংখ্যা কাকে বলে ?
উত্তর: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের পরমাণুর ভরসংখ্যা বলে |
পরবর্তীতে এই পোস্টে আরও প্রশ্নোত্তর যুক্ত করা হবে-- সঙ্গে থাকুন ................................
Tags: WBBSE
Class 7 Physical Science, WBBSE Class 7 Science Notes, WBBSE Class 7, WBBSE Class 7, Physical
Science Questions, Class 7 Physical Science Important Questions &
Answers, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর, পরমানু, অণু ও রাসায়নিক বিক্রিয়া
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.