প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেনীর জীববিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যা উচ্চমাধ্যমিক পরীক্ষা 2021 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ |
WBCHSE Class 12 Biology Suggestions 2021 : Part 2
নীচে অধ্যায়ভিত্তিক সাজেশনস দেওয়া হলো :
Biology Suggestions 2021 PART 1 পেতে এখানে ক্লিক করুন
MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)
1. কোয়াসারভেট হল:
- লাইপোপ্রোটিন
- অ্যামোনিয়া,শর্করা ও জলের মিশ্রণ
- ফ্যাটি অ্যাসিড
- কোলয়েডীয় পদার্থ
2. উরে ও মিলারের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল:
- 1:2:1
- 9:3:3:1
- 3:1:1
- 2:2:1
3. হট ডাইল্যুট সুপের কথা বলেন :
- মিলার
- এরিস্টটল
- হ্যালডেন
- পাস্তুর
4. জীবের উদ্ভবের জৈব-রাসায়নিক তত্বটি কে উপস্থাপন করেন ?
- ডারউইন
- হেকেল
- ওপারিন
- ফক্স
5. সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয় :
- মেসোজোয়িক যুগকে
- সিনোজোয়িক যুগকে
- প্যালিওজোয়িক যুগকে
- প্রোটারোজোয়িক যুগকে
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)
1. কোয়াসারভেট মডেলটি কে উপস্থাপন করেন ?
2. উরে ও মিলারের পরীক্ষায় কোন কোন উপাদান ব্যবহৃত হয়েছিল?
More Questions Coming Soon....
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2 )
১।জৈব বিবর্তন কী?
২।ওপারিন ও হেল্ডনের মতবাদ কী?
৩। কোশীয় জীব সৃষ্টির পর্যায়গুলো কী কী?
৪। মিমিক্রি কী?
৫।বর্ণগ্রাহ কী?
৬।মিসিং লিংক কী?
৭।প্রকরণ কী?
৮। সমবৃত্তি অঙ্গ কী?
৯। সমসংসস্থ অঙ্গ কী?
১০।উপপ্রজাতি কী?
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3 )
Updating Soon.....
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)
১। সায়নোজেন মতবাদ সংক্ষেপে লেখ।
২।জৈব অভিব্যাক্তি কী ও ঘোড়ার অভিব্যক্তির ইতিহাস স্থাপন করো।
৩। আর্কিওপটেরিক্সের সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্যগুলি লেখ।
অধ্যায় 9: স্বাস্থ্য ও রোগ
MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)
১। এর মধ্যে কোনটি ডেঙ্গু রোগের কারণ
- পুরুষ অ্যানোফিলিস
- স্ত্রী এডিস
- স্ত্রী অ্যানোফিলিস
- ওপরের সবকটিই
২। টাইফয়েডের জন্য দায়ী
- সিগেলা
- সালমোনেলা
- জিয়ারডিয়া
- এসচেরিচিয়া
৩। অ্যান্টিবডি হল
- শর্করা
- প্রোটিন
- স্নেহ পদার্থ
- জিন
৪। ভাইরাস ঘটিত মাম্পস রোগ কোনটির সাথে সম্পর্কযুক্ত?
- সাবম্যাক্সিলারি গ্রন্থি
- প্যারোটিড গ্রন্থি
- সাবলিংগুয়াল গ্রন্থি
- উপরের সবকটি
৫। AIDS হল
- ব্লাড ক্যান্সার
- TMV
- Human T cell লিউকিমিয়া ভাইরাস
- ব্যাকটেরিয়াম
৬।কোন রোগটি প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহ থেকে শিশুর দেহে সঞ্চারিত হয়?
- সিফিলিস
- AIDS
- জার্মান মিসেলিস
- সবকটিই
৭। ফাইলেরিয়াসিস হয়
- ভাইরাস দ্বারা
- ব্যাক্টেরিয়া দ্বারা
- প্রোটোজোয়া দ্বারা
- হেলমিন্থ দ্বারা
৮। অ্যালার্জির প্রতিক্রিয়া এর মধ্যে কোনটি ক্ষরিত হয়?
- অ্যালার্জেন
- হিস্টামিন
- পাইরোজেন
- উপরের সবকটিই
৯। কোনটি জলবাহিত রোগ?
- ক্যান্সার
- গুটিবসন্ত
- হেপাটাইটিস
- টি. বি
১০। কোনটি ভাইরাস ঘটিত?
- ডিপথেরিয়া
- পোলিও
- টাইফয়েড
- টিউবারকিউলোসিস
১১। সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে
- নিউট্রোফিল দ্বারা
- B Cell দ্বারা
- T Cell দ্বারা
- অ্যান্টিবডি দ্বারা
১২। অর্জিত অনাক্রম্যতার বৈশিষ্ট্য কোনটি?
- স্মৃতি ধরে রাখা
- সেলফ এবং ননসেল্ফ এর পার্থক্য করা
- অ্যান্টিজেনের স্পেসিফিসিটি
- সবকটিই
১৩। যার জন্য T.B হয়
- Mycobacterium
- Streptococcus
- Salmonella
- Pneumococcus
১৪। মাতৃ দুগ্ধ কার সাথে যুক্ত
- IgE
- IgA
- IgG
- IgD
১৫। প্লাসেন্টা দ্বারা যে অনাক্রম্যতা সঞ্চার হয় তাকে বলে
- অ্যাক্টিভ অনাক্রম্যতা
- কোশ ভিত্তিক অনাক্রম্যতা
- প্যাসিভ অনাক্রম্যতা
- জন্মগত অনির্দিষ্ট অনাক্রম্যতা
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)
১। একটি বংশগত রোগের নাম লেখ।
২।কোন দিনটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
৩। ক্যাসনার শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে।
৪। সিফিলিস রোগের জন্য দায়ী কোন ব্যাক্টেরিয়া?
৫।মশা কী বাহক বা ভেক্টর?
৬। Plasmodium Vivax কী ধরনের ম্যালেরিয়া সৃষ্টি করে?
৭। মদের রাসয়নিক নাম কী?
৮।আমাশয় সৃষ্টিকারী আদ্যপ্রাণীর নাম কী??
৯।HIV এর সম্পূর্ন নাম কী?
১০। মেনিনজিওমা ক্যান্সার কী?
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)
১।ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো লেখ।
২।AIDS কীভাবে বিস্তার লাভ করে?
৩।কেমোথেরাপি বলতে কী বোঝো?
৪। মেটাস্ট্যাটিস কী?
৫।ফিলাডেলফিয়া ক্রোমোজোম কী?
৬। অ্যালকোহলিজম কী? তার শ্রেণী বিভাগ করো।
৭। নিম্নলিখিতগুলির উদাহরণ দাও।
- ওপিয়েট
- উত্তেজক
- ভ্রম উৎপাদক দ্রব্য
৮। অঙ্কজিন কী ও টিউমার সপ্রেসর জিন কী?
৯। অর্জিত রোগ কী ও তার শ্রেণীবিভাগ করো।
১০। অ্যাসকেরিয়সিস রোগের পরজীবী কী? এই রোগ কীভাবে সংক্রমিত হয়? রোগ দমনের কৌশলগুলো লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3 )
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)
১। অ্যাডলোসেন্স কী? ড্রাগের অপব্যবহার কী?
২। মাদক কত প্রকার? মদ্যপানের কুফলগুলি উল্লেখ করো। মদ্যপান ছাড়ানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
৩। ম্যালেরিয়া রোগের বিস্তার ও দমন কৌশল বর্ণনা করো ।
অধ্যায় 10: খাদ্য উৎপাদনের উন্নতি সাধন
MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)
১। Bombyx mori (রেশম মথের) লার্ভা হল
- ক্যাটারপিলার
- কোকুন
- নিমফ্
- ট্রকোফোর
২। পরাগহীন ফুলের যে অংশটি বাদ দেওয়া হয় তা হল
- পরাগধানী
- পুষ্পপুট
- ডিম্বক
- গর্ভমুন্ড
৩। ক্যালাস হল
- উদ্ভিদের উপজাত দ্রব্য
- উদ্ভিদ হরমোন
- অবিভেদিত কলা
- কোনোটিই নয়
৪। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়
- হাঁস
- পোল্ট্রি
- পরিযায়ী পাখি
- উপরের সবকটিই
৫। টিস্যু কালচারের যে সমস্ত গাছের টুকরো ব্যবহার করা হয় তাদের ________ বলে।
- ক্লোন
- ইনোকিউল্যান্ট
- সোমাক্লোন
- এক্সপ্ল্যান্ট
৬। রানিখেত রোগটি কাদের মধ্যে দেখা যায়?
- পরজীবী
- ছত্রাক
- ভাইরাস
- ব্যাক্টেরিয়া
৭। একটি হাঁসের ব্রিড হল :
- স্যাক্সনি
- ব্ল্যাক ইস্ট ইন্ডিয়ান
- ক্যাম্পবেল
- খাঁকি ক্যাম্পবেল
৮। শ্রমিক মৌমাছি হল মূলত
- জননক্ষম স্ত্রী মৌমাছি
- বন্ধ্যা পুরুষ মৌমাছি
- বন্ধ্যা স্ত্রী মৌমাছি
- জননক্ষম স্ত্রী মৌমাছি
৯। মধু ব্যবহার কোন রোগটির উপক্ষম হয়?
- আমাশয়
- টাইফয়েড
- কোষ্ঠকঠিন্যের
- হাঁপানি
১০। নিম্নলিখিত কোনটি Bt শস্যের চাষ ভারতে হয়:
- বেগুন
- তুলা
- ভুট্টা
- সয়াবিন
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)
১। ডুয়াল ব্রিড কী?
২।মুরগি ও হাঁসের তিনটি প্রধান রোগের নাম লেখ।
৩। হাঁসের দেশীয় ব্রিডগুলির নাম লেখ।
৪।রয়েল জেলি কী?
৫। কার্প কী?
৬। পিটুইটারি গ্রন্থির নির্যাসে কী কী হরমোন থাকে?
৭।গরুর দুটি ব্রিডের নাম লেখ।
৮। ইকোটাইপ কী?
৯।একটু GM শস্যের নাম লেখ।
১০। ইকোটাইপ কী?
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2/3 )
১। নির্বাচন কী?
২।সংকরায়ণ কী?
৩। ইমাসকুলেশন কী?
৪। ব্রিডিং হাপা ও হ্যাচিং হাপার মধ্যে পার্থক্য লেখ।
৫। হ্যাচারি কী?
৬।পিটুইটারি নির্যাস কী?
৭। এপিকালচার কী?
৮। মাইনর কার্প ও মেজর কার্পের মধ্যে পার্থক্য লেখ।
৯।MOET কী?
১০। বায়োফর্টিফিকেশন কী?
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)
১। মানব কল্যাণে পশু পালনের ভূমিকা লেখ।
২। প্রণোদিত প্রজননের বিভিন্ন ধারা সংক্ষেপে বর্ণনা করো।
৩।বি স্পেস কী? মৌমাছি পালনের পদ্ধতিগুলো লেখ।
৪।কলা পালনের গুরুত্ব লেখ কিংবা উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
অধ্যায় 11: মানব কল্যাণে অনুজীব
MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)
১। কোন ব্যাকটেরিয়া মুক্ত বায়বীয় এবং সালকসংলেশে অক্ষম N₂ সংবন্ধনকারী?
- রাইজবিয়াম
- অ্যাজোটোব্যক্টর
- অ্যাজোস্পাইরিলাম
- অ্যানাবিনা
২। তৃতীয় প্রজন্মের কীটনাশক হল:
- প্যাথোজেন
- পতঙ্গ হরমোনের অনুরূপ
- ফেরোমন
- পতঙ্গ নিবারক
৩। VAM এর গুরুত্বপূর্ন কারণ:
- উৎপাদন হ্রাস করে
- ফসফেট গ্রহণ করে
- জল গ্রহণ করে
- ফুলের স্ফুটন ব্যহত করে
৪।এর মধ্যে কোনটি Bio fertilizer?
- CMU
- DCMU
- Agent lemon
- VAM
৫। যে উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে
- ইনভারটেজ
- ডায়াটেজ
- জাইমেজ
- লাইপেজ
৬। ঘাম,লাল,অশ্রুতে উপস্থিত যে লাইসোজম উৎসেচক থাকে তা ধ্বংস করে
- সমস্ত ভাইরাসকে
- কিছু ছত্রাককে
- ব্যাকটেরিয়াকে
- ভাইরাস আক্রান্ত কোশকে
৭।কাদের প্রচেষ্টা দ্বারা ভারতবর্ষে বায়োগ্যাস উৎপাদনের টেকনোলজি গড়ে ওঠে?
- WHO
- KVIC
- IARI
- দ্বিতীয় ও তৃতীয় উভয়েই
৮। ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে দুধ থেকে দই পরিণত হলে কোন ভিটামিনের আধিক্য ঘটে?
- B
- C
- D
- A
৯। ভিনিগার উৎপাদনের ক্ষেত্রে কোন অবস্থাকে বজায় রাখা হয়?
- ৬৫° তাপমাত্রা
- বায়বীয় অবস্থা
- অবায়োবীয় অবস্থা
- মাইক্রো এয়ারোফিলিক অবস্থা
১০। মশার লার্ভা ভক্ষণ করে
- গাপ্পি
- তেলাপিয়া
- ব্যাঙাচি
- উপরের সবগুলি
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)
১। পনির উৎপাদনে কোন অণুজীব ব্যবহৃত হয়?
২।নিম্নলিখিত পদার্থগুলো উৎপাদনে কোন কোন অণুজীব ব্যবহৃত হয় লেখ।
- ইডলি
- ইয়োগার্ট
- মদ
- চর্ম শিল্পের ট্যানিং
- পাউরুটি
৩। সিউয়েজ কী?
৪। অর্গানিক ফার্মিং কী?
৫।ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতকারী ব্যাক্টেরিয়ার নাম _________।
৬। নিম্নলিখিত বিশেষ ধরনের ব্যাক্টেরিয়ার উদাহরণ দাও।
- হাইড্রোলিক
- অ্যাসিডোজেনিক
- মেথেনোজেনিক
৭। মাইকোরাইজা কী?
৮।BOD কী?
৯।GAP কী?
১০।Bt কটন কিসের থেকে নিজেকে প্রতিরোধ করে?
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2/3 )
১। অ্যান্টিবায়োটিক কী?
৩। মিথেনের দুটি উপকারিতা লেখ?
৪। LAB কী?
৫। VAM কী?
৬।জৈব গ্যাসের উপকারিতা লেখ।
৭। মাইকোরাইজার উপকারিতা লেখ।
৮।STP কী?
৯।জৈব গ্যাস উৎপাদনের বিভিন্ন পর্যায়গুলো কী কী?
১০।দুটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাকের নাম লেখ।
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)
১।সিউয়েজ ট্রিটমেন্টের পদ্ধতিগুলো কী কী?
২। বায়োগ্যাস উৎপাদনের ধাপগুলো আলোচনা করো।
৩। পেস্ট দমনে জৈবিক ও অন্যান্য পদ্ধতি সংক্ষেপে লেখ।
৪।কৃষিকাজ ও বনসৃজনে মাইকোরাইজার গুরুত্ব লেখ।
অধ্যায় 13: বাস্তববিদ্যা ও পরিবেশ
MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)
১। জলসঞ্চয়ী উদ্ভিদ দেখা যায় প্রধানত
- তুন্দ্রা অঞ্চলে
- ক্রান্তীয় অঞ্চলে
- মরুভূমিতে
- কোনটিই নয়
২।একই রকম জীব সম্প্রদায়ের সকল সদস্যকে একত্রে বলা হয়
- গণ
- প্রজাতি
- উপনিবেশ
- সম্প্রদায়
৩। যে সকল প্রাণীর লবণাক্ততার তারতম্য সহ্য করতে পারেনা তাদের বলা হয়
- ইউরিহ্যালাইন
- ক্যাটাড্রমাস
- অ্যানাড্রোমাস
- স্টেনোহ্যালাইন
৪। জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি?
- এরেনকাইমা
- নিমজ্জিত পত্ররন্ধ্র
- পুরু কিউটিকল
- সবগুলি
৫। প্রাথমিক সাকশেসনের জীব সম্প্রদায়ের কোথায় উদ্ভব ঘটে?
- পরিচ্ছন্ন বনাঞ্চল
- নতুন উন্মুক্ত বসতি অঞ্চলে
- শুষ্ক ঋতুর পর বৃষ্টির জলে পূর্ণ জলাশয়ে
- সদ্য চাষ করা শস্য খেতে
৬। অ্যাসিড বৃষ্টির কারণ
- SO₃
- SO₂
- NO₂
- CO₂
৭। কমিউনিটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
- Mortality
- Natality
- লিঙ্গ অনুপাত
- Stratification
৮। উষ্ণতার সর্বাধিক তারতম্য দেখা যায়
- হ্রদ অঞ্চলে
- মরুভূমিতে
- সমুদ্র অঞ্চলে
- তুন্দ্রা অঞ্চলে
৯। জন্মহার - মৃত্যুহার =
- পপুলেশন সূচক
- পপুলেশন ঘনত্ব
- প্রজনন হার
- কোনটিই নয়
১০। ওজোন স্তর দেখা যায়
- Stratosphere
- Thermosphere
- Lithosphere
- Mesosphere
১১। কোনটি উভচর না অ্যামফিবিয়াস?
- Polygonum
- Hydrilla
- Casuarina
- Wolffia
১২। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য হল
- জরায়ুজ অঙ্কুরোদগম
- ঠেস মূল
- শ্বাস মূল
- সবকটিই
১৩। Climax Community নির্ভরশীল কোনটির উপর?
- জলবায়ু
- জল
- উষ্ণতা
- জমির উর্বরতা
১৪। কোন প্রাণী কঠিন মূত্র ত্যাগ করে?
- ক্যাঙ্গারু ইদুর
- টিকটিকি
- কাক
- উট
১৫| কোনটি পলিগ্যাসাম?
- নেকড়ে
- হরিণ
- শিয়াল
- রাজহাঁস
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)
১।অটোইকোলজি কী?
২।মাইক্রো ক্লাইমেট কী?
৩।জিন ইকোলজি কী?
৪।দুটি আরোহী উদ্ভিদের নাম লেখ?
৫।উৎপাদক কাকে বলে?
৬।সর্বভুক কাকে বলে?
৭।কোন প্রাণীর পদ প্যাডেলে রূপান্তরিত হয়?
৮। প্যাথোজেনিক পরজীবী কী?
৯। S আকৃতির বৃদ্ধির লেখ চিত্র কী নির্ধারণ করে?
১০।দুটি আরোহী উদ্ভিদের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2/3 )
১।পপুলেশন কাকে বলে?
২।বাস্তুতান্ত্রিক অভিযান কাকে বলে?
৩।সিমবায়োসিস কী?
৪।লাইকেন কী?
৫।Natality কী?
৬। অটো ইকোলজি ও সিন ইকোলজির মধ্যে পার্থক্য করো।
৭। বর্ণগগ্রাহ কী?
৮।ইকটোন কী?
৯।পপুলেশন সূচক কী?
১০।পরিযান কী?
১১। জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ।
১২। পপুলেশন বৃদ্ধির শর্তগুলি লেখ।
১৩। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখ।
১৪। অনুকরণের প্রকারভেদ করো।
১৫।পরজীবিত্ব কী?
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)
১। বাস্তু বিদ্যার শ্রেণীবিভাগ করো। প্রত্যেকটি সম্পর্কে সংক্ষেপ বর্ণনা দাও।
২।বায়োম কী? উষ্ণতা ও ঘনত্বের ভিত্তিতে স্থলজ বায়োমের সজ্জারীতি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপিত করো।
৩। পপুলেশনের ধর্মগুলো উল্লেখ করো।
৪।পপুলেশন S আকৃতির এবং সূচকীয় বৃদ্ধির সম্পর্কে লেখ।
৫।মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। উহার গুরুত্ব কী কী?
অধ্যায় 15: জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ
MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)
১। ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়
- সুন্দরবন
- পেরিয়ার
- করবেট
- মানস স্যাংচুয়ার
২। ভারতবর্ষে এক শৃঙ্গ গন্ডারের নতুন বাসভূমি কোনটি?
- Kanha
- Dudhwa
- Corbett
- Bandhavgarh
৩।Ex-situ সংরক্ষণ হয় কোনটিতে?
- ন্যাশনাল পার্ক
- চিড়িয়াখানা
- Biosphere reserve
- স্যাংচুয়ারি
৪। Project Tiger শুরু হয় কত সালে?
- ১৯৭৩
- ১৯৮১
- ১৯৫০
- ১৯৬৩
৫।ভারতে মোট কটি জৈব ভৌগোলিক অঞ্চল আছে?
- 10
- 16
- 18
- 8
৬। ভারতে Hotspot এর সংখ্যা কত?
- ৩
- ২
- ১
- ৪
৭। National Wildlife Act কবে প্রবর্তিত হয়?
- ১৯৭৪
- ১৯৭৮
- ১৯৭২
- ১৯৭৬
৮। কোন প্রাণী সংরক্ষণ করতে WWD-N লোগো ব্যবহার করা হয়?
- লাল পান্ডা
- বড়ো পান্ডা
- মেরু ভালুক
- বাঘ
৯। কোন মেরুদণ্ডী প্রাণী সর্বাধিক বিপন্ন?
- পাখি
- মাছ
- স্তন্যপায়ী
- সরীসৃপ
১০। Hotspot কোনটির সাথে সম্পর্কযুক্ত?
- Niche
- Biodiversity Ecological
- Ecological Pyramid
- Ecological Efficiency
১১। Red Data Book এর অন্তর্ভুক্ত কোনটি?
- Threatened
- Vulnerable
- Endangered
- সবকটিই
১২। কাজিরাঙা ন্যাশনাল পার্ক বিখ্যাত কোনটির জন্য?
- হাতি
- গন্ডার
- বাঘ
- পান্ডা
১৩। ৫ই জুন হল
- World Aids Day
- World Typhoid Day
- World Tobacco Day
- World Environment Day
১৪। কোনটি বন্যপ্রাণী সংরক্ষণের সাথে সম্পর্কযুক্ত নয়?
- WWF
- IVF
- IWBL
- IUCN
১৫। কোন প্রাণীটি ভারত থেকে বিলুপ্ত?
- চিতা
- হায়না
- তুষার চিতা
- জলহস্তী
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)
১। পৃথিবীতে স্থলজ হটস্পটের সংখ্যা কত?
২।বস্তুতান্ত্রিক বৈচিত্রের প্রকারগুলো কী কী?
৩।এক্স সিটু সংরক্ষণ কী?
৪।ইন সিটু সংরক্ষণ কী?
৫।IUCN এর সম্পূর্ন নাম কী?
৬।WWF এর সম্পূর্ন নাম কী?
৭। আলফা বৈচিত্র্য কী?
৮।বিটা বৈচিত্র কী?
৯। হার্বেরিয়াম কী?
১০।পশ্চিমবঙ্গের বোটানিক গার্ডেনের বর্তমান নাম কী?
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2/3 )
১।কিভাবে নানা দিক থেকে জীববৈচিত্র্য প্রকাশ পায়, যুক্তিসহ উপস্থাপন করো।
২। আলফা, বিটা এবং গামা বৈচিত্রের মধ্যে পার্থক্য করো।
৩। অভয়ারণ্য,জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনের পার্থক্য করো।
৪।এক্স সিটু সংরক্ষণের পদ্ধতি কী কী?
৫। ইন সিটু এক্স সিটু সংরক্ষণের পার্থক্য করো?
৬।Red Data বুকের উদ্দেশ্য কী কী?
৭।ভারতের জাতীয় পশু ও জাতীয় পাখির বিজ্ঞান সম্মত নাম কী?
৮। নিম্নলিখিতগুলির উদাহরণ দাও:
- বিরল স্তন্যপায়ী
- বিলুপ্ত প্রাণী
- ভারতের অভয়ারণ্য
- জাতীয় উদ্যান
- Biosphere Reserves
- হটস্পট
৯। জীববৈচিত্র্য কী?
১০। Protective Regione কী?
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)
২। জীব বৈচিত্রের গুরুত্ব কী কী?
৩। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী?
৪। হটস্পট কী ও সেগুলো নির্ধারণের শর্ত কী কী?
৫। ইনসিটু সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো।
অধ্যায় 16: পরিবেশগত বিষয়
MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)
১। DDT প্রয়োগের ফলে দূষিত হয়
- জল ও বায়ু
- বায়ু,জল,মাটি
- বায়ু
- বায়ু ও মাটি
২। বায়ুতে CO2 এর শতকরা পরিমাণ কত?
- 0.036
- 0.0036
- 3.6
- 0.36
৩। ওজোন স্তর ধ্বংসের কারণ
- SO₂
- ক্লোরো ফ্লুরো কার্বন
- ধোঁয়াশা
- CO₂
৪। লেড হল
- তেজস্ক্রিয় দূষক
- বায়ু দূষক
- মৃত্তিকা দূষক
- জল দূষক
৫।UV রশ্মি প্রতিহত করে কোন গ্যাস?
- O₃
- O₂
- CO₂
- N₂
৬। লাইকেন কোন দূষণ নির্দেশ করে?
- SO₂
- CO
- O₃
- NO₂
৭। শব্দ দূষণের নিম্ন মাত্রা কত?
- 80dB
- 120dB
- 30dB
- 100dB
৮। BOD হল
- Biosphere Oxygen Demand
- Biological Oxygen Demand
- Botanical Oxygen Demand
- কোনোটিই নয়
৯। ত্বকের ক্যান্সার ও মিউটেশনের জন্য প্রধান কারন
- ওজোন স্তরের ধ্বংস
- অম্ল বৃষ্টি
- CO₂ দূষণ
- CO দূষণ
১০। Smog এর প্রধান কারণ
- PPN ও PNB
- PAN
- O2
- ১ নং ও ২ নং উভয়েই
১১। ক্যাডমিয়াম দূষণের কারণ
- ইটাই ইটাই
- মিনামাটা
- নিউমোনিয়া
- অ্যানিমিয়া
১২। DDT কী?
- Non-biodegradable দূষক
- দূষক নয়
- Digredable দূষক
- Biodegradable দূষক
১৩। অম্ল বৃষ্টির কারণ
- SO₂ ও CO
- SO₂ ও SO₃
- SO₂ ও NH₃
- NH₃ ও CO
১৪। ইটাই ইটাই রোগের কারণ
- Cd
- Hg
- Pb
- As
১৫। অম্ল বৃষ্টিতে pH এর মান কত?
- ৬.৫ এর কম
- ৫.৫ এর কম
- ৬ এর কম
- ৭ এর কম
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)
১। কঠিন বর্জ্য কী?
২। গ্রীন হাউস গ্যাস গুলি কী কী?
৩। ডিফরেস্টেশন কী?
৪। চিপকো আন্দোলনের সূত্রপাত কবে হয়?
৫। চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
৬। কবে ওজোন দিবস পালিত হয়?
৭।ধান খেতে উৎপন্ন হয় এমন দূষকের নাম লেখ?
৮। একটি জলবাহিত রোগের নাম লেখ?
৯। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কবে শুরু হয়?
১০। ক্লোরোফ্লুরো কার্বনের উৎস কী?
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2/3 )
১। ওজোন হোল কী?
২। লন্ডন ধোঁয়াশা কী?
৩।Biomagnification বা জৈব বিবর্ধন কী?
৪। ইউট্রিফিকেশন কী?
৫।BOD এর মান কিভাবে জলের গুণগত মান নির্ধারণ করে?
৬। PAN,CFC,DDT এর সম্পূর্ন নাম লেখ?
৭। স্টোন ক্যান্সার কী?
৮।বসুন্ধরা সম্মেলন কী ও এজেন্ডা ২১ কী?
৯। আর্সেনিক দূষণ কী ও তার প্রভাব লেখ?
১০।BOD ও COD এর পার্থক্য লেখ?
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)
১।পরিবেশগত বিষয়ে চিপকো আন্দোলনের ব্যাখ্যার দাও।২।ওজোন স্তরের অবক্ষয়ের পরিণাম কী কী? ডিফরেস্টেশনের কারণগুলো কী কী।
৩। বায়ু দূষনের উৎস, প্রকার ও ক্ষতিকর প্রভাব সম্বন্ধে আলোচনা করো?
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.