WBCHSE HS Suggestions 2021 | Biology Suggestions 2021 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশনস 2021 | Esho Seekhi


WBCHSE-HS-Biology-Suggestions-2021-pdf-Download


প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেনীর জীববিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যা উচ্চমাধ্যমিক পরীক্ষা 2021 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ |

 

WBCHSE Class 12 Biology Suggestions 2021 : Part 1

 

নীচে অধ্যায়ভিত্তিক সাজেশনস দেওয়া হলো :


অধ্যায় 1: জীবের জনন

 

MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)

1. কোন প্রাণীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন দেখা যায় ? –

(a) ইউগ্লিনা (b) প্যারামেসিয়াম (c) প্ল্যানেরিয়া (d) প্লাসমোডিয়াম


2. অনুপ্রস্থ বিভাজন ঘটে ? –
(a) অ্যামিবা (b) হাইড্রা (c) ইউগ্লিনা (d) প্যারামেসিয়াম নামক প্রাণীতে


3. দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায় ? –
(a) ব্যাকটেরিয়া (b) তারামাছ (c) ফিতাকৃমি (d) রিকসিয়াতে

4. সরল দ্বিবিভাজন দেখা যায় : -
(a) ইউগ্লিনাতে (b) অ্যামিবাতে (c) অরেলিয়াতে (d) সেরাটিয়ামে


5. কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে :-
(a) স্পাইরোগাইরা (b)হাইড্রা (c)আরশোলা (d)প্যারামেসিয়াম


6. বক্রধাবক দেখা যায় :
(a)আমরুলে (b)কচুরিপানায় (c)মেন্থায় (d)চন্দ্রমল্লিকাতে


7. কলা কর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহার করা হয় ?- 

(a)অক্সিন (b)সাইটোকাইনিন (c)জিব্বারেলিন (d)a ও b উভয়ই


8. পুনরুৎপাদন দেখা যায় :-

(a)প্ল্যানেরিয়াতে (b)হাইড্রাতে (c)কেঁচোতে (d)সবকটিতেই

 

9. জোড়কলম পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া হয় –

(a) ফ্লোয়েমের সঙ্গে ফ্লোয়েম (b) জাইলেমের সঙ্গে জাইলেম (c) ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম (d) মজ্জার সঙ্গে মজ্জা


10. অ্যামিবার বহুবিভাজন পদ্ধতিকে বলে –

(a) সাইজোগোনি (b) স্পোরোগনি (c) স্পোরুলেশন (d) পুনরুৎপাদন

 

অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)

1. অফসেট বা খর্বধাবক দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো |


2. গেমিউল কী ?


3. কোন কোন উদ্ভিদ বুলবিলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে ?


4. জোড় কলমে উদ্ভিদের কোন অংশ ব্যবহৃত হয় ?


5. কনজুগেশন বা সংশ্লেষ দেখা যায় এমন একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নাম লেখো |


6. কোন প্রাণী কোরকোদ্গম এবং পুনরুৎপাদন পদ্ধতির সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে ?


7. অ্যাপোমিক্সিস কী ?


8. পিডোজেনেসিস কী ?


9. নিওটেনি কাকে বলে ?


10. প্রোট্যান্ড্রি ও প্রোটোগাইনি কাকে বলে ? উদাহরণ দাও |

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2 )

1. দ্বিবিভাজন কাকে বলে ? উদাহরণ দাও |


2. মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে ? এর গুরুত্ব লেখো |


3. অভিপেরাস, অভিভোপারস, ভিভিপেরাস কাকে বলে ? উদাহরণ দাও |


4. অঙ্গজ জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো |


5. সিউডোপোডিও রেণু কী ?


6. আইসোগ্যামি ও ঊগ্যামি এর মধ্যে পার্থক্য লেখো |


7. অ্যানাইসোগ্যামি কাকে বলে ? উদাহরণ দাও |


8. অটোগ্যামি কাকে বলে ? উদাহরণ দাও |


9. প্লাসমোটোমি কাকে বলে ? উদাহরণ দাও |


10. কনজুগেশন বা সংশ্লেষ কাকে বলে ? এটি কোথায় দেখতে পাওয়া যায় ?


11. স্টক ও সিয়ন কী ?


12. সিনগ্যামি ও কনজুগেশন এর মধ্যে দুটি পার্থক্য লেখো |


13. জুস্পোর ও জাইগস্পোরের মধ্যে দুটি পার্থক্য লেখো |


14. অযৌন জননের বৈশিষ্ট্য লেখো |

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3 )

1. জোড় কলম কাকে বলে ? বিভিন্ন প্রকার জোড়কলমের নাম লেখো |


2. অঙ্গজ জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো |


3. প্রাকৃতিক পদ্ধতিতে অঙ্গজ জননের তিনটি পদ্ধতির নাম ও উদাহরণ লেখো |


4. অঙ্গজ জনন কাকে বলে ? অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো |


5. জননের প্রয়োজনীয়তা লেখো |


6. উদ্যান পালন বিদ্যায় অঙ্গজ জননের ব্যবহারিক প্রয়োগ লেখো |


7. সংযুক্তি ও নিষেকের দুটি পার্থক্য লেখো | কনিডিয়া কী ?


8. অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো |


রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)

1. যৌন জননের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো |


2.  সিনগ্যামি কাকে বলে ? এর প্রকারভেদ উদাহরণ সহযোগে আলোচনা করো |


3. জনুক্রম কাকে বলে ? বিভিন্ন প্রকার জনুক্রমের উদাহরণসহ সংজ্ঞা লেখো |


4. বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণসহ সংজ্ঞা লেখো |


5. বিভিন্ন প্রকার অযৌন জননের উদাহরণসহ সংজ্ঞা লেখো |


অধ্যায় 2: সপুষ্পক উদ্ভিদের যৌন জনন

MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)

1. একটি সস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদ হল :
(a) ভুট্টা (b) রেড়ি (c) ছোলা (d) মটর


2. দ্বিনিষেকের ফলে উৎপন্ন হয় :
(a) হ্যাপ্লয়েড নিউক্লিয়াস (b) ডিপ্লয়েড নিউক্লিয়াস (c) ট্রিপ্লয়েড নিউক্লিয়াস (d) টেট্রাপ্লয়েড নিউক্লিয়াস


3. জেনোগ্যামির উদাহরণ হল :
(a) পাথরকুচি (b) কুমড়ো (c) আম (d) রাস্না


4. বহুভ্রুণতা দেখা যায় :
(a) লেবুতে (b) ডুমুরে (c) নাসপাতিতে (d) চালতায়


5. একটি উদ্ভিদের রেণুমাতৃকোশে 24টি ক্রোমোজম থাকলে, সস্যতে কটি ক্রোমোজম থাকবে ?-
(a) 24টি (b) 12টি (c) 48টি (d) 36টি


6. স্থায়ী বৃতি দেখতে পাওয়া যায় –
(a) বেগুনে (b) চালতায় (c) আমে (d) লাউয়ে


7. নিম্নলিখিত কোন অংশটি ফুলের আত্মরক্ষায় সাহায্য করে ?-
(a) ডিম্বাশয় (b) পুংকেশর (c) ভ্রুণস্থলী (d) বৃত্যাংশ


8. ইতর পরাগযোগের অপর নাম -
(a) অ্যালোগ্যামি (b) হোমোগ্যামি (c) জেনোগ্যামি (d) পোরোগ্যামি


9. ম্যালাকোফিলিতে যে প্রাণীর দ্বারা পরাগযোগ ঘটে সেটি হল:
(a) শামুক (b) বাঁদুড় (c) মৌমাছি (d) পিপঁড়ে


10. এন্টোমোফিলি হল –
(a) বায়ু পরাগী (b) পতঙ্গ পরাগী (c) পক্ষী পরাগী (d) পিপঁড়ে পরাগী


অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)

1. গেইটোনোগ্যামি কী ?


2. চ্যালাজোগ্যামি কী ?


3. পেরিস্পার্ম কী ?


4. পুষ্পপুট কী ?


5. স্পোরোপোলেনিন কী ?


6. দ্বিনিষেক কী ?


7. বহুভ্রুণতা কী ?


8. পার্থেনোকার্পি কী ?


9. ট্যাপেটাম কী ?

 

10. পলিনেটর কী ?


সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2 )

1. পরাগযোগের বিভিন্ন প্রকারভেদগুলি লেখো |


2. বহুভ্রুণতা কী ? উদাহরণ দাও |


3. স্বপরাগযোগের দুটি বৈশিষ্ট্য লেখো |


4. ইতর পরাগ্যোগের দুটি বৈশিষ্ট্য লেখো |


5. পার্থেনোজেনেসিস কী ? উদাহরণ দাও |


6. সংকরায়নের সময় পুরুষত্বহীন করার পদ্ধতি কেন ব্যবহৃত হয় ?


7. টেস্টা ও টেগমেন কী ?


8. দ্বিনিষেক কী ? এটি কোথায় ঘটে ?


9. সাইনারজিডস কী?


10. অ্যাপমিক্সিস কী? উদাহরণ দাও |


সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3)

1. বায়ু পরাগী, পতঙ্গ পরাগী ও জল পরাগী ফুলের দুটি করে বৈশিষ্ট্য লেখো |


2. স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের তিনটি পার্থক্য লেখো |


3. অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে তিনটি পার্থক্য লেখো |


4. পার্থেনোকার্পি ও পার্থেনোজেনেসিস বলতে কী বোঝো ? প্রত্যেকের উদাহরণ লেখো |


5. সস্যল ও অসস্যল বীজের উদাহরণ সহ পার্থক্য লেখো |


রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)

1.সস্য ও ভ্রুণ গঠনের উল্লেখসহ সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো |


2. ইতর পরাগযোগ কাকে বলে ? ইতর পরাগযোগের কৌশলগুলির বিবরণ দাও |


3. স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের চিত্রসহ গঠন সম্পর্কে লেখো |


4. দ্বিনিষেক কাকে বলে? দ্বিনিষেক প্রক্রিয়াটি বর্ণনা করো |


5. ভ্রুণের পরিস্ফুটন বর্ণনা করো |

 

অধ্যায় 3: মানুষের জনন

MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)

1. ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন নিঃসৃত হয়?-
•    ইস্ট্রোজেন
•    টেস্টোস্টেরন
•    LH
•    প্রোজেস্টেরন


2. কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন ঘটায় ? –
•    ADH
•    FSH
•    LH
•    থাইরক্সিন


3. রজঃচক্র নিয়ন্ত্রণকারী হরমোন হলো:
•    ইস্ট্রোজেন
•    FSH
•    LH
•    থাইরক্সিন


4. দুগ্ধ নিঃসরণের জন্য দায়ী হরমোনটি হলো:
•    প্রোল্যাকটিন
•    থাইরক্সিন
•    LH
•    STH


5. শুক্রাণু উৎপাদনের পর তাদের পরিণতিকে বলে –
•    স্পার্মিওজেনেসিস
•    স্পার্মাটোজেনেসিস
•    স্পার্মাটোসাইটোজেনেসিস
•    গ্যামেটোজেনেসিস


6. ওভিউলেশন ঘটে মাসিক যৌন চক্রের –
•    7 দিনে
•    14 দিনে
•    21 দিনে
•    28 দিনে


7. কোলস্ট্রামে কোন ভিটামিন থাকে –

•    ভিটামিন A
•    ভিটামিন C
•    ভিটামিন D
•    ভিটামিন K


8. সারটোলি কোষের কাজ হলো –
•    শুক্রাণুকে পুষ্টি জোগানো
•    শুক্রাণু উৎপাদন করা
•    নিষেক প্রক্রিয়া ঘটানো
•    হরমোন সংশ্লেষ করা 


9. স্তন্যপায়ী প্রাণীর নিষেক স্থান :
•    ডিম্বাশয়
•    জরায়ু
•    জরায়ুর ফান্ডাস
•    ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশ


10. 16 কোশ দশার ভ্রুণকে বলে –
•    ক্লিভেজ
•    মরুলা
•    ব্লাস্টুলা


অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)

1. ক্রিপ্টরকিডিজম কী ?


2. মেনার্কি কাকে বলে ?


3. রেটিটেস্টিস কী ?


4. শুক্র উৎপাদক নালিকার অপর নাম কী ?


5. কোন হরমোনের প্রভাবে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় এবং কোন হরমোনের প্রভাবে দুগ্ধ ক্ষরণ শুরু হয় ?


6. ল্যাকটোজেনিক হরমোনটির নাম লেখো |


7. মেনোপজ কী ?


8. কাউপার গ্রন্থির কাজ লেখো |


9. স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিটির নাম লেখো |


10. কোলস্ট্রামে কী ধরনের অ্যান্টিবডি থাকে ?


সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2 )

1.ফ্যালোপিয়ান নালি কী? এর কাজ লেখো |

2. সারটোলি কোশের কাজ কী?

3. পুরুষ ও মহিলার জনন কোশের মধ্যে পার্থক্য লেখো |

4. স্পার্মিওজেনেসিস কাকে বলে?

5. স্পার্মিয়েশন কাকে বলে?

6. ঋতুচক্র কী?

7. অ্যাম্ফিমিক্সিস কী?

8. মেনার্কি ও মেনোপজের দুটি পার্থক্য লেখো |

9. রজঃচক্র ও ঋতুচক্রের মধ্যে দুটি পার্থক্য লেখো |

10. রজঃস্রাব কী?

11. কোলস্ট্রাম কী? এর গুরুত্ব লেখো |

12. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরণ এর দুটি করে কাজ লেখো |

13. লেডিগ কোশ কী? এর প্রধান কাজ লেখো |

14. ভ্রুণ কোন অবস্থায় কোথায় রোপিত হয়?

15. অ্যাক্রোজোম বিক্রিয়া কী?


সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3)

1. শুক্রাশয় কিভাবে জনন পদ্ধতিতে সাহায্য করে |

2. শুক্রাণু অথবা ডিম্বাণুর গঠন লেখো |

3. কর্পাস লিউটিয়াম বা পীতগ্রন্থি কী? এর গুরুত্ব লেখো |

4. অ্যামনিওসেন্টেসিস কাকে বলে?

5. ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলার প্রধান তিনটি পার্থক্য লেখো |

রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)

1. মানুষের পুংজননতন্ত্রের চিত্রসহ গঠন বর্ণনা করো |

2. রজঃচক্র কাকে বলে? রজঃচক্রের বিভিন্ন দশাগুলি সংক্ষেপে বর্ণনা করো |

3. নিষেক কী? মানুষের নিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো |

4. ঊজেনেসিস কাকে বলে? চিত্রসহ ঊজেনেসিস পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো |

5. চিত্রসহ ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো |

অধ্যায় 4: জননগত স্বাস্থ্য

 

 MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)

 1. গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো:

  • থাইরক্সিন
  • অক্সিটোসিন
  • প্রোজেস্টেরন
  • টেস্টোস্টেরন


2. কপার-T লুপ প্রতিরোধ করে :

  • ডিম্ব নিঃসরণ
  • জাইগোট গঠন
  • নিষেক
  • ক্লিভেজ


3. STD হলো

  • গনোরিয়া
  • AIDS
  • সিফিলিস
  • সবগুলি


4. অ্যামনিওসেন্টেসিস যে রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় তা হল:

  • ভ্রুণের বংশানুক্রমিক রোগ
  • হার্টের রোগ
  • মস্তিস্কের রোগ
  • ফুসফুসের রোগ


5. গর্ভনিরোধক বড়িতে প্রোজেস্টেরন থাকে কারণ :

  • নিষেক প্রতিরোধ করে
  • ডিম্ব নিঃসরণে বাধাদান করে
  • জাইগোটের রোপণ প্রতিহত করে
  • কোনটিই নয় 


6. নিচের কোনটি বন্ধ্যাত্বকরণ পদ্ধতি

  • ডায়াফ্রাম
  • IUDs
  • টিউবেকটমি
  • সবকটিই


7. কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি

  • শুক্রাণুনাশক জেলি
  • IUCD
  • ডায়াফ্রাম
  • গর্ভনিরোধক বড়ি


8. কোন গর্ভনিরোধক পদ্ধতি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য

  • টিউবেকটমি
  • ভাসেকটমি
  • ডায়াফ্রাম
  • কপার-T


9. HIV কী জাতীয় ভাইরাস? -

  • RNA ভাইরাস
  • DNA ভাইরাস
  • RNA ও DNA
  • RNA ব্যাকটেরিয়া


10. ভারতবর্ষের সবচেয়ে গ্রহণযোগ্য গর্ভনিরোধক পদ্ধতি হল:

  • IUD
  • টিউবেকটমি
  • ডায়াফ্রাম
  • গর্ভনিরোধক বড়ি


 অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)

1. STD এর পুরো নামটি লেখো |

2. AIDS এর পুরো নাম লেখো |

3. AIDS রোগ নির্ণয়ের একটি পদ্ধতির নাম লেখো |

4. গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো |

5. সারোগেট মাতা বলতে কী বোঝো ?

6. গনোরিয়ায় দেহের কোন অংশগুলিআক্রান্ত হয় ?

7. জন্ম নিয়ন্ত্রণের দুটি স্থায়ী পদ্ধতির নাম লেখো |

8.একটি মৌখিক গর্ভনিরোধকের নাম লেখো |

9. IVF এর পুরো নামটি লেখো |

10. অ্যামনিওসেন্টেসিসের একটি অপব্যবহার লেখো |

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)

1. AIDS এর লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো |

2. ভাসেকটমি ও টিউবেকটমি কী?

3. ZIFT ও GIFT এর সম্পূর্ণ নাম লেখো |

4. শুক্রাণু ও ডিম্বাণু ব্যাংক কী?

5. MTP কী? কোন কোন ক্ষেত্রে এর প্রয়োজন হয় |

6. স্ত্রী বন্ধ্যাত্বতার দুটি কারণ লেখো |

7. মৌখিক গর্ভনিরোধক বড়ি কিভাবে কাজ করে ?

8. ভ্রুণের স্থানান্তরণ কী?

9. GIFT কী?

10. IVF কী?

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3)

1. হেপাটাইটিস-B রোগের উপসর্গ কী? এই রোগ কিভাবে প্রতিরোধ করা যায় ?

2. AIDS রোগের প্যাথোজেন, রোগের বিস্তার ও প্রতিকার সম্বন্ধে লেখো |

3. IVF কী ? এর গুরুত্ব লেখো |

4. অ্যামনিওসেন্টেসিস কী? এর তাৎপর্য লেখো |

5. জননগত স্বাস্থ্যের তিনটি তাৎপর্য লেখো |

 

রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)

1. গনোরিয়া ও সিফিলিস রোগের লক্ষণ, রোগবিস্তার ও দমন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো |

2. জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে লেখো | গর্ভপাত কী ?

অধ্যায় 5: বংশগতি ও বিভেদ

 

 MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)

 1. যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে-

  • মাল্টিপল অ্যালিল
  • এপিস্ট্যাসিস
  • প্লিওট্রপি
  • অসম্পূর্ণ প্রকটতা

2. মেন্ডেলতত্বের ব্যতিক্রম হল:

  • সহ-প্রকটতা 
  • লিংকেজ
  • অসম্পূর্ণ প্রকটতা
  • সবকটি

3. টার্নার সিনড্রোমে কোনটি দেখা যায় ?-

  • XO
  • XXX
  • XXY
  • XYY

4. হিমোফিলিয়ার জন্য দায়ী জিন -

  • Y-ক্রোমোজম বাহিত প্রছন্ন প্রকৃতির
  • X- ক্রোমোজম বাহিত প্রকট প্রকৃতির
  • Y- ক্রোমোজম বাহিত প্রকট প্রকৃতির
  • X-ক্রোমোজম বাহিত প্রছন্ন প্রকৃতির

 

 অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)

1. জিনের সংজ্ঞা লেখো |

2. মাল্টিপল জিন কী ?

3. TDF এর সম্পূর্ণ নাম কী ?

4. বংশগতির সংজ্ঞা লেখো |

5. কাইনেটোকোর কী ?

6. টেস্ট ক্রস কী ?

7. মানুষের লিঙ্কেজ গ্রুপ কত ?

8. টেস্ট ক্রসের গুরুত্ব লেখো |

9. 'এক জিন এক উৎসেচক'- মতবাদটি কার ?

10. সিকল সেল অ্যানিমিয়ার কারণ কী ?

 

 সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)

1. নিউক্লিওজোম কী?

2. ইউক্রোমাটিন কী?

3.বারবডি কী ?

4. হেটারোক্রোমাটিন কী?

5. ক্রিস-ক্রস উত্তরাধিকার কী ?

6. প্রোটানোপিয়া ও ডিউটেরানোপিয়া কী?

7. ব্যাক ক্রস ও টেস্ট ক্রসের পার্থক্য লেখো |

8. এপিস্ট্যাসিস কী ?

9. এরিথ্রোব্লাস্টেসিস ফিটালিস কী?

10. সহপ্রকটতা কী? উদাহরণ দাও |

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3)

1.সেক্স ক্রোমোজোম কাকে বলে ? মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি লেখো |

2. ক্রসিংওভার কী? এর তাৎপর্য কী?

3. মাল্টিপল অ্যালিল কী? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও |

4. নিউক্লিওজোম এর গঠন বর্ণনা দাও |

5. মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভুমিকা লেখো | বংশগতির তত্বের আবিষ্কারক কারা ?

 

রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)

1. থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণ গুলি লেখো | সেক্স লিংকড উত্তরাধিকার বলতে কী বোঝো ?

2. ক্লাইনফেল্টার সিনড্রোমের বৈশিষ্ট্য লেখো | 

3. লিংকেজ কাকে বলে? লিংকেজের বিভিন্ন প্রকারগুলি কী কী? উদাহরণ দাও |

অধ্যায় 6: বংশগতির আণবিক ভিত্তি

 

 MCQ Type Questions (প্রতিটি প্রশ্নের মান 1)

 

1. কোন অ্যামিনো অ্যাসিডের জেনেটিক কোড 'AUG'-

  • মিথিওনিন
  • টাইরোসিন
  • ভ্যালিন
  • সেরিন


2. DNA রেপ্লিকেশন ঘটে ক্রোমোজমের কোন দশায়:

  • G1 দশায়
  • G2 দশায়
  • S দশায়
  • G0 দশায়


3. অ্যামিনো অ্যাসিড সংশ্লেষের জন্য কটি কার্যকরী কোডন আছে:

  • 61
  • 32
  • 64
  • 60


4. ল্যাক ওপেরনে ল্যাকটোজের ভূমিকা হল:

  • রিপ্রেসর
  • কো-রিপ্রেসর
  • কো-ইন্ডিউসার
  • ইনডিউসার


5. t-RNA এর ত্রিমাত্রিক আকার কীরূপ:

  • X-আকৃতির
  • L আকৃতির
  • Y আকৃতির
  • ক্লোভার লিফ এর মতো


6. নিউকিওজোমের উপাদান হল:

  • হিস্টোন
  • DNA
  • হিস্টোন ও DNA উভয়ই
  • RNA ও DNA


7. RNA থেকে DNA প্রস্তুতিতে কোন উৎসেচক প্রয়োজন

  • RNA পলিমারেজ
  • DNA পলিমারেজ
  • রিভার্স ট্রান্সক্রিপটেজ
  • হেলিকেজ


8. mRNA থেকে প্রতিন সংশ্লেষের প্রক্রিয়াকে বলে:
রেপ্লিকেশন
ট্রান্সক্রিপশন
লাইগেশন
ট্রান্সলেশন

 

 অতি-সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1)

1. Split জিন কী ?


2. রিভার্স ট্রান্সক্রিপশন কী?


3. ওকাজাকি খন্ড কী?


4. VNTR এর সম্পূর্ণ নাম লেখো |


5. CAP এর সম্পূর্ণ নাম লেখো |


6. জিনপুল কী?


7. হোলান্ড্রিক জিন কী?


8. এক্সন ও ইনট্রন কী?


9. DNA ফিঙ্গারপ্রিন্টিং এর আবিষ্কারক কে?


10. কোডন কাকে বলে?


11. ননসেন্স কোডন কী?

 

 সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)

1. DNA প্যাকেজিং কাকে বলে?


2. চারগোফের সূত্রটি লেখো |


3. জেনেটিক কোড বলতে কী বোঝো?


4. নিউক্লিওজোমের গঠন বর্ণনা করো?


5. লিডিং স্ট্র্যান্ড ও ল্যাগিং স্ট্র্যান্ড কাকে বলে?


6. নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড কী?

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3)

1. জেনেটিক কোডের বৈশিষ্ট্য লেখো |


2. রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন পদ্ধতির পার্থক্য লেখো |


3. ট্রান্সলেশন পদ্ধতির প্রাথমিক পর্যায়টি বর্ণনা করো |


4. ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন এর পার্থক্য লেখো |


5. t-RNA এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো |

 

রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)

1. আণবিক জীববিদ্যার সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝো ? ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো |


2. ল্যাক ওপেরনের বিভিন্ন অংশগুলি উল্লেখ করো | ল্যাক ওপেরনের ক্রিয়া পদ্ধতি লেখো |


3. Human Genome Project (HGP) কী? এর উদ্দেশ্য লেখো |


BIOLOGY Suggestions PART 2





Tags: WBCHSE Biology Suggestions 2021, HS Biology Suggestions 2021, WBCHSE Class 12 Biology Suggestions, West Bengal Board Class 12 Biology Suggestions 2021, Bio Suggestions 2021, উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশনস 2021, বায়োলজি সাজেশনস 2021

উপরের সাজেশন গুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook 
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

 Ⓒ Esho Seekhi Online Education Platform

All Rights Reserved

 

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post