প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেনীর গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যা উচ্চমাধ্যমিক পরীক্ষা 2021 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ | (WBCHSE HS Suggestions 2021)
WBCHSE Class 12 Math Suggestions 2021
Unit 6: Probablity
MCQ Type Questions
1.এক জোড়া ছক্কা চালা হলে,প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
a.0
b.$\small \frac{1}{3}$
c..$\small \frac{1}{12}$
d..$\small \frac{1}{36}$
2.দুটি ঘটনা A ও B কে অনপক্ষে বলা হয়, যদি
a.A ও B ঘটনাদ্বয় পরস্পর বিছিন্ন
b.$\small P(A^c \cap B^c)=[1-P(A)][1-P(B)]$
c.$\small P(A)=P(B)$
d.$\small P(A)+P(B)=1$
3.যদি $\small P(A)=\frac{3}{8}, P(B)=\frac{1}{2}$ এবং $\small P(A \cap B)=\frac{3}{8}$ হয়, তবে $\small P(A^c/B^c)$ এর মান হল:
a.$\small \frac{1}{4}$
b.$\small \frac{3}{4}$
c.$\small \frac{1}{8}$
d.$\small \frac{3}{8}$
4.যদি $\small P(E_1)=\frac{3}{4}, P(E_2)=\frac{1}{4}, P(A/E_2)=\frac{3}{4}, P(A/E_1)=1$ হয়, তবে $\small P(E_1/A)$ এর মান কত?
a.$\small \frac{1}{13}$
b.$\small \frac{2}{13}$
c.$\small \frac{12}{13}$
d.$\small \frac{6}{13}$
অতি সংক্ষিপ্ত প্রশ্ন:
1.কোনো দম্পতির দুটি শিশু সন্তান আছে| এদের মধ্যে একটি ছেলে অপরটিও ছেলে হওয়ার সম্ভাবনা কত?
2.$\small P(\frac{A^c}{B})=\frac{P(A)-P(AB)}{1-P(B)}$
3.$\small P(E)=0.6$ ও $\small P(F)=0.3$ হলে, এবং $\small P(E\cap F)=0.2$ তাহলে$\small P(E/F)$ ও $\small P(F/E)$ মান কত?
4.যদি $\small A$ ও $\small B$ ঘটনাদ্বয় অনপেক্ষ হয়, তবে দেখাও যে $\small A$ ও $\small B$ ঘটনাদ্বয়ের অন্ততপক্ষে একবার ঘটার সম্ভাবনা $\small 1-P(A^c)(B^c)$.
সংক্ষিপ্ত প্রশ্ন:
1.একটি ব্যাগে 5 টি সাদা,7 টি লাল এবং 4 টি কালো বল আছে|যদি a. পুনঃস্থাপন করে b.পুনঃস্থাপন না করে ব্যাগটি থেকে এক এক করে 4 টি বল তোলা হয়, তবে কোনোটিই সাদা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো |
2.দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় 30% ছাত্র পদার্থবিদ্যা ফেল করে,25% ছাত্র গণিতে ফেল করে এবং 10% ছাত্র ছাত্র উভয় বিষয়ে ফেল করে| যথেচ্ছ একজন ছাত্র নির্বাচন করা হল| নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে সম্ভাবনা নির্ণয় করো:
a.সে গণিতে ফেল করে,যদি পদার্থবিদ্যায় ফেল করে
b.সে পদার্থবিদ্যায় ফেল করে,যদি সে গণিতে ফেল করে
c.সে পদার্থবিদ্যায় অথবা গণিতে ফেল করে
3. কোনো একটি কারখানায় A,B,C এই তিনরকম মেশিন যথাক্রমে 25%,35% এবং 40% বল্টু প্রস্তুত করে | বল্টুগুলির যথাক্রমে 5%,4% এবং 2% ত্রুটিপূর্ণ হয়| উত্পাদিত বল্টুগুলি থেকে যথাক্রমে একটি বল্টু নেওয়া হল এবং দেখা গেল এটি ত্রুটিপূর্ণ | এটি B মেশিনে প্রস্তুত হওয়ার সম্ভাবনা কত?
4) 52 টি তাসের প্যাকেট থেকে পুনঃস্থাপন না করে দুটি তাস টানা হল|উভয় তাসই কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো |
Tags: WBCHSE math Suggestions 2021, HS math Suggestions 2021, WBCHSE Class 12 math Suggestions, West Bengal Board Class 12 math Suggestions 2021, math Suggestions 2021, উচ্চমাধ্যমিক গণিত সাজেশনস 2021, গণিত সাজেশনস 2021, Important questions from Probability for HS 2021, WBCHSE Math Suggestions Probability, Probability Suggestions
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.