CENSUS Report 2011 Important Questions with answers | 2011 আদমশুমারি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | এসো শিখি -Esho Seekhi

Census-2011-Report-Important-Questions-PDF-Download

 

আজ আমরা আলোচনা করবো আমাদের ভারতের কিছু গুরুত্বপূর্ণ ভৌগলিক ও জনসংখ্যাগত তথ্য নিয়ে | এই পোস্টে আমরা আলোচনা করবো 2011 সালের আদমশুমারির রিপোর্ট এর বিভিন্ন তথ্যগুলি | এই তথ্যগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ |

 

Census 2011 Report : Important Questions with Answers



1. ভারতে প্রথমবার কার নেতৃত্বে কোন সালে প্রথম বার জনগণনা করা হয়?
উত্তর: লর্ড মায়োর (Lord Mayo) নেতৃত্বে ১৮৮১ সালে ।

2. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঋণাত্বক হারে বৃদ্ধির পাচ্ছে?
উত্তর: নাগাল্যান্ড

3. ভারতের কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে কম হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
উত্তর: লক্ষদ্বীপ

4. ভারতের কোন রাজ্যে শহুরে জনসংখ্যা(Urban Population) সর্বাধিক?
উত্তর: মহারাষ্ট্র

5. ভারতের কোন রাজ্যে শহুরে জনসংখ্যা(Urban Population) সর্বনিম্ন?
উত্তর: গ্যাংটক 

আরও পড়ুন: 50টি গুরুত্বপূর্ণ Full Form


6. ভারতে কত শতাংশ জনসংখ্যা শহরে বসবাস করে?
উত্তর: 31.36%

7. ভারতে কত শতাংশ জনসংখ্যা গ্রামে বসবাস করে?
উত্তর: 68.84%

8. ভারতের সর্বমোট রাজ্যের সংখ্যা কত?
উত্তর: 640টি

9. ভারতের কোন রাজ্যে রাজ্যে জনসংখ্যা সর্বনিম্ন?
উত্তর: দিবাং ভ্যালি (Dibang Valley)

10. ভারতের কোন রাজ্যে রাজ্যে জনসংখ্যা সর্বোচ্চ?
উত্তর: থানে (Thane) 

আরও পড়ুন: অস্কার পুরস্কার 2021 GK কুইজ


11. ভারতে কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর: বিহার

12. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে  জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ?
উত্তর: দাদরা নগর হাভেলি(DNV)

13. ভারতের প্রথম রেজিষ্টার জেনারেল কে?
উত্তর: MWM Yeatts (১৯৫১)

14. ভারতের বর্তমান রেজিষ্টার জেনারেল কে?
উত্তর: Vivek Joshi(২০২১)

15. ভারতের প্রথমবার কবে Caste Census করা হয়?
উত্তর: ১৯৩১

16. ভারতের স্বাক্ষরতার হার কত?
উত্তর: ৭৪.০৪%

17. ভারতের পুরুষ স্বাক্ষরতর হার কত?
উত্তর: ৮২.১৪%

18. ভারতের মহিলার স্বাক্ষরতর হার কত?
উত্তর: ৬৫.৪৬%

19. ভারতের কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক?
উত্তর: উত্তরপ্রদেশ/ দিল্লি

20. ভারতের কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে  জনসংখ্যা সর্বনিম্ন?
উত্তর: সিকিম/ লাক্ষাদ্বীপ  

21.ভারতে সর্বমোট গ্রামের সংখ্যা কত?
উত্তর: ৬৪০৮৬৭

22. ভারত পুরো বিশ্বের কত শতাংশ আয়তন জুড়ে আছে?
উত্তর: ২.৪%

23. ভারতের জনসংখ্যা পুরো বিশ্বের জনসংখ্যার কত শতাংশ জুড়ে আছে?
উত্তর: ১৭.৬৪%

24. ভারতের SC কত শতাংশ আছে?
উত্তর: ১৬.২%

25. ভারতের ST কত শতাংশ আছে?
উত্তর: ৮.২%

26. ভারতের কোন রাজ্যে স্বাক্ষরতার হার সর্বাধিক?
উত্তর: কেরালা

27. ভারতের কোন রাজ্যে স্বাক্ষরতার হার সর্বনিম্ন?
উত্তর: বিহার

28. ভারতের পুরুষ ও মহিলার অনুপাত কত?
উত্তর: মহিলা : পুরুষ (৯৪০:১০০০)

29. ভারতের কোন রাজ্যে পুরুষ : মহিলা সর্বাধিক?
উত্তর: ১০৮৪:১০০০, কেরালা।

30. ভারতের কোন রাজ্যে পুরুষ : মহিলা সর্বনিম্ন?
উত্তর: দমন দিউ (৬১৮:১০০০)

31. ভারতের জনঘনত্ব কত?
উত্তর: ৩৮২

32. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন?
উত্তর: অরুণাচল প্রদেশ

33. ভারতের সর্বমোট কটি শহরে জনসংখ্যা ১০ লাখের বেশি?
উত্তর: ৫৩ টি

34. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বোচ্চ?
উত্তর: বিহার।

35. ভারতে বর্তমানে কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?
উত্তর: ২৮ টি রাজ্য, ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল

36. ২০১১ এর আদমশুমারি স্লোগান কী ছিল?
উত্তর: Our Census Our future

37. ভারতের সব থেকে বড় রাজ্য কোনটি?
উত্তর: রাজস্থান

38. ভারতে কোন রাজ্যে সর্বাধিক গ্রাম রয়েছে?
উত্তর: উত্তরপ্রদেশ

39. ভারতের কোন রাজ্যে সর্বনিম্ন গ্রাম রয়েছে?
উত্তর: সিকিম

40. ভারতের কোন শহরে স্বাক্ষরতার হার সর্বাধিক?
উত্তর: Serchip (মিজোরাম)

42. ভারতের কোন শহরে স্বাক্ষরতার হার সর্বনিম্ন?
উত্তর: Alirajpur (মধ্য প্রদেশ)

43. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর কোনটি?

উত্তর: মুম্বাই

44. ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট শহর কোনটি?
উত্তর: কাপুরথালা

45. ভারতের Life Expectancy কত?
উত্তর: ৬৯-৭২

46. ভারতের MMR কত?
উত্তর: ১৭৪ মৃত্যু/১০০০০০

47. ভারতের IMR কত?
উত্তর: ৩৪/১০০০(২০১৬ সালে)
          ৩২/১০০০(২০১৭ সালে)

48. ভারতের বর্তমান TFR কত?
উত্তর: ২.২ (২০২০ সালে)

49. ভারতের কোন রাজ্যে TFR সর্বাধিক?
উত্তর: বিহার 

50. ভারতের কোন রাজ্যে TFR সর্বনিম্ন?
উত্তর: সিকিম

51. ভারতের পরবর্তী আদমশুমারি কবে হবে?

উত্তর: 2021 সালে


Esho-Seekhi-Facebook



Tags: census 2011 questions and answer pdf in bengali, census 2011 pdf download, census 2011 mpsc, census 2011 wbsc, census 2011 wb competitive exams, census 2011 report, census 2011 important questions pdf download,
census 2011 important questions in bengali,
census 2011 important questions and india,

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post