প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর আমাদের পরিবেশ এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Amader Paribesh 2021)
WBBSE Class 5
MODEL ACTIVITY TASK 2021
১ ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাঁড়ের নাম - ক) ভার্টিব্রা খ) টিবিয়া গ) হিউমেরাস ঘ) ফিমার
উত্তর: হিউমেরাস
১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো - ক) গোরু খ) ছাগল গ) শিয়াল ঘ) ভেড়া
উত্তর: শিয়াল
১.৩ যে প্রাণীটি অমেরুদন্ডী সেটি হলো - ক) রুইমাছ খ) কেঁচো গ) কাক ঘ) কুকুর
উত্তর: কেঁচো
২. একটি বাক্যে উত্তর দাও:
২.১ কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ?
উত্তর: যক্ষ্মা বা টিবি রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় |
২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ?
উত্তর: হৃৎপিন্ড
২.৩ কোন ধরনের মাটিতে কাদা ও বালির পরিমান প্রায় সমান পরিমাণে থাকে ?
উত্তর: দোয়াঁশ মাটি |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর: আমাদের চেনা দুটি রাসায়নিক প্রক্রিয়ার উদাহরণ হলো :
(i) লোহার তৈরি জিনিসপত্রে মরিচা ধরে যাওয়া ।
(ii) দুধ থেকে দই তৈরি হওয়া ।
৩.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো ?
উত্তর:
(i) বৃষ্টির জল ধরে সেই জলকে খরার সময় সেচ কাজে ব্যবহার করাযেতে পারে | এর ফলে খরার সময় জলের সমস্যার সমাধান করা সম্ভব |
(ii) টিনের চাল বা ছাদের ওপরে বৃষ্টির সময় যে জল পড়ে সেই জলকে পাইপের মাধ্যমে সংরক্ষণ করে গৃহস্থালীর নানা কাজকর্মে ব্যবহার করা যেতে পারে |
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ মাটি কিভাবে তৈরী হয় ?
উত্তর: বায়ু, জল, জীবাণু ও নানা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ভূত্বকের শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে সূক্ষ্ম পদার্থের হালকা ও শিথিল অংশ তৈরী করে । এই হালকা ও শিথিল অংশ পরবর্তীতে মাটির আকার ধারণ করে । এভাবেই নানা রকমের প্রাকৃতিক কার্যকলাপের মাধ্যমে মাটি বা মৃত্তিকা তৈরী হয় |
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.