[PART 4] WBBSE Class 5 Health and Physical Education Model Activity Task Solutions | পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান



wbbse-class5-model-activity-task-solutions-health-and-physical-education-part4



প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Health and Physical education 2021)


WBBSE Class 5

MODEL ACTIVITY TASK 2021

স্বাস্থ্য  ও শারীরশিক্ষা
PART 4


১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (√) চিহ্ন  দাও।

(ক) রাস্তা পার হওয়ার সময় কী করতে হয় ?

উত্তর: (a) চারিদিকে  দেখে  রাস্তা পার হতে হয়  

 

(খ) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার  করতে হয় ?

উত্তর: জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারী রাস্তা পার হওয়ার সময় 

 

(গ) জেব্রা ক্রসিং-এ কী রং এর দাগ থাকে?

উত্তর: সাদা কালো দাগ থাকে 

 

(ঘ) কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে?

উত্তর: সবুজ আলো  জ্বললে 

 

(ঙ)যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রং এর আলোর সংকেত দেয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে?

উত্তর: গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে 

 

(চ)  যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কী করতে হবে?

উত্তর: সাথে সাথে গাড়ি চালাতে হবে 

 

(ছ) ট্রাফিক পুলিশ কী কাজ করে?

উত্তর: ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় ও আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে 

 

(জ) রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত?

উত্তর: ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে।

 

(ঝ) যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার কোনদিক দিয়ে হাঁটে হয়?

উত্তর: রাস্তার বাম দিক দিয়ে।

 

(ঞ) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন?

উত্তর: দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনো পথচারী।

 

২। তোমরা সবাই ছবি এঁকে রং করো।

নিজেরা ছবি এঁকে রং করে নেবে |

৩। তোমরা সবাই ছবি এঁকে রং করো।

নিজেরা ছবি এঁকে রং করে নেবে |


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook



Tags: model activity task 2021 class 5 all subject, class 5 model activity task 2021, model activity task class 5 health and physical education 2021, model activity task class 5 health and physical education answers, model activity task class 5 health and physical education, model activity task class 5 science answers, WBBSE Class 5 Amader Paribesh Model Activity Task Answers, Class 5 Model Activity Task Answers Science, পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post