প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task History 2021)
WBBSE Model Activity Task 2021
Class 8
পরিবেশ ও ইতিহাস
১) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:
(ক) ১৭১৭ খ্রিষ্টাব্দে _______ কে বাংলার নাজিম পদ দেওয়া হয় |
উত্তর: মুর্শিদকুলি খান
খ) ১৭২২ খ্রিষ্টাব্দে_______এর নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে ।
উত্তর: সাদাৎ খান
গ) ১৭২৪ খ্রিষ্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন _________ |
উত্তর: নিজাম-উল-মূলক
২) সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো:
উত্তর:
৩) সংক্ষেপে উত্তর দাও (৩০ -৪০ টি শব্দে)
ক) কে, কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন ?
উত্তর : কোম্পানি-প্রশাসনের অধীনে আমলাতন্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস অর্থাৎ অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন | ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যেই মূলত সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস | তার ধারণা ছিল, উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না | ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি-প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনরকম উপহার দেওয়া বন্ধ করে দেন | তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস |
খ) ব্যাপ্টিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করে ছিল ?
উত্তরঃ হুগলী জেলার শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন খ্রিষ্টধর্ম প্রচার ও শিক্ষাবিস্তাররে কাজ শুরু করে। উইলিয়াম কেরি, ফ্রাসোয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড- এই তিন জনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ি রূপে শিক্ষা বিস্তারে সাহায্য করে। এঁরা ছাপাখানা প্রতিষ্ঠা, ২৬ টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন ।
৪)নিজের ভাষায় লেখো ( ১২০ - ১৬০ শব্দে )
জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল ?
উত্তরঃ কোনো নির্দিষ্ট জনপদে একটি নির্ধারিত হারে রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে জমির অবস্থান, তার প্রমিত পরিমাপ ও মালিকানা নির্ণয়ের জন্য পরিচালিত জরিপ হল ভূমি জরিপ। ভূমি পরিমাপ এবং ভূমির কর নির্ধারণের ও তার পাশাপাশি কর আদায়ের একটি নিয়মিত ব্যবস্থা প্রবর্তন করেন শেরশাহ। পরবর্তীতে সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডর মল জমির জরিপ, পরিমাপের একটি একক এবং এই সাথে জমির সঠিক কর নির্ধারণের পদক্ষেপ গ্রহন করেন। বাংলা, বিহার, উড়িষ্যায় জমির খাজনা ক্রমেই বৃদ্ধি পায় তাঁর কর নির্ধারণের আওতায়। জমিতে উৎপন্ন ফসলের নির্ধারিত একাংশ হিসেবে ভূমিরাজস্ব আদায় করা হত এই সময়ে। ১৭৬৫ সালে টোডরমলের কর নির্ধারণ ব্যবস্থাটি কোম্পানি বাংলার রাজস্ব ব্যবস্থার নিয়ন্ত্রন গ্রহনের আগে পর্যন্ত প্রচলিত ছিল। এরপর যদিও ১৮৬৫ ও ১৭৫০ সালে এ ব্যবস্থার কিছু কিছু উন্নতি সাধন করা হয়। জমির মাটির শ্রেণীবিভাগ ও আবাদি জমির পরিমাপের ওপর ভিত্তি করে কর নির্ধারণ করা হয়ে থাকলেও বাংলা ও তার বাইরের প্রদেশগুলিতে বাস্তবিক পক্ষে কোণও জরিপ পরিচালনা করা হয়নি। এই সময় বেশ কিছু বড় এলাকার কৃষিখামার বা তামলুক হিসাবে আমিল বা রাজস্ব সংগ্রহের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছিল। জমির কর নির্ধারণ ও সংগ্রহের বিষয়টি আপাতভাবে ছিল আমিলদের নিজস্ব ব্যবস্থার আওতায়। সাবেক শাসকরা ১৭৬৯ এর পর বাঙালী কর্মকর্তাদের মাধ্যমে রাজস্ব আদায়ের কাজ দেখাশোনার জন্য নিয়োগ করেন তত্ত্বাবধায়ক। এই তত্ত্বাবধায়কে ১৭৭২ সালে জেলায় জেলায় রাজস্ব সংগ্রাহক বা রেভেনিউ কালেক্টার হিসাবে নিয়োগ করা হয়।
ওয়ারেন হেস্টিংস, ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব নেওয়ার পর, চাষিদেরকে পাঁচ বছরের জন্য তালুক বন্দোবস্ত প্রদানের এক ব্যবস্থা প্রবর্তন করেন। রাজস্ব আদায় কমে যায় এবং অনাদায়ি ভূমিকর জমতে থাকে। উন্নত অবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট পিট- এর ভারত আইন, ১৭৮৪ সালে পাস হয়। আইনের আওতায় স্থির হয় যে, ভারত সরকারকে জমিদারদের অবস্থা সম্পর্কে নিয়মিত খবর হিয়ে স্থানীয় আইনকানুন, রীতি-আচারের ভিত্তিতে রাজস্ব সংগ্রহের জন্য স্থায়ী বিধিবিধান প্রবর্তন করা হবে। লর্ড কর্ণওয়ালিস ১৭৮৬ সালে ভারতে আসার সময় কোম্পানির পরিচালকদের একটি নির্দেশ পত্র সাথে নিয়ে আসেন। এই পত্রের শর্তানুযায়ী, কোম্পানির পরিচালকেরা একটি রাজস্ব প্রদানের শর্তে ভূমির স্থায়ী বন্দোবস্ত দানকে সর্বোত্তম ব্যবস্থা হিসাবে গন্য করেন। ১৭৮৯-৯০ সালে প্রথমে দশসনা বন্দোবস্ত প্রবর্তন করা হয়। এই ব্যবস্থায় জমিদার, তালুকদার ও ইজারাদার প্রভৃতি মধ্যস্বত্বাধিকারী আসলে কর সংগ্রাহকের ভুমিকায় অবতীর্ণ হয়। দশসনা বন্দোবস্তের শর্তগুলি ১৭৯৩ সালে ১নং নিয়ন্ত্রণবিধি হিসাবে স্থায়ী করা হয়। এটি ছিল অপরিবর্তনীয় ও চিরস্থায়ী ব্যবস্থা ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Very good
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.