প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Geography 2021 Part 4 Solutions)
MODEL ACTIVITY TASK 2021
CLASS 9
ভূগোল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকেনা সেটি হল -
উত্তর: গ) এরা কঠিন শিলায় গঠিত ।
১.২ সূর্যের উত্তরায়নের শেষ সীমা হলো -
উত্তর: খ) কর্কটক্রান্তি রেখা।
১.৩ মানবিক সম্পদের একটি উদাহরণ হলো -
উত্তর: গ) দক্ষতা ।
২. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :
২.১ নিরক্ষরেখার অভিকর্ষের মান সর্বাধিক।
উত্তর: ভুল
২.২ কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বামদিকে বেঁকে প্রবাহিত হয় ।
উত্তর: ভুল
২.৩ অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ারভাটা শক্তি।
উত্তর: ঠিক
প্রশ্নোত্তর আলোচনা করতে এবং বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন
৩। সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো।
উত্তরঃ পরিবেশ থেকে প্রাপ্ত যে সব বস্তু বা পদার্থ সম্পদ নয় আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেইসব সামগ্রীকেই নিরপেক্ষ সামগ্রী বলে।
তবে আজ যা নিরপেক্ষ উৎপাদন তা আগামী দিনে সম্পদে পরিণত হতে পারে, তবে তার কিছু শর্ত আছে। যেমন -
ক) কার্যকারিতা থাকবে : কোনো নিরপেক্ষ উপাদানের যদি কার্যকারিতা থাকে এবং তা মানুষের কাজে লাগে তবে সেটি সম্পদে পরিণত হতে পারে। যেমন - খরস্রোতা নদীর জল আজ একটি নিরপেক্ষ সামগ্রী। তবে এই জলকে কাজে লাগিয়ে যদি জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তবে সেই জল সম্পদে পরিণত হবে।
খ) উপযোগিতা থাকবে : কোনো নিরপেক্ষ সামগ্রী যদি হঠাৎ করে মানুষের উপযোগী হয়ে ওঠে তবে সেটি সম্পদে পরিণত হয়। যেমন- একখণ্ড পতিত জমিও কিন্তু একটি নিরপেক্ষ সামগ্রী। কিন্তু সেই জমি জলসেচ, সার প্রয়োগ এবং কর্ষণের মাধ্যমে যদি কৃষিকাজের উপযোগী করে তোলা যায় তবে সেই জমিটি সম্পদে পরিণত হয়।
গ) অভাব মোচনের ক্ষমতা থাকবে : কোনো নিরপেক্ষ উপাদান যদি মানুষের অভাব বা চাহিদা পূরণ করতে পারে তবে তাকে সম্পদ বলা যাবে। যেমন- নদীর মাছ নিরপেক্ষ উপাদান কিন্তু সেই মাছ ধরে যদি মানুষ বিক্রি করে বা খাদ্য হিসাবে গ্রহন করে তবে তা সম্পদে পরিণত হয়।
ঘ) বিক্রয় যোগ্যতা থাকবে : নিরপেক্ষ সামগ্রী বিক্রয় করে অর্থ উপার্জিত হলে তা সম্পদে রূপান্তরিত হবে। যেমন- জমির উদ্বৃত্ত ফসল বিক্রি করে চাষি অর্থ উপার্জন করে ।
৩.২ আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করিনা কেন ?
উত্তরঃ আমরা যদি নিরক্ষরেখায় দাঁড়াই তবে আমরাও পৃথিবীর সাথে সাথে ঘণ্টায় ১৭০০ কিমি বেগে ঘুরতে থাকব। আবার সুমেরু বা কুমেরু বৃত্ততে দাঁড়ালে কোনরকম না ঘুরেও ২৪ ঘণ্টা পার করে দেব। তবে ভূপৃষ্ঠতে বসবাস করা সত্ত্বেও আমরা কোনরকম আবর্তন বেগ অনুভব করতে পারিনা। কারণ, আমরা পৃথিবী পৃষ্ঠের যেখান আছি তার পারিপার্শ্বিক গাছপালা, জীবজন্তু, ঘরবাড়ি পৃথিবীর সাথে একই গতিতে একই সাথে আবর্তন করছে। অর্থাৎ প্রতিটি সচল বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থানগত পরিবর্তন ঘটছে না। ফলে আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করিনা |
৪. চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলি ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও -
ক) দিগন্তরেখা, খ) ধ্রুবতারা
উত্তর: পৃথিবীর আকৃতি কিরকম তা নিয়ে নহু প্রাচীনকাল থেকেই মানুষের বিরাট কৌতূহল ছিল। পরবর্তীতে বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমানের সাহায্যে পৃথিবীর গোলীয় আকৃতির ধারনা তৈরি হয়।
ক) দিগন্তরেখা : কোনো খলা অঞ্চলের মাঝে দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ক্রমশ নিচু হয়ে বৃত্তাকার ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠের সাথে মিলে গেছে। এই আপাতভাবে মিলিত বৃত্তাকার রেখাকে দিগন্তরেখা বলে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় দিগন্তরেখা পরিধি ততই বাড়তে থাকে। একিরকম ঘটনা পৃথিবীর উপগ্রহের সাথেও ঘটে থাকে। উপগ্রহটি যত উপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে সেই উপগ্রহের দ্বারা পৃথিবীপৃষ্ঠের ততবেশি অংশ দেখা যায়। কিন্তু তা অর্ধেকের বেশি কখনই নয়। মহাকাশ থেকে তোলা ছবিতে আমরা পৃথিবীর অর্ধেক অংশই দেখতে পাই ।
খ) ধ্রুবতারা : পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান ধ্রুবতারা তারা নামে পরিচিত। পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারাবছরই ধ্রুবতারাকে আকাশের উত্তরে নির্দিষ্ট স্থানে দেখা যায়। যখন ম্যাপ ও কম্পাস কিছুই ছিল না তখন ধ্রুবতারাকে দেখে মানুষ দিক নির্ণয় করত। তবে নিরক্ষরেখা থেকে যতই উত্তরের দিকে যাওয়া যাবে ধ্রুবতারাটিকে ততই প্রতি রাতে ওপরের দিকে উঠতে দেখা যাবে এবং উত্তর মেরুতে এর উন্নতিকোণ থাকে ৯০ ডিগ্রি। পৃথিবী গোলাকার বলেই এমনটা হয়। যদি পৃথিবী সমতল হতো তবে তারাটিকে সব জায়গা থেকে একই জায়গায় দেখা যেত ।
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 9 all subject, class 9 model activity task 2021, model activity task class 9 Geography part 4, model activity task class 9 geography answers, model activity task class 9 Geography , model activity task class 9 geography part 4 2021 answers, WBBSE Class 9 Geography Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers Geography , নবম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.