[PART 4] WBBSE Class 9 Life Science Model Activity Task Solutions 2021 | নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 4

wbbse-class9-model-activity-task-part4-2021-life-science-solutions

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর জীবন বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Life Science 2021)



WBBSE Class 9

MODEL ACTIVITY TASK 2021

জীবন বিজ্ঞান

PART 4

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

১.১ যে পর্বের প্রানীদের মধ্যে কোলোব্লাস্ট দেখা যায় তা শনাক্ত করো -

(ক) নিমাটোডা  (খ) নিডারিয়া  (গ) টিনোফোরা  (ঘ) মোলাস্কা  

উত্তর: (গ) টিনোফোরা 


প্রশ্নোত্তর আলোচনা করতে এবং বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন 

esho-seekhi-telegram-group


১.২ নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো -

(ক) কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরী 

(খ) টেরিডোফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর 

(গ) মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খন্ডিত 

(ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর 

উত্তর: (ক) কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরী 


১.৩ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো -

(ক) প্যারেনকাইমা কলা − কোশান্তর রন্ধ্র উপস্থিত 

(খ) আবরণী কলা −ভিত্তিপর্দা উপস্থিত 

(গ) স্ক্লেরেনকাইমা কলা − জীবিত কোশ উপস্থিত 

(ঘ) স্নায়ুকলা −স্নায়ুকোশ এবং নিউরোগ্লিয়া উপস্থিত 

উত্তর: (গ) স্ক্লেরেনকাইমা কলা − জীবিত কোশ উপস্থিত  

প্রোটোপ্লাজমবিহীন হওয়ায় স্ক্লেরেনকাইমা কলার কোশগুলি মৃত হয় |


২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :

২.১ নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স 'হট ডাইলিউট সুপ' নাম অভিহিত করেন |

উত্তর:  মিথ্যা  

বিজ্ঞানী হ্যালডেন নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে 'হট ডাইলিউট সুপ' নাম অভিহিত করেন |


২.২ প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির |

উত্তর:   মিথ্যা  

প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ ইউক্যারিওটিক প্রকৃতির |


২.৩ নাইট্রোজেন যুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউকিওটাইড গঠিত |

উত্তর:   সত্য  


আরও পড়ুন | নবম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 4


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ "এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খন্ডক নিয়ে গঠিত" −পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো |

উত্তর: ◼ পর্বটির নাম হলো : অ্যানিলিডা

 

◼ ◼ অ্যানিলিডা পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য : 

Ⅰ অ্যানিলিডা পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির |

Ⅱঅ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া এবং গমন অঙ্গ হল সিটা, প্যারাপোডিয়া |


৩.২ এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো |

উত্তর: এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ হল :

(i) সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা এবং শারীরবৃত্তীয় কাজের জন্য তলের বিস্তৃতি ঘটানো এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ |

(ii) সাইটোপ্লাজমের বিভিন্ন বিক্রিয়াগুলিকে পৃথক রাখা |

(iii) নির্দিষ্ট পথে কোশের ক্ষরণে সাহায্য করে |


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো | নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরুপণ করো :

  • উপাদান
  • কাজ

উত্তর: মানবদেহে যকৃতের অবস্থান : উদর গহ্বরের উপরের ডানদিকে, মধ্যচ্ছদার ঠিক নীচে এবং ডানদিকের নীচের পাঁজরগুলির পেছনে যকৃতের অবস্থান |

 

মানবদেহে যকৃতের ভূমিকা :  

পৌষ্টিকনালি থেকে আগত পুষ্টিপদার্থ সমৃদ্ধ রক্ত সারা দেহে সরবরাহের আগে যকৃতে শোষিত হয় | সরবরাহের আগে যকৃতে শোধিত হয় |

বিভিন্ন রাসায়নিক পদার্থের বিষক্রিয়া নাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন |

 

◼◼

জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য

বৈশিষ্ট্য

জাইলেম

ফ্লোয়েম

উপাদান

জাইলেমের উপাদানগুলি হল : ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু |

ফ্লোয়েমের উপাদানগুলি হল : সিভনল, সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু |

কাজ

মূলরোম দ্বারা জল ও খনিজ লবন শোষণ করে তা পাতায় পৌঁছে দেওয়া |

পাতায় তৈরী হওয়া খাদ্য উদ্ভিদের সমগ্র অংশে পরিবহণ করা |

 

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান এর অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হলো :

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 1

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 2

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 3

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 4

 

 আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 9 all subject, class 9 model activity task 2021, model activity task class 9 Life Science part 4, model activity task class 9 life science answers, model activity task class 9 Life Science, model activity task class 9 life science part 4 2021 answers, WBBSE Class 9 Life Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers Life Science, নবম  শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post