[PART 5] WBBSE Class 8 Science Model Activity Task Solutions 2021 | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক

wbbse-model-activity-task-class8-science-part5-solutions-august

 

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Environment and Science 2021 PART 5 [2ND SERIES])

WBBSE Class 8

পরিবেশ ও বিজ্ঞান

Model Activity Task 2021 (Month : August)

2ND SERIES

PART 5


১. ঠিক উত্তর নির্বাচন করো:

১.১ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে -

(ক) পরিবহণ ও পরিচলন পদ্ধতিতে

(খ) পরিবহণ ও বিকিরণ পদ্ধতিতে

(গ) পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে

(ঘ) বিকিরণ পদ্ধতিতে

উত্তর: (ঘ) বিকিরণ পদ্ধতিতে

 

১.২ যেটি তড়িৎবিশ্লেষ্য নয় সেটি হলো:

(ক) সোডিয়াম ক্লোরাইড

(খ) অ্যামোনিয়াম সালফেট

(গ) গ্লুকোজ

(ঘ) অ্যাসেটিক অ্যাসিড

উত্তর: (গ) গ্লুকোজ

 

১.৩ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো -

(ক) সঞ্চয়ী পুকুর

(খ) হ্যাচারি

(গ) পালন পুকুর

(ঘ) আঁতুর পুকুর

উত্তর: (ঘ) আঁতুর পুকুর

 

২. সংক্ষিপ্ত উত্তর দাও:

২.১ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো |

উত্তর: আলুর মধ্যে উপস্থিত ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে |

$\small 2H_2O_2 \rightarrow 2H_2O + O_2 \uparrow$

 

২.২ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব কীসের জন্য ?

উত্তর:উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে থাকা বিভব পার্থক্যের কারণেই বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব হয় | বায়ুর মধ্যে উপস্থিত বিভন্নরকম আয়ন, আধানযুক্ত সুক্ষ্ম কণা উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বায়ুর মাধ্যমে এই তড়িৎচলাচল ঘটায় |

 

২.৩ মুরগী পালনের একটি আধুনিক পদ্ধতি হলো "ডিপ-লিটার"। লিটার কী ?

উত্তর:আধুনিক পদ্ধতিতে মুরগি প্রতিপালন করার জন্য ঘরের মেঝেতে ছোটো ছোটো করে কাটা খড় অর্থাৎ বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ এবং যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে যে শয্যা তৈরী করা হয়, তাকেই লিটার বলে |


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন ?

উত্তর: বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক অণুগুলির সক্রিয়করণ শক্তির (Activation Energy) মান খুব বেশি হওয়ায় বিক্রিয়ক অণুগুলির বিক্রিয়া করার হার খুব কম হয় | সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুগুলি সেই সক্রিয়করণ শক্তিমাত্রায় সহজেই পৌঁছে গিয়ে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয় | এই কারণেই উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় |



৩.২ ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায় ?

উত্তর: ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হলো : ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যাধিক দুর্বলতা, বমি, ডায়ারিয়া প্রভৃতি |



৪. তিনটি-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g℃ | 70 গ্রাম ভরের তামার টুকরোর 20℃ উষ্ণতা বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো ।

উত্তর: প্রদত্ত,

তামার আপেক্ষিক তাপ (s) = 0.09 cal / g℃,

তামার টুকরোর ভর (m) = 70 গ্রাম

উষ্ণতা বৃদ্ধির পরিমাণ (t) = 20℃

আমরা জানি, কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ, 

$\small Q = m\times s \times t$

$\small Q = 70 \times 0.09 \times 20$ ক্যালোরি

$\small =126$ ক্যালোরি



৪.২ "জৈব সার অজৈব সারের চেয়ে ভালো" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো ।

উত্তর: জৈব সার অজৈব সারের তুলনায় অনেক ভালো তার কারণ হলো :

(i) জৈব সার মাটিতে ব্যবহার করলে মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায় |

(ii) জৈব সার মাটিতে প্রয়োগ করলে মাটি রন্ধ্রযুক্ত হয় | ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় গ্যাসের আদানপ্রদান সহজ হয় |

(iii) জৈব সার মাটির গঠনকে উন্নত করতে সাহায্য করে |

(iv) জৈব সার মাটিতে বসবাসকারী উপকারী জীবাণু বা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে |

 

আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 8 all subject second series, class 8 model activity task 2021, model activity task class 8 science and environment 2021, model activity task class 8 environment and science answers, model activity task class 8 science 2nd series, model activity task class 8 science part 5 answers, WBBSE Class 8 Science Model Activity Task Answers, Class 8 Model Activity Task Answers Science, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5


© Esho Seekhi Online Education Platform

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post