[PART 5] WBBSE Class 8 History Model Activity Task Solutions 2021 | অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 

wbbse-model-activity-task-class8-history-part5-solutions-august

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task History 2021 PART 5 [2ND SERIES])

WBBSE Class 8

ইতিহাস

Model Activity Task 2021 (Month : August)

2ND SERIES

PART 5

১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :

উত্তর:

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

১.১ আবওয়াব 

ঘ) বেআইনি কর

১.২ সাহুকার

ক) মহাজন

১.৩ দাদন

খ) অগ্রিম অর্থ

১.৪ আমুক্তমাল্যদ

খ) কৃষ্ণদেব রায়

১.৪ রায়ত

গ) কৃষক

 

২. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো :

উত্তর:

বিদ্রোহ

একজন নেতার নাম

কারণ

নীল বিদ্রোহ

দিগম্বর বিশ্বাস

ধানের জমিতে নীল চাষে কৃষকদের কে চাষ করত বাধ্য করা এবং তাদের ওপর নির্মম নির্যাতনের বিরুদ্ধে এই বিদ্রোহ হয়।

বারাসাত বিদ্রোহ

তিতুমীর

অত্যাচারী লোভী জমিদার এবং কোম্পানির অপশাসনে রুখতে এই বিদ্রোহ ঘোষণা করা হয়।

সাঁওতাল বিদ্রোহ

সিধু

দেশীয় মহাজনরা সাঁওতালদের ঋণ দিত এবং অন্যায়ভাবে বেশি সুদ আদায় করত।

মুন্ডা বিদ্রোহ

বিরসা মুন্ডা

বহিরাগত বা দিকুদের দ্বারা মুন্ডা কৃষকদের জমি অধিগ্রহনের ফলে মুন্ডারা ক্ষুব্ধ হয়ে উঠেছিল | যার ফল হল এই মুন্ডা বিদ্রোহ |

 

৩. সংক্ষেপে উত্তর দাও(৩০-৪০ টি শব্দ) : 

৩.১ পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয় ?

উত্তর : পণ্ডিতা রমাবাঈ হলেন উনিশ শতকের শুরুতে ভারতের নারীদের শিক্ষা ও মুক্তিদানের অগ্রদূত এবং একজন সমাজ সংস্কারক। তিনি প্রথম নারী যিনি কলকাতা বিশ্ব বিদ্যালয় কর্তৃক পন্ডিত এবং সরস্বতী উপাধিতে ভূষিত হন। ১৮৯০ সালের শেষদিকে তিনি পুনে থেকে চল্লিশ মাইল পূর্বে কেদ গাঁও গ্রামে মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন। তার লেখা বই 'The High Cast Hindu Woman' ব্রিটিশ ভারতে হিন্দু নারী জীবনের অন্ধকার দিক দেখিয়ে হিন্দু শিশু, কন্যা ও বিধবা মহিলাদের উপর নিপীড়নের কথা তুলে ধরেছেন । 

 

৩.২ ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তার ছাত্রদের নিয়ে সমসাময়িক সমাজের কুসংস্কারের বেরাজালেকে ভাঙতে যে দল গঠন করে তার নাম ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ ঘোষ্ঠি। এই দলের কিছু সীমাব্ধতা হলো -

  • পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতির পাশাপাশি তারা ইংরেজ শাসনের পক্ষপাতী ছিলেন ।
  • পরবর্তীতে তাদের মধ্যে অনেকেই নিজেদের আদর্শ, মতামত এবং বিশ্বাস থেকে সরে আসেন ।

 

৪. নিজের ভাষায় লেখ (১২০ - ১৬০ টি শব্দ) :

'সম্পদের বহির্গমন' বলতে কি বোঝো ? 

উত্তর : ভারতে ব্রিটিশ শাসনের একটি অন্যতম লক্ষণীয় বিষয় হলো সম্পদের বহির্গমন। ব্রিটেনের উপনিবেশ ছিল ভারত আর সেই সুযোগে ভারতের যাবতীয় সম্পদকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে ব্রিটেনে স্থানান্তরিত করা হতো। এর ফলশ্রুতিতে ভারতের ভান্ডারে টান পড়া শুরু করে এবং দারিদ্র, দুর্ভিক্ষের দেখা দেয়। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত রকমের সম্পদকে তাদের দেশে চালান করে তার সুবিধা নেওয়া এবং ভারতকে নির্ভরশীল করে তোলা। এক ব্রিটিশ আধিকারিকের কথায় জানা যায় যে ভারত থেকে প্রতি বছর প্রায় ২ - ৩ কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা হয়েছে। এর বিনিময়ে শুধুমত্র ভারত সামান্য মূল্যের কিছু যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিছুই পেতনা। সম্পদ বহির্গমন এর ক্ষেত্রে ব্রিটেন ভারত থেকে রীতিমতো সম্পদ শুষে তাদের দেশে পাঠিয়ে দিত। পরবর্তীতে তথ্য খুঁজে পাওয়া গেছে যে উনিবিংশ শতকে ভারত থেকে নির্গত সম্পদ ছিল ব্রিটেনের জাতীয় আয়ের ২ শতাংশ ।


আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 8 all subject second series, class 8 model activity task 2021, model activity task class 8 history 2021, model activity task class 8 history answers, model activity task class 8 history 2nd series, model activity task class 8 history part 5 answers, WBBSE Class 8 History Model Activity Task Answers, Class 8 Model Activity Task Answers History, অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5


© Esho Seekhi Online Education Platform

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post