প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Physical Science 2021 PART 5 [2ND SERIES])
নবম শ্রেণী
ভৌতবিজ্ঞান
Model Activity Task 2021 (Month : August)
2ND SERIES
PART 5
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ জলের যে ধর্মের জন্য একটি পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো -
উত্তর: (ঘ) জলের পৃষ্ঠটান
১.২ নীচের যে মিশ্রণটি একটি অবদ্রব বা ইমালশনের উদাহরণ সেটি হলো -
উত্তর: (গ) দুধ
১.৩ শক্তির মাত্রীয় সংকেত হলো -
উত্তর: (গ) $\small ML^{2}T^{-2}$
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাই-অক্সাইডের ভর কত ?
উত্তর: SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাই-অক্সাইডের (CO₂) ভর = 0.044 কিলোগ্রাম
২.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে ?
উত্তর: ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি |
২.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখো |
উত্তর: সোডিয়াম বাইসালফেট (NaHSO₄) |
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩.সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ এক লিটার দ্রবণে 18 gm গ্লুকোজ ( আণবিক ওজন 180 ) আছে | দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো |
উত্তর: প্রদত্ত,1 লিটার দ্রবনে গ্লুকোজ আছে = 18 gm
গ্লুকোজের আণবিক ওজন = 180
∴ 180 gm গ্লুকোজ = 1 গ্রাম-অণু গ্লুকোজ
∴ 18 gm গ্লুকোজ = $\small \frac{18}{180} = 0.1$ গ্রাম-অণু গ্লুকোজ
∴ 1 লিটার দ্রবনে 0.1 গ্রাম-অণু গ্লুকোজ দ্রবীভূত আছে |
∴ দ্রবণের মোলার মাত্রা = 0.1 মোল / লিটার (উত্তর)
৩.২ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে | একটি রাসায়নিক পরীক্ষায় ওই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে ? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো |
উত্তর: এখানে দুটি অ্যাসিডের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য সিলভার নাইট্রেট AgNO₃ ব্যবহার করতে হবে |
সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড $\small HCl$ এর বিক্রিয়ায় অদ্রাব্য সিলভার ক্লোরাইডের (AgCl) সাদা থকথকে অধঃক্ষেপ উৎপন্ন হয় | এই অধঃক্ষেপ নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে দ্রাব্য |
$\small AgNO_{3} + HCl = AgCl \downarrow + HNO_{3}$
কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড $\small H_{2}SO_{4}$ সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে কোনো সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে না |
উপরোক্ত রাসায়নিক পরীক্ষার মাধ্যমে খুব সহজেই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করা যায় |
◪◪ এখানে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটি হলো সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ এর সৃষ্টি |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M | বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো |
উত্তর: ধরি, হালকা বস্তুর ভর = $\small m$ ও বেগ = $\small v$ এবং
ভারী বস্তুর ভর = $\small M$ ও বেগ = $\small V$
প্রশ্নানুসারে, $\small mv = MV$
এখন, হালকা বস্তুর গতিশক্তি $\small E_{m} =\frac{1}{2}mv^{2}$ ও
ভারী বস্তুর গতিশক্তি $\small E_{M} =\frac{1}{2}MV^{2}$
∴ $\small \frac{E_{m}}{E_{M}} = \frac{\frac{1}{2}mv^{2}}{\frac{1}{2}MV^{2}}$
$\small =\frac{mv^{2}}{MV^{2}}$
$\small =\frac{mv^{2}\times m}{MV^{2}\times M}\times \frac{M}{m}$ [ লব ও হর কে $Mm$ দ্বারা গুন করে পাই ]
$\small =\frac{m^2v^2}{M^2V^2}\times \frac{M}{m}$
$\small =\frac{M}{m}>1$ [ ∵ M > m ]
∴ হালকা বস্তুর গতিশক্তি > ভারী বস্তুর গতিশক্তি
∴ হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে | (উত্তর)
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 9 all subject second series, class 9 model activity task 2021, model activity task class 9 physical science 2021, physical science model activity task class 9, model activity task class 9 Physical Science 2nd series, model activity task class 9 physical science part 5 answers, WBBSE Class 9 Physical Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers Physical Science, নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5
© Esho Seekhi Online Education Platform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.