[PART 5] Model Activity Task Class 9 Life Science Part 5 Solutions | নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 | Banglar Shiksha Portal

 

wbbse-class9-model-activity-tasks-solutions-life-science-part5-august

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর জীবন বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Life Science 2021 PART 5 [2ND SERIES])

নবম শ্রেণী

জীবন বিজ্ঞান

Model Activity Task 2021 (Month : August)

2ND SERIES

PART 5

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

১.১ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো −

উত্তর: (ঘ) অরনিথিন চক্র − অ্যামোনিয়া সংশ্লেষ


১.২ সঠিক বক্তব্যটি নিরূপণ করো −

উত্তর: (গ) লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে |


১.৩ প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো −

উত্তর: (খ) ম্যালপিজিয়ান নালিকা ।

 

২. A -স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো :

উত্তর:

A -স্তম্ভ

B -স্তম্ভ

২.১ অ্যাথেরোস্কেলেরোসিস

(গ) বিপাকীয় সমস্যাজনিত রোগ

২.২ পতঙ্গ

(ক) ট্র্যাকিয়া

২.৩ পত্ররন্ধ্র

(খ) রক্ষীকোশ


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো ।

উত্তর:

পরজীবীয় পুষ্টি

মিথোজীবীয় পুষ্টি

(i) এই ধরনের পুষ্টি নির্দিষ্ট পোষকের ওপর নির্ভরশীল |

(i) এই ধরনের পুষ্টিতে সংশ্লিষ্ট জীব অর্থাৎ উদ্ভিদ  দুটি পরস্পরের ওপর নির্ভরশীল |

(ii) এক্ষেত্রে পরজীবী উদ্ভিদ পোষক উদ্ভিদের দেহ থেকে সরাসরি সরল খাদ্য উপাদান সংগ্রহ করে |

(ii) এক্ষেত্রে উভয় উদ্ভিদই সহযোগিতাসুলভ ভাবে খাদ্য সংশ্লেষ বা খাদ্য আহরণ করে |

(iii) এই ধরনের পুষ্টিতে পরজীবী উদ্ভিদ, পোষক উদ্ভিদের কেবল ক্ষতিসাধনই করে |

(iii) এক্ষেত্রে সংশ্লিষ্ট উদ্ভিদ দুটি কেউই কারোর ক্ষতি করে না |


৩.২ সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোকসংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো ।

উত্তর: পৃথিবীতে সকল শক্তির উৎসই হল সৌরশক্তি | সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা ATP -তেরাসায়নিক শক্তি হিসেবে সাময়িকভাবে আবদ্ধ রাখে | একেই বলা হয়ে থাকে সৌরশক্তির আবদ্ধকরণ |

পরবর্তীতে রাসায়নিক শক্তিতে রুপান্তরিত এই সৌরশক্তি উৎপন্ন গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে সঞ্চিত হয় | একে বলে সৌরশক্তির স্থৈতিক শক্তিতে রূপান্তর |

উপরোক্ত দুই ধাপে সংঘটিত সমগ্র প্রক্রিয়াটিকেই সালোকসংশ্লেষ বলা হয় যেই প্রক্রিয়ায় সৌরশক্তির আবদ্ধকরণ ও তার রূপান্তর ঘটে |


বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৪. নিচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ উদ্ভিদের দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না । তাহলে উদ্ভিদ কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয় ? রক্ততঞ্চন কীভাবে ঘটে ব্যাখ্যা করো ।

উত্তর: ◪ উদ্ভিদদেহে সৃষ্ট রেচন পদার্থ দেহ থেকে নিষ্কাশনের জন্য কোনো সুনির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না | বেশিরভাগ উদ্ভিদ রেচন পদার্থগুলিকে অদ্রাব্য কেলাসরূপে দেহকোশে সঞ্চিত রাখে এবং সময়ে সময়ে বিভিন্ন উপায়ে দেহ থেকে তা বর্জিত করে  | যেমন -

① পত্রমোচন : অধিকাংশ উদ্ভিদ তাদের রেচন পদার্থকে পাতার মধ্যে সঞ্চিত করে রাখে এবং সময়ে সময়ে বা বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে | উদাহরণ : আম, জাম ইত্যাদি উদ্ভিদ |

 

② বাকল মোচন : পেয়ারা, অর্জুন, ইউক্যালিপ্টাস প্রভৃতি উদ্ভিদ তাদের ছাল বা বাকলের মধ্যে রেচন পদার্থকে জমিয়ে রাখে এবং পড়ে বাকল মোচন করে সেই রেচন পদার্থ ত্যাগ করে |

 

③ ফল মোচন :  লেবু, তেঁতুল, আপেল প্রভৃতি গাছ তাদের ফলের ত্বকে রেচন পদার্থ সঞ্চিত রাখে এবন্ফ ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে |

 

④ রজন নিঃসরণ :  পাইন গাছের কান্ড, শাখা-প্রশাখা ও পাতার রজন নালিতে জলে অদ্রবণীয় একপ্রকার জটিল রেচন পদার্থ সঞ্চিত থাকে | একে রজন বলে | কোনো কারণে উদ্ভিদ আঘাতপ্রাপ্ত হলে রজন রূপে রেচন পদার্থ নিঃসৃত হয় |


◪◪ রক্ততঞ্চন পদ্ধতি :  

রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদান, যেমন - প্রোথ্রম্বিন, ক্যালশিয়াম আয়ন, ফাইব্রিনোজেন রক্তেই থাকে | তবে এগুলি নিষ্ক্রিয়রূপে থাকে |

রক্ততঞ্চনের ধাপগুলি নিচে বর্ণনা করা হলো -

(i) দেহের কোনো অংশ কেটে গেলে সেই স্থানটি অমসৃণ হয়ে যায় | এর ফলে অণুচক্রিকাগুলি এই কাটা অংশের সংস্পর্শে এলে ভেঙে যায় এবং এই ভাঙা অণুচক্রিকা এবং ক্ষতস্থানের কলাকোশ থেকে থ্রম্বোপ্লাষ্টিন নিঃসৃত হতে থাকে |


(ii) এরপর থ্রম্বোপ্লাষ্টিন নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে ক্যালশিয়াম আয়ন (Ca²⁺) এর উপস্থিতিতে থ্রম্বিনে পরিণত করে | এই পর্যায়ে ভিটামিন K সহকারী শর্তরূপে কাজ করে |

 

(iii) উৎপন্ন থ্রম্বিন আবার Ca²⁺ এর উপস্থিতিতে নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন নামক তন্তুতে পরিণত করে |


(iv) এই ফাইব্রিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি ঘন তন্তুজাল গঠন করে | এই তন্তুজালে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা আবদ্ধ হলে রক্ততঞ্চন সম্পূর্ণ হয় |



আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 9 all subject second series, class 9 model activity task 2021, model activity task class 9 life science 2021, life science model activity task class 9, model activity task class 9 Life Science 2nd series, model activity task class 9 life science part 5 answers, WBBSE Class 9 Life Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers Life Science, নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5 

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post