[PART 5] WBBSE Class 8 Geography Model Activity Task Solutions 2021 | অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

wbbse-model-activity-task-class8-geography-part5-solutions-august


প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Geography 2021 PART 5 [2ND SERIES])

WBBSE Class 8

ভূগোল

Model Activity Task 2021 (Month : August)

2ND SERIES

PART 5

 

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল - 

উত্তর: ক) উত্তর - পূর্ব আয়নবায়ু  

 

১.২ ঠিক জোড়টি নির্বাচন করো - 

উত্তর: ঘ) ঘুর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ - ঘূর্ণবাতের চক্ষু ।

 

১.৩ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল-  

উত্তর: সুপিরিয়ার । 

 

২. শূন্যস্থান পূরণ করোঃ

২.১ উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল ____ |

উত্তর: লু |


২.২ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাত স্থানগুলিকে মানচিত্র _____ রেখার সাহায্য যুক্ত করা হয়। 

উত্তর: সমবর্ষণ |

 

২.৩ দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল _____ মরুভুমি । 

উত্তর: আটাকামা

 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ উত্তর আমেরিকা প্রেইরি সমভূমি দুগ্ধশিল্পে উন্নত কেন ? 

উত্তর : আমেরিকা মহাদেশের মধ্য ভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমি র অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়ার এই তৃণভূমি র বিস্তীর্ণ তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচরণ ক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে । এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত।

 

৩.২ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো।

উত্তর : পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম আমাজন অববাহিকা। এটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। উত্তর আমেরিকায় আমাজন নদীর তীরে অবস্থিত। এর বৈশিষ্ট্য গুলি হলো -

  • নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত হওয়ায় এখানে সারা বছর বৃষ্টি হয় এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাঁধা পেয়ে এখানে বৃষ্টিপাত ঘটায়। ফলে এখানে ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। এখনকার গাছ গুলি আকাশ ছোয়া লম্বা হয়ে তাদের মাথাগুলো পরস্পরের সঙ্গে লেগে চাঁদোয়ার মতন সৃষ্টি করেছে। 
  • আমাজন নদী অববাহিকা ৭০,৫০,০০০ বর্গকিমি বিস্তৃত এবং প্রতি সেকেন্ডে ২,০৯,০০০ ঘন মিটার জল প্রবাহিত হয়। এই নদীর উপনদীর সংখ্যা অনেক বেশি।
  • আমাজন অববাহিকা অত্যন্ত গভীর হওয়ায় এখানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখা যায় এবং ক্ষতিকারক কীটপতঙ্গের অভাব নেই। এর ফলে এই দূর্গম অরণ্যে প্রবেশ করা বেশ কষ্টকর ।

 

৪. 'বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে ৩০° থেকে ৪০° অক্ষ রেখার মাঝের স্থানগুলোর জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে '- উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা কর। 

উত্তর : ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু ও শীতকালে পশ্চিমা বায়ু দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়।  সূর্যের উত্তরায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত প্রায় হয় না। আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।  ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। 


আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 8 all subject second series, class 8 model activity task 2021 second series, model activity task class 8 geography 2021, model activity task class 8 geography answers, model activity task class 8 geography 2nd series, model activity task class 8 geography part 5 answers, WBBSE Class 8 Geography Model Activity Task Answers, Class 8 Model Activity Task Answers Geography, অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5
© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post