[PART 6] Model Activity Task Class 5 Mathematics Part 6 Solutions 2021 | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | September Month

wbbse-model-activity-task-class5-math-part6-solutions-september

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো সেপটেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Mathematics 2021 PART 6 September Month )


পঞ্চম শ্রেণী

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

গণিত

Month : September

PART 6


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :  ১ × ৪ = ৪

(ক) $\small \frac {১}{২}+\frac {১}{৩}$, যোগফলের লব হলো,

উত্তর:(c) ৫

 

(খ) $\small ৩+\frac {১}{৭}$- এর সমান মিশ্র ভগ্নাংশ হলো,

উত্তর: (b) $\small \frac {২২}{৭}$

 

(গ) সমান ১০০ ভাগের ৫ ভাগ = 

উত্তর: (b) দশমিক শূন্য পাঁচ 

 

(ঘ) চিত্রটিতে আছে,

উত্তর: (b) দুটি রশ্মি ও একটি ছেদবিন্দু 

 

CLASS 5 PART 6 All Links

Part 6丨English Model Activity Task 

Part 6丨আমাদের পরিবেশ মডেল টাস্ক

Part 6丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Part 6丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 

 

২. সত্য/মিথ্যা  লেখো (T/F):  ১ × ৪ = ৪

(ক) $\small \frac {৬}{১৫}$ এর লঘিষ্ঠ আকার হলো $\small \frac {৩}{৫}$

উত্তর:   মিথ্যা  

সঠিক উত্তর : $\small \frac {৬}{১৫}$ এর লঘিষ্ঠ আকার হলো $\frac{২}{৫}$

 

(খ) একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য = বর্গাকার চিত্রের পরিসীমা / ৪

উত্তর:   সত্য  

 

(গ) ১০০ টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে ৯ টি।

উত্তর:   মিথ্যা  

সঠিক উত্তর : ১০০ টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে,

= $\sqrt{১০০}$ = ১০

 

(ঘ) ১০ ÷ ৫ = ৫ ÷ ১০

উত্তর:   মিথ্যা  

 

৩. স্তম্ভ মেলাও (যে কোনো ৩ টি):    ৩

উত্তর:

সরলরেখা

প্রান্তিবিন্দু নেই

সরলরেখাংশ

দুটি প্রান্তবিন্দু আছে

রশ্মি

একটি প্রান্তবিন্দু আছে

সমবিন্দু সরলরেখা

একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী

 

৪.

(ক) তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছে, কন্ডাক্টরকে ২০ টাকা দিলে । তিনি তোমাকে ১৫.৫০ টাকা ফেরত দিলেন। কনডাক্টর কত টাকা দিলেন।

উত্তর: 

    তুমি কনডাক্টরকে ২০.০০ টাকা দিলে

−  তিনি তোমাকে    ১৫.৫০  টাকা দিলেন

______________________________ 

   কনডাক্টর নিলেন   ৪.৫০  টাকা 

 

(খ) আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। চারিদিকে পাঁচিল দিতে হবে। পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো ।

উত্তর: আয়তকার মাঠের পরিসীমা =২ × (দৈর্ঘ্য+প্রস্থ)

=২ × (৫০ +৩০) মিটার 

=২ × ৮০ মিটার 

= ১৬০ মিটার 

∴ পাঁচিলের দৈর্ঘ্য ১৬০ মিটার (উত্তর) 


(গ) সরল করো : [ { ৫০ − ( ২ + ৩ ) } + ১৫ ] ÷ ১২

উত্তর: [ { ৫০ − ( ২ + ৩ ) } + ১৫ ] ÷ ১২

= [ { ৫০ − ৫ } + ১৫ ] ÷ ১২

= [ ৪৫ + ১৫ ] ÷ ১২

= ৬০ ÷ ১২

= ৫ 

∴ নির্ণেয় সরলফল = ৫ (উত্তর)



esho-seekhi-telegram-group
টেলিগ্রামে যুক্ত হন

 



আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |


আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

 এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 5 all subject, class 5 model activity task 2021, model activity task class 5 mathematics september 2021, model activity task class 5 math part 6 answers, model activity task class 5 math, model activity task class 5 science answers, WBBSE Class 5 Mathematics Model Activity Task Part 6 Answers, Class 5 Model Activity Task Answers Science Part 6, Class 5 Mathematics Model Activity Task Part 6 Solutions, পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 উত্তরমালা 2021,পঞ্চম শ্রেণী অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post