প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো সেপ্টেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
অষ্টম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Geography 2021 PART 6 September Month)
WBBSE Class 6
Model Activity Task 2021
Month : September
ভূগোল
PART 6
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৩ = ৩
১.১ উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো
উত্তর: খ) আটলান্টিক মহাসাগর
১.২ পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি
উত্তর: ক) উষ্ণ - আর্দ্র
১.৩ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো
উত্তর: গ) নর্মদা
২. স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩
উত্তর:
টেলিগ্রামে যুক্ত হন |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ বিকিরণ পধতিতে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় ? ২
উত্তরঃ সূর্যরশ্মির ২০০ কোটি ভাগের একভাগ পৃথিবীতে আসে। এই পদ্ধতিকে বলা হয় Insolation বা আগত সৌর বিকিরণ। আগত সৌর বিকিরণ কে ১০০% ধরলে তার মাত্র ৫১% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ। বাকি ৪৯% এর মধ্যে ৩৫% মহাশূন্যে ফিরে যায়। নাকি ১৪% বায়ুমণ্ডলের গ্যাস, জলীয়বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। এইভাবেই সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি গাছপালা সবকিছু কে উত্তপ্ত করে। এভাবে তাপ আবার ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয়। এভাবে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়।
৩.২ বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ? ৩
উত্তর : পৃথিবীর দুই মেরু সারাবছর বরফে ঢাকা থাকে। দক্ষিণ মেরুতে আন্টার্কটিকা মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা প্রথিবির জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। বিশ্ব উষ্ণায়ন, ওজন স্তরের ক্ষয় ইত্যাদি কারণে দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ মেঘমুক্ত আকাশ, নির্মল বাতাস - সবকিছুই এখন চরম সংকটে। ক্রমাগতউষ্ণতা বৃদ্ধির ফলে প্রতিদিন একটু একটু করে বরফ গলছে, ফলে মহাদেশের আয়তন কমছে। ক্রিল, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণীদের সংখ্যা কমছে, নষ্ট হয়ে যাচ্ছে এই মহাদেশের প্রাকৃতিক ভারসাম্য। বরফের গলনের ফলে সমুদ্রের জল স্তর অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সর্বপরি সমুদ্রতীরবর্তী শহর গুলে ভবিষ্যতে জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ।
৪. অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো ? ৫
উত্তর : পৃথিবীর সুরক্ষার সাথে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা অতপ্রত ভাবে জড়িয়ে আছে। কারণগুলি হল-
(i) বায়ুমণ্ডলের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষার জন্য অরণ্য সংরক্ষণ প্রয়োজন।
(ii) গাছপালার উপস্থিতির ওপর বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট নির্ভরশীল। অরণ্য উচ্ছেদের সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে। তাই বৃষ্টিপাতের ভারসাম্য রক্ষার্থে অরণ্য সংরক্ষণ জরুরী।
(iii) অরণ্য উচ্ছেদের ফলে ভৌমজলের স্তর নীচে নেমে যায়। ফলে এই অঞ্চলে জলাভাব, শুষ্ক আবহাওয়া দেখা দিতে পারে। ফলে এই অঞ্চলে খরা হতে পারে। এই জন্য অপ্রয়োজনীয় ভাবে গাছ কাঁটা বন্ধ করা উচিৎ।
(iv) গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে, যাতে বৃষ্টির জলে মাটির অবক্ষয় না হয়। অরণ্য উচ্ছেদের ফলে তাই ভূমিক্ষয় অবশ্যম্ভাবী। এইকারনে অরণ্য সংরক্ষণ করা দরকার ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 6 all subject september month, class 6 model activity task 2021, model activity task part 6 class 6 geography 2021, model activity task class 6 geography answers, model activity task class 6 geography september, model activity task class 6 history part 6 answers, WBBSE Class 6 Vugol Model Activity Task Answers September Month, WBBSE Class 6 Geography Model Activity Task Part 6 Answers, Geography Model Activity Task Solutions Part 6, Class 6 Model Activity Task Answers Geography, ষষ্ঠ শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 6
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.