[PART 6] Model Activity Task Class 6 History Part 6 Solutions 2021 | ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | September Month

 

Model Activity Task Class 6 History Part 6 Solutions 2021 | ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | Banglar Shiksha Portal

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো সেপ্টেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task History 2021 PART 6 September Month)

WBBSE Class 6

Model Activity Task 2021 

Month : September

ইতিহাস

PART 6

১. শূন্যস্থান  পূরণ করো : ১ × ৩ = ৩

ক)  জৈন ধর্মের প্রচারক বলা হতো              |

উত্তর: তীর্থঙ্কর


 খ) আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠিতা ছিলেন________ |

উত্তর: গোশাল


গ) সুও ও বিনয় পিটক সংকলিত হয়েছিল _______  বৌদ্ধ সংগীতির সময় ।

উত্তর: প্রথম


২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :  ১ × ৩ = ৩

ক) পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ ।

উত্তর:  মিথ্যা  

 

খ) ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস ।

উত্তর:  সত্য  

 

গ) প্রায় ছ-বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন ।

উত্তর:  মিথ্যা  

 

৩. একটি বা দুটি বাক্যে লেখো :  ২ × ২ = ৪

ক) মেগালিথ কী ?

উত্তরঃ মেগালিথ হলো একপ্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। মেগলিথ হলো বিশেষ প্রাচীন পাথরের তৈরী কোন স্থাপনা যা মর্টার বা কংক্রিটের ব্যবহার ছাড়াই তৈরী করা হয়েছে এবং অতি অবশ্যই যা প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা যায়। পরবর্তীতে নির্মম স্থাপনগুলোকে অবশ্য মনোলিথিক বলে অভিহিত করা যায় । 


esho-seekhi-telegram-group
টেলিগ্রামে যুক্ত হন

 

খ) জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী ?

উত্তরঃ জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্ত্বিই বর্তমানের গৌতম বুদ্ধ। অতীত জীবনের সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সমবধান বা সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতি শিক্ষা মানুষকে মৈত্রী পরায়ণ, সৎ, দয়াবান, আদর্শবান হতে শেখায় । 

 

৪. নিজের ভাষায় লেখো (৩-৪ টি বাক্যে) :  × = ৩

নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল ? 

উত্তর :  ধর্মের নামে আড়ম্বর অনুষ্ঠান ও জাতিভেদ বেড়ে যায় খ্রিস্টপূর্ব ষষ্ট শতকে। নতুন করে কোনো সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল ব্রহ্ম ধর্মের গোঁড়ামির বদলে। সেই চাহিদা মেটাতে সাহায্য করেছিল বেশ কিছু ধর্ম। যার মধ্যে প্রধান দুটি হল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এই প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হওয়ার পিছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণ ছিল । 

 

আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject model activity task part 6 answers, class 6 model activity task 2021, model activity task part 6 class 6 history 2021, model activity task class 6 history answers, model activity task class 6 history september, model activity task class 6 history part 6 answers, WBBSE Class 6 History Model Activity Task Answers September Month, Class 6 Model Activity Task Answers History, ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 6

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post