প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো সেপ্টেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Environment and Science 2021 PART 6 September Month)
WBBSE Class 6
Model Activity Task 2021
Month : September
পরিবেশ ও বিজ্ঞান
PART 6
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৩ = ৩
১.১ যেটি আগ্নেয়শিলা তা হলো -
উত্তর: (ঘ) গ্রানাইট
১.২ দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক হলো-
উত্তর: (ঘ) মিলিমিটার
১.৩ মানুষের বুড়ো আঙুলে যে ধরণের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো -
উত্তর: (গ) স্যাডল সন্ধি
২. ঠিক বাক্যের পাশে '✔' আর ভুল বাক্যের পাশে '✕' চিহ্ন দাও : ১ × ৩ = ৩
২.১ কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় ।
উত্তর: ✕
সঠিক উত্তর: কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় ।
২.২ কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায় ।
উত্তর: ✕
সঠিক উত্তর: বারনৌলির নীতি অনুযায়ী, কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায় ।
২.৩ লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে ।
উত্তর: ✕
সঠিক উত্তর: লিগামেন্ট একটি অস্থির সাথে অন্য অস্থিকে যুক্ত করে | পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও: ২ × ২ = ৪
৩.১ "ভোঁতা ছুরিতে সবজি কাঁটা শক্ত" - চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো ।
উত্তর:আমরা জানি, চাপ = বল ÷ ক্ষেত্রফল
অর্থাৎ, ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে ও ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে |
এখন, ভোঁতা ছুরির ক্ষেত্রে ছুরির যে প্রান্ত দিয়ে সবজি কাটা হয় সেই প্রান্তের ক্ষেত্রফল বেড়ে যায় | ফলে সবজি কাটতে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয় | তাই, ভোঁতা ছুরি দিয়ে সবজি কাটা বেশ কঠিন হয়ে পড়ে |
৩.২ মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় ?
উত্তর: বিশুদ্ধ রক্ত প্রথমে ফুসফুসীয় শিরার মাধ্যমে পৌঁছোয় বাম অলিন্দে । বাম অলিন্দ সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত বাম অলিন্দের নিচে থাকা দ্বিপত্রক কপাটিকা নামের একমুখী দরজা দিয়ে বাম নিলয়ে পৌঁছোয় ।
৪. তিনটি-চারটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬
৪.১ "সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি"- ব্যাখ্যা করো ।
উত্তর: সবুজ উদ্ভিদরা সূর্যের আলো গ্রহণ করে নিজেদের খাদ্য তৈরী করে । এই ভাবে সবুজ উদ্ভিদের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে । পরবর্তীতে এই উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে গিয়ে ভূগর্ভস্থ চাপ ও তাপের প্রভাবে কয়লায় রূপান্তরিত হয়, যা একটি জীবাশ্ম জ্বালানি । এই গাছপালা মাটির নিচে পাললিক শিলাস্তরে যবে থাকার ফলে পেট্রোলিয়াম ও ডিজেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় । অর্থাৎ আমরা বলে পারি যে এই জীবাশ্ম জ্বালানির মুলে সৌরশক্তিই রয়েছে ।
৪.২ তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট । তোমার ঐ বন্ধুর দেহভর সূচক নির্নয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো ।
উত্তর: আমরা জানি, দেহভর সূচক = ওজন / (উচ্চতা)² (বর্গমিটার এককে)
বন্ধুর ওজন = 60 কেজি
বন্ধুর উচ্চতা = 4.5 ফুট = 4.5 × 0.3048 = 1.37 মিটার
∴ বন্ধুর দেহভর সূচক = $\frac{60}{(1.37)^2}$
= $\frac{60}{1.876}$
= 31.98
অর্থাৎ, আমার বন্ধু স্থূলকায় ও সে অস্বাস্থ্যকর দেহাবস্থায় আছে ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.