[PART 6] WBBSE Class 6 Model Activity Task Mathematics Part 6 Solutions 2021 | ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | September Month | Esho Seekhi

wbbse-model-activity-task-class6-math-part6-solutions-september
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো সেপ্টেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Mathematics 2021 PART 6 September Month)

WBBSE Class 6

Model Activity Task 2021 

Month : September

গণিত

PART 6

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : 1 × 4 = 4

(i) $\small \frac{1}{4}$ অংশ ডিম নষ্ট হলে, ডিম নষ্ট হয়েছে শতকরা 

উত্তর: (d) 25%

ব্যাখ্যা: $\left \{ \frac{1}{\not{4}} \times \overset{25} {\not{1}\not{0}\not{0}} \right \} = 25$%

 

(ii) 500 গ্রাম =

উত্তর: (c) 0.5 কি.গ্রা 

ব্যাখ্যা: 500 গ্রাম = 5000 ÷ 1000 = 0.5 কিগ্রা,

 

(iii) 0.3.0.16,0.1 সংখ্যাগুলিকে মানের উর্ধক্রমে সাজালে পাওয়া যাবে 

উত্তর: (b) 0.1,0.16,0.3

 

(iv) 3, 5 ও 1, 15- এর 

উত্তর: (d) গ.সা.গু সমান এবং ল.সা.গু সমান 

ব্যাখ্যা: 3, 5 এর গ.সা.গু. = 1 এবং ল.সা.গু. = 15

1, 15 এর গ.সা.গু. = 1 এবং ল.সা.গু. = 15

 

2. বামদিকের সঙ্গে ডানদিকে মেলাও : 1 × 4 = 4

উত্তর:

(i) একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে

(b) 1,2

(ii) একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতল সংখ্যা যথাক্রমে

(a) 1,1

(iii) বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধারসংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে

(d) 12,6

(iv)বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধারসংখ্যা এবং তলসংখ্যা  যথাক্রমে

(c) 8,5

 

3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :  2 × 3 = 6

(i) wbbse-class6-math-model-activity-task-part6-solutions-september-month


উত্তর:

A. সমরেখ

চিত্র (b)

B. অসমরেখ

চিত্র (a)

C. সমবিন্দু

চিত্র (c)

 

(ii) A হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে কিন্তু B, 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে | কে বেশি নম্বর পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো |

 A হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে,

∴ A শতকরা নম্বর পেয়েছে $\small = \frac{20}{\not{5}\not{0}}\times \overset{2}{\not{1}\not{0}\not{0}} = 40$%


B, 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে,

∴ B শতকরা নম্বর পেয়েছে $\small =\frac{10}{\not{2}\not{5}}\times \overset{4}{\not{1}\not{0}\not{0}} = 40$%

∴ দুজনেই 40% নম্বর পেয়েছে, অর্থাৎ শতকরা হিসেবে দুজনেই সমান নম্বর পেয়েছে |

 

(iii) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি., ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো |

উত্তর: ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য $ =\frac{14.4}{3} =\frac{\overset{48}{\not{1}\not{4}\not{4}}}{\not{3} \times 10}$

 

$ =\frac{48}{10} = 4.8$ সেমি.

 

4. 

(i) সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো : (+7) − (−5)      3

উত্তর:

wbbse-class6-math-model-activity-task-solutions-number-line


 

(ii) সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো :   3


গান গাইতে ভালোবাসে

নাচ করতে ভালোবাসে

আঁকতে ভালোবাসে

সুজাতার বন্ধুর সংখ্যা

4

5

7

 

উত্তর: 

wbbse-class6-math-model-activity-task-solutions


 



আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject september month, class 6 model activity task 2021, model activity task part 6 class 6 mathematics 2021, model activity task class 6 math answers, model activity task class 6 math september, model activity task class 6 math part 6 answers, WBBSE Class 6 Mathematics Model Activity Task Answers September Month, WBBSE Class 6 Mathematics Model Activity Task Part 6 Answers, Math Model Activity Task Solutions Part 6, Class 6 Model Activity Task Answers Math, ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 6, ষষ্ঠ শ্রেণী অঙ্ক মডেল টাস্ক পার্ট 6 সমাধান,


© Esho Seekhi Online Education Platform

 

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post