[FINAL] WBBSE Class 6 History Model Activity Compilation Part 8 Answers | ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

wbbse-class6-history-model-activity-compilation-part8-answers
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Compilation History 2021 PART 8 Solutions)

Class 6

MODEL ACTIVITY COMPILATION

FINAL

ইতিহাস

পূর্ণমান = 50

 

১ সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :  × ৩ = ৩

১.১ এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে __________

উত্তর: পূর্ব আফ্রিকাতে |

১.২ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ___________ |

উত্তর: জাঁ ফ্রাঁসোয়া জারিজ। 

১.৩ হরপ্পা সভ্যতা ________ ঐতিহাসিক যুগের সভ্যতা । 

উত্তর: প্রায় ইতিহাস |


২. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো |  × ৩ = ৩

উত্তর:

ক -  স্তম্ভ

খ - স্তম্ভ

বন্দর-নগর

লোথাল

বৃহৎ স্নানাগার

মহেঞ্জোদাড়ো

উঁচু এলাকা

সিটাডেল


 

৩. বেমানান শব্দটি খুঁজে লেখো : × ৩ = ৩

৩.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ 

উত্তর:  মহাকাব্য। 

কারণ : সংহিতা, আরণ্যক, উপনিষদ হলো বৈদিক সাহিত্যের তিনটি ভাগ ও মহাকাব্য হলো পরবর্তী বৈদিক সাহিত্যের অংশ মহান কাব্য


৩.২ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বান্প্রস্থ্, ব্রাহ্মণ

উত্তর:  ব্রাহ্মণ ।

কারণ : বৈদিক যুগে জীবনযাপনের ভাগ হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বান্প্রস্থ কিন্তু ব্রাহ্মণ হলো সমাজের এক জাতি |

 

৩.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন

উত্তর:  রত্নিন। 

কারণ : বিদথ, সভা, সমিতি হল প্রতিষ্ঠানের নাম অন্যদিকে বৈদিক রাজাদের শাসনের সুবিধার্থে যারা সাহায্য করত তাদের রত্নিন বলা হত |

 

৪. সত্য বা মিথ্যা নির্ণয় করো : × ৩ = ৩

৪.১ দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল অস্মক ।

উতর:   সত্য  



৪.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান ।

উতর:   মিথ্যা  

 

৪.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা ।

উতর:   মিথ্যা  

 

৫. দু-তিনটি বাক্যে উত্তর দাও :  × ৪ = ৮

৫.১ মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো ? 

উত্তরঃ মেহেরগড় সভ্যতায় মূলত গম ও যব চাষের প্রমাণ মিলেছে । 

 

৫.২ উপমহাদেশের পুরনো গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখ । 

উত্তরঃ ভারতের মধ্যপ্রদেশের ভীমভেটকায় প্রাচীন প্রস্তর যুগের একটা গুহা চিত্র পাওয়া গেছে । এছাড়া ইন্দোনেশিয়ার মারকো দ্বীপে, ইউরোপের ফ্রান্সে চাউভেত গুহায়, স্পেনের আলতামিরা গুহায়, আর্জেন্টিনার সান্তাক্রজ প্রদেশের Cave of the Hands গুহা ইত্যাদিতে গুহা বসতির চিত্র পাওয়া গেছে ।

 

৫.৩ বেদের অপর নাম শ্রুতি কেন ?

উত্তরঃ বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখা হতো। তাই বেদের অপর নাম শ্রুতি |

 

৫.৪ জনপদ কি ?

উত্তরঃ সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ ।

 

৬. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :  ২ × ২ = ৪

৬.১ মেগালিথ কী ?

উত্তরঃ মেগালিথ হলো একপ্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। মেগলিথ হলো বিশেষ প্রাচীন পাথরের তৈরী কোন স্থাপনা যা মর্টার বা কংক্রিটের ব্যবহার ছাড়াই তৈরী করা হয়েছে এবং অতি অবশ্যই যা প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা যায়। পরবর্তীতে নির্মম স্থাপনগুলোকে অবশ্য মনোলিথিক বলে অভিহিত করা যায় । 


৬.২ জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী ?

উত্তরঃ জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্ত্বিই বর্তমানের গৌতম বুদ্ধ। অতীত জীবনের সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সমবধান বা সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতি শিক্ষা মানুষকে মৈত্রী পরায়ণ, সৎ, দয়াবান, আদর্শবান হতে শেখায় ।

 

৬.৩ টীকা লেখো: অর্থশাস্ত্র 

উত্তর: প্রাচীন ভারতের শাসন পরিচালনায় বেশ কিছু বই লেখা হয়। সেরকমই একটি বই হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। খ্রিস্টপূর্ব তৃতীয় শতক নাগাদ এই বইয়ের কিছু অংশ লেখা হয়েছিল। এতে একজনের যেমন রয়েছে রাজনীতি ও রাষ্ট্রশাসন, প্রশাসন ব্যবস্থা, আর্থিক অবস্থা ও ব্যবস্থা এবং সমাজ ও ধর্ম সংক্রান্ত নানা দিক এর তাত্ত্বিক আলোচনা, তেমনি রয়েছে নানাবিধ বিষয় যেমন জীব ও উদ্ভিদ জগতের সাথে মানুষের সম্পর্ক, খনিজ পদার্থ ও বিভিন্ন ধাতুর ব্যবহার প্রক্রিয়া, ভূতত্ত্ব, কৃষি এবং পশু পালন। অর্থশাস্ত্র বহুবিধ বিষয়ক জ্ঞানের আধার এবং এটি প্রাচীন ভারতীয় দের গান বিজ্ঞানের অগ্রসরতার সুস্পষ্ট প্রমাণ বহন করে ।

 

৬.৪ মৌর্য সাম্রাজ্য গুপ্তচর কেন নিয়োগ করত ?

উত্তর: মৌর্য সাম্রাজ্য গুপ্তচর বাহিনী নিয়োগ করতো বিভিন্ন কারণের জন্য। যেমন, সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা, অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের ওপর নজরদারি করা, কর্মচারী ও রাজপুত্রদের ওপর নজর রাখা প্রভৃতি কাজে মৌর্য সম্রাটরা গুপ্তচর বাহিনী কে কাজে লাগাত ।


৬.৫ টীকা লেখ : হর্ষচরিত

উত্তর: হর্ষচরিত প্রকৃতপক্ষে হলো একটি প্রশস্তি কাব্য। বানভট্ট হর্ষবর্ধনের নিয়ে হর্ষচরিত কাব্য লিখেন। অর্থাৎ এই কাব্যে হর্সের কেবল গুনগান করা হয়েছে। পাশাপাশি পুষ্যভূতিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন বানভট্ট । হর্ষবর্ধন এর গুনাগুন করতে গিয়ে বানভট্ট তার বিরোধীদের ছোট করতে ছাড়েননি। হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী কে ফিরিয়ে নিয়ে আসার ঘটনা বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে । এটি আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী  ।

 

৭. আট-দশটি বাক্যে উত্তর দাও : ৫ × ৩ = ১৫

৭.১ তুমি কি মনে করো, আগুনের ব্যবহার মানুহসের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন ?

উত্তরঃ আগুনের ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনে এক বিশাল পরিসর জুড়ে পরিবর্তন নিয়ে আসে। শুরুর দিকে আদিম মানুষেরা বিভিন্ন ভাবে মাঝে মধ্যে আগুন জ্বলে উঠতে দেখতে পেত, কখনও জঙ্গলে দাবানল থেকে, কখনও বজ্রপাতের থেকে, আবার কখনও হাতিয়ার বানাতে গিয়ে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে উঠত। এইভাবে আদিম মানুষের আগুনের সাথে পরিচয় হয়। আগুনের আবিষ্কারের পরে মানুষ তাকে কাজে লাগাতে শুরু করে। বাসস্থানে আলো জ্বালাতে, জঙ্গলের পশুদের তাড়াতে আগুন কাজে লাগতে শুরু করল। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু করল। ঝলসানো  নরম মাংস খেত বলে তাদের চোয়ালের ও দাঁতের জোর কম লাগত। এইভাবে তাদরে চোয়াল সরু হয়ে গেল। সামনের ধারালো উঁচু দাঁত ছোটো হয়ে গেল। এইভাবে আদিম মানুষের শরীরে বল বৃদ্ধি পেল ও বুদ্ধির বিকাশ ঘটল ।

 

৭.২ বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল ? 

 উত্তর : প্রাচীন ভারতের কৃষিই ভারতের আধিকাংশ মানুষের জীবিকা হিসাবে মূল জীবিকা ছিল। সেই সময় আর্যসভ্যতা ছিল গ্রামভিত্তিক এবং আর্য অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। ঋকবৈদিক যুগে পশুচারণ ছিল আর্যদের প্রধান উপজীবিকা এবং গো-সম্পদ ছিল ধনসম্পত্তির মাপকাঠি ।


৭.৩ নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল ? 

উত্তর :  ধর্মের নামে আড়ম্বর অনুষ্ঠান ও জাতিভেদ বেড়ে যায় খ্রিস্টপূর্ব ষষ্ট শতকে। নতুন করে কোনো সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল ব্রহ্ম ধর্মের গোঁড়ামির বদলে। সেই চাহিদা মেটাতে সাহায্য করেছিল বেশ কিছু ধর্ম। যার মধ্যে প্রধান দুটি হল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এই প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হওয়ার পিছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণ ছিল ।



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 6 History Model Activity Task Compilation Part 8 Final Answers 2021, Model Activity Task Solutions History Part 8 Solutions 2021, Class 6 History Model Activity Task Compilation, class 6 model activity task part 8 solutions, Model Activity Task Class 6 History Final, WBBSE Class 6 History Model Activity Task 2021 Answers, wbbse class 6 history model activity task part 8, ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. Thank you very much Sir madam ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post