[FINAL] WBBSE Class 6 Mathematics Model Activity Compilation Part 8 Answers | ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

wbbse-class6-model-activity-compilation-math-answers-part8
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | (Class 6 Model Activity Task Compilation Mathematics 2021 PART 8 Solutions)

Class 6

MODEL ACTIVITY COMPILATION

FINAL

গণিত

পূর্ণমান = 50

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : 1 × 8 = 8

(i) আট অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো:

(a) (00000001 – 9999999)

(b) (11111111 – 9999999)

(c) (100000000 – 9999999)

(d) (10000000 – 9999999)

উত্তর: (d) (10000000 – 9999999)

 

(ii) 500 সংখ্যাটিতে রোমান সংখ্যায় লিখলে পাবো 

(a) C

(b) D

(c) L

(d) M

উত্তর: (b) D

 

(iii) $\small (3 \times \frac{1}{5})$ কে লেখা যায়

(a) $\small 5 \times \frac{1}{3}$

(b) $\small \frac{1}{5} \times \frac{1}{3}$

(c) $\small \frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}$

(d) $\small \frac{1}{5}+\frac{1}{5}+\frac{1}{5}$ 

 

উত্তর: $\small \frac{1}{5}+\frac{1}{5}+\frac{1}{5}$

ব্যাখ্যা : 

$\small \frac{1}{5}+\frac{1}{5}+\frac{1}{5}$

$\small =  \frac{1+1+1}{5}$

$\small =\frac{3}{5}$ 


(iv) $\small (0.3 \times 0.5)$- এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে

উত্তর: (b) 2 ঘর আগে

 

(v) 1.8 মিটার =

উত্তর: (b) 180 সেন্টিমিটার

 

(vi) $\small 10%$ মানে

উত্তর: (c) প্রতি 100 -এর জন্য 10

 

(vii) নীচের কোনটি আয়তঘন নয় 

উত্তর: (d) বোতল


(viii) $\small \frac{1}{4}$ অংশ ডিম নষ্ট হলে, ডিম নষ্ট হয়েছে শতকরা

উত্তর: (d) 25%

ব্যাখ্যা: $\left \{ \frac{1}{\not{4}} \times \overset{25} {\not{1}\not{0}\not{0}} \right \} = 25$%


2. সত্য / মিথ্যা লেখো (T/F) :

(ii) $\small \frac{1}{3} \div 15$

উত্তর:   মিথ্যা 

ব্যাখ্যা : $\small \frac{1}{3} \div 15$

$\small = \frac{1}{3} \times \frac{1}{15}$

$\small =\frac{1}{45}$


(iii) 50 টাকার $\small \frac{1}{5}$ অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না |

উত্তর:   সত্য  

ব্যাখ্যা : 50 টাকার $\small \frac{1}{5}$ অংশ $\small = \overset{10}{\not{5} \not{0}} \times \frac{1}{\not{5}}$ = 10 টাকা

∴ 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিলে পড়ে থাকে = 10 - 10 = 0 টাকা 

অর্থাৎ, কোনো টাকাই পড়ে থাকবে না |


(iv) 5501 এর সব থেকে কাছে 1000 এর গুনিতকে পূর্ণসংখ্যা হলো 6000 |

উত্তর:   সত্য  

 

(v)  −2.1 একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা ।

উত্তর:   মিথ্যা  

 

(vi)

পরিবারের সদস্য সংখ্যা

পরিবারের সংখ্যা 

3

| |

4

| | | | |

4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5

উত্তর:   সত্য  

 

(vii) 

wbbse-class6-math-model-task-part5-solutions 
AB,CD এবং EF সরলরেখাংশ তিনটি সমবিন্দু সরলরেখাংশ ।

উত্তর:   মিথ্যা  


(viii)

আয়তকার চিত্রটির পরিসীমা 12 সেমি ।

উত্তর:   মিথ্যা  

ব্যাখ্যা :

আয়তাকার চিত্রটির পরিসীমা,
= 2 ✕ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= 2 ✕ ( 8 + 4 ) সেমি.
= 2 ✕ 12 সেমি.
= 24 সেমি.


3. (i) স্তম্ভ মেলাও 

উত্তর:

প্রথম স্তম্ভ

দ্বিতীয় স্তম্ভ

$\small y-7<20$

y−7,20 এর থেকে ছোট

$\small y-7 \geq 20$

y−7,20 এর সমান এবং 20 থেকে বড়

$\small y-7\neq 20$

y−7,20 এর অসমান

$\small y-7 \leq 20$

y−7,20 এর সমান এবং 20 থেকে ছোট

$\small y-7>20$

y−7,20 এর থেকে বড়


(ii) বামদিকের সঙ্গে ডানদিকে মেলাও :

উত্তর:

(i) একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে

(b) 1,2

(ii) একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতল সংখ্যা যথাক্রমে

(a) 1,1

(iii) বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধারসংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে

(d) 12,6

(iv)বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধারসংখ্যা এবং তলসংখ্যা  যথাক্রমে

(c) 8,5

 

4. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :  2 × 3 = 6

(i) তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চল  ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো ।

উত্তর:

ধরি, আমার বয়স = x বছর

যেহেতু, আমি আমার দাদার থেকে 5 বছরের ছোট |

তাই, আমরা এভাবেও বলতে পারি যে, আমার দাদা আমার থেকে 5 বছরের বড়ো |

∴ চল ব্যবহার করে দাদার বয়সকে আমার বয়সের সাহায্যে প্রকাশ করলে,

দাদার বয়স হবে = x + 5 বছর

 

(ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো।

উত্তর: 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হয় :

= 5000000 + 5000 + 5

 

(iii) wbbse-class6-math-model-activity-task-part6-solutions-september-month


উত্তর:

A. সমরেখ

চিত্র (b)

B. অসমরেখ

চিত্র (a)

C. সমবিন্দু

চিত্র (c)

 

(iv) A হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে কিন্তু B, 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে | কে বেশি নম্বর পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো |

 A হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে,

∴ A শতকরা নম্বর পেয়েছে $\small = \frac{20}{\not{5}\not{0}}\times \overset{2}{\not{1}\not{0}\not{0}} = 40$%


B, 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে,

∴ B শতকরা নম্বর পেয়েছে $\small =\frac{10}{\not{2}\not{5}}\times \overset{4}{\not{1}\not{0}\not{0}} = 40$%

∴ দুজনেই 40% নম্বর পেয়েছে, অর্থাৎ শতকরা হিসেবে দুজনেই সমান নম্বর পেয়েছে |

 

(v) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি., ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো |

উত্তর: ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য $ =\frac{14.4}{3} =\frac{\overset{48}{\not{1}\not{4}\not{4}}}{\not{3} \times 10}$

 

$ =\frac{48}{10} = 4.8$ সেমি.

 

5. (i) 145  ও 232 সংখ্যা দুটির গ.সা.গু নির্ণয় করো ও ওই গ.সা.গু এর সাহায্যে ল.সা.গু নির্ণয় করো ।

উত্তর: 145 ও 232 সংখ্যা দুটির গ.সা.গু নির্ণয়:

145  )   232   (  1

              145              

                87 ) 145 (  1

                           87                    

                           58 ) 87 ( 1  

                                   58                         

                                   29 ) 58 ( 2  

                                           58                   

                                              0

∴ সংখ্যা দুটির গ.সা.গু. = 29

আমরা জানি, 

ল.সা.গু. ✕ গ.সা.গু. = সংখ্যা দুটির গুণফল 

∴ ল.সা.গু. ✕ 29 = 145 ✕ 232

 

বা, ল.সা.গু. $\small =\frac{145 \times 232}{29}$

 

∴ ল.সা.গু.= 1160

∴145 ও 232 এর গ.সা.গু. = 29 এবং ল.সা.গু. = 1160 (উত্তর)


(ii) সরলরেখার সাহায্যে যোগফল নির্ণয় করো : (+7), (-7)

উত্তর:

wbbse-model-activity-task-class6-math-part5-solutions

 

(ii) সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো :   3


গান গাইতে ভালোবাসে

নাচ করতে ভালোবাসে

আঁকতে ভালোবাসে

সুজাতার বন্ধুর সংখ্যা

4

5

7

 

উত্তর: 

wbbse-class6-math-model-activity-task-solutions


6. এ বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 -এর বেশি নম্বর পেয়েছে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে ?

উত্তর: 80 -এর বেশি নম্বর পেয়েছে = মোট ছাত্রছাত্রীর 60%

= 50 এর 60%

$\small = 50 \times \frac{60}{100} = 30$ জন (উত্তর)


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 6 Mathematics Model Activity Task Compilation Part 7 Answers 2021, Model Activity Task Solutions Mathematics Part 8 Solutions 2021, Class 6 Math Model Activity Task Compilation, class 6 model activity task part 8 solutions, Model Activity Task Class 6 Mathematics PART 8, WBBSE Class 6 Math Model Activity Task 2021 Answers, wbbse class 6 math model activity task part 8, ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post