প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Compilation এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | (Class 6 Model Activity Task Compilation Mathematics 2021 PART 8 Solutions)
Class 6
MODEL ACTIVITY COMPILATION
FINAL
গণিত
পূর্ণমান = 50
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : 1 × 8 = 8
(i) আট অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো:
(a) (00000001 – 9999999)
(b) (11111111 – 9999999)
(c) (100000000 – 9999999)
(d) (10000000 – 9999999)
উত্তর: (d) (10000000 – 9999999)
(ii) 500 সংখ্যাটিতে রোমান সংখ্যায় লিখলে পাবো
(a) C
(b) D
(c) L
(d) Mউত্তর: (b) D
(iii) (3×15) কে লেখা যায়
(a) 5×13
(b) 15×13
(c) 13+13+13+13+13
(d) 15+15+15
উত্তর: 15+15+15
ব্যাখ্যা :
15+15+15
=1+1+15
=35
(iv) (0.3×0.5)- এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে
উত্তর: (b) 2 ঘর আগে
(v) 1.8 মিটার =
উত্তর: (b) 180 সেন্টিমিটার
(vi) 10 মানে
উত্তর: (c) প্রতি 100 -এর জন্য 10
(vii) নীচের কোনটি আয়তঘন নয়
উত্তর: (d) বোতল(viii) 14 অংশ ডিম নষ্ট হলে, ডিম নষ্ট হয়েছে শতকরা
উত্তর: (d) 25%
ব্যাখ্যা: {1⧸4×25⧸1⧸0⧸0}=25%
2. সত্য / মিথ্যা লেখো (T/F) :
(ii) 13÷15
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা : 13÷15
=13×115
=145
(iii) 50 টাকার 15 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না |
উত্তর: সত্য
ব্যাখ্যা : 50 টাকার 15 অংশ =10⧸5⧸0×1⧸5 = 10 টাকা
∴ 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিলে পড়ে থাকে = 10 - 10 = 0 টাকা
অর্থাৎ, কোনো টাকাই পড়ে থাকবে না |
(iv) 5501 এর সব থেকে কাছে 1000 এর গুনিতকে পূর্ণসংখ্যা হলো 6000 |
(v) −2.1 একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা ।
উত্তর: মিথ্যা
(vi)
4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5
উত্তর: সত্য
(vii)
উত্তর: মিথ্যা
(viii)
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা :
= 2 ✕ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= 2 ✕ ( 8 + 4 ) সেমি.
= 2 ✕ 12 সেমি.
= 24 সেমি.
3. (i) স্তম্ভ মেলাও
উত্তর:
(ii) বামদিকের সঙ্গে ডানদিকে মেলাও :
উত্তর:
4. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : 2 × 3 = 6
(i) তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো ।
উত্তর:
ধরি, আমার বয়স = x বছর
যেহেতু, আমি আমার দাদার থেকে 5 বছরের ছোট |
তাই, আমরা এভাবেও বলতে পারি যে, আমার দাদা আমার থেকে 5 বছরের বড়ো |
∴ চল ব্যবহার করে দাদার বয়সকে আমার বয়সের সাহায্যে প্রকাশ করলে,
দাদার বয়স হবে = x + 5 বছর
(ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো।
উত্তর: 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হয় :
= 5000000 + 5000 + 5
(iii)
উত্তর:
(iv)
A হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে কিন্তু B, 25 এর মধ্যে 10 নম্বর
পেয়েছে | কে বেশি নম্বর পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো |
A হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে,
∴ A শতকরা নম্বর পেয়েছে =20⧸5⧸0×2⧸1⧸0⧸0=40%
B, 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে,
∴ B শতকরা নম্বর পেয়েছে =10⧸2⧸5×4⧸1⧸0⧸0=40%
∴ দুজনেই 40% নম্বর পেয়েছে, অর্থাৎ শতকরা হিসেবে দুজনেই সমান নম্বর পেয়েছে |
(v) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি., ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো |
উত্তর: ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য =14.43=48⧸1⧸4⧸4⧸3×10
=4810=4.8 সেমি.
5. (i) 145 ও 232 সংখ্যা দুটির গ.সা.গু নির্ণয় করো ও ওই গ.সা.গু এর সাহায্যে ল.সা.গু নির্ণয় করো ।
উত্তর: 145 ও 232 সংখ্যা দুটির গ.সা.গু নির্ণয়:
145 ) 232 ( 1
145
87 ) 145 ( 1
87
58 ) 87 ( 1
58
29 ) 58 ( 2
58
0
∴ সংখ্যা দুটির গ.সা.গু. = 29
আমরা জানি,
ল.সা.গু. ✕ গ.সা.গু. = সংখ্যা দুটির গুণফল
∴ ল.সা.গু. ✕ 29 = 145 ✕ 232
বা, ল.সা.গু. =145×23229
∴ ল.সা.গু.= 1160
∴145 ও 232 এর গ.সা.গু. = 29 এবং ল.সা.গু. = 1160 (উত্তর)
(ii) সরলরেখার সাহায্যে যোগফল নির্ণয় করো : (+7), (-7)
উত্তর:

(ii) সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো : 3
উত্তর:

6. এ বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 -এর বেশি নম্বর পেয়েছে । আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে ?
উত্তর: 80 -এর বেশি নম্বর পেয়েছে = মোট ছাত্রছাত্রীর 60%
= 50 এর 60%
=50×60100=30 জন (উত্তর)
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags: WBBSE Class 6 Mathematics Model Activity Task Compilation Part 7 Answers 2021, Model Activity Task Solutions Mathematics Part 8 Solutions 2021, Class 6 Math Model Activity Task Compilation, class 6 model activity task part 8 solutions, Model Activity Task Class 6 Mathematics PART 8, WBBSE Class 6 Math Model Activity Task 2021 Answers, wbbse class 6 math model activity task part 8, ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.