[FINAL] WBBSE Class 6 Science Model Activity Compilation Part 8 Answers | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

wbbse-class6-model-activity-compilation-science-answers-part8

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Compilation Science 2021 PART 8 Solutions)

Class 6

MODEL ACTIVITY COMPILATION

FINAL

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান = 50

১. ঠিক উত্তর নির্বাচন করো:

১.১ সিঙ্কোনা গাছের চাল থেকে পাওয়া যায় - (ক) রজন  (খ) কুইনাইন  (গ) রবার  (ঘ) আঠা |

উত্তর: (খ) কুইনাইন

 

১.২ কৃষিষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো - (ক) নুন  (খ) ম্যালাথায়ন (গ) কার্বারিল  (ঘ) ইউরিয়া ।

উত্তর: (ঘ) ইউরিয়া ।


১.৩ কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো - (ক) CCl  (খ) CCl₂  (গ) CCl₄  (ঘ) CCl₃

উত্তর: (গ) CCl₄

 

১.৪ হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো 

উত্তর: (গ) লোহা 


১.৫ আয়তন পরিমাপের একক হলো 

উত্তর: (ঘ) ঘন সেন্টিমিটার

 

১.৬ অবিশুদ্ধ রক্ত হলো -

উত্তর: (খ) যে রক্তে O₂ -এর তুলনায় CO₂ বেশি থাকে |

 

১.৭ যেটি আগ্নেয়শিলা তা হলো -

উত্তর: (ঘ) গ্রানাইট 

 

১.৮ দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক হলো-

উত্তর: (ঘ) মিলিমিটার 

 

১.৯ মানুষের বুড়ো আঙুলে যে ধরণের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো -

উত্তর: (গ) স্যাডল সন্ধি


২. শূন্যস্থান পূরণ করো : 

২.১ সাগরকুসুম আর ________________ মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায় ।

উত্তর: ক্লাউন মাছ |

 

২.২ কোনো কঠিন পদার্থের বড়ো টুকরোকে ভেঙে ছোটো করা হলে ছোটো টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় _________ যায় ।

উত্তর: বেড়ে যায় |

 

২.৩ রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহণের ক্ষমতা ________ ।

উত্তর: কম |


৩. ঠিক বাক্যের পাশে '✔' আর ভুল বাক্যের পাশে '✕' চিহ্ন দাও :  ১ × ৩ = ৩

৩.১ কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় ।

উত্তর:    ✕  

সঠিক উত্তর: কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় ।


৩.২ কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায় ।

উত্তর:    ✕   

সঠিক উত্তর: বারনৌলির নীতি অনুযায়ী, কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায় ।


৩.৩ লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে ।

উত্তর:    ✕   

সঠিক উত্তর: লিগামেন্ট একটি অস্থির সাথে অন্য অস্থিকে যুক্ত করে | পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন |


৪. সংক্ষিপ্ত উত্তর দাও :

৪.১ SI পদ্ধতিতে বলের একক কী ?

উত্তর: নিউটন |


৪.২ জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: জলের গভীরতা ও তরলের চাপ পরস্পরের সমানুপাতিক অর্থাৎ তরলের গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে | তাই যত জলের গভীরে যাওয়া যাবে ততই তরলের চাপ বৃদ্ধি পাবে |


৪.৩ মানবদেহের কোথায় অচল সন্ধি থাকে ?

উত্তর: মানবদেহের খুলির ভেতরে অচল সন্ধি থাকে |


৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৫.১ 'বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান পাওয়া যায়' - উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো ।

উত্তর: গাছের পাশাপাশি আমাদের জামাকাপড় তৈরির নানান উপাদান আমরা বিভিন্ন প্রানীদের থেকেও পেয়ে থাকি | যেমন:

  • শাড়ি তৈরির কাপড় সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে |
  • ভেড়া, চামড়ি গাই ইত্যাদি থেকে আমরা উল বা পশম পেয়ে থাকি যা শীতবস্ত্র তৈরিতে কাজে লাজে |


৫.২ জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায় ?

উত্তর: জল ও বালির মিশ্রণ কে কেলাসন পদ্ধতির সাহায্যে পৃথক করা যাবে | 

জল ও বালির মিশ্রণকেএকটি পাত্রের মধ্যে নিয়ে সেটিকে উত্তপ্ত করতে থাকলে একসময় জল ফুটতে আরম্ভ করবে | কিছুক্ষণ পর দেখা যাবে যে সমস্ত জল বাষ্পীভূত হয়ে গেছে এবং পাত্রে শুধু মাত্র বালি পড়ে রয়েছে | এভাবে জল ও বালির মিশ্রণ থেকে আমরা বালিকে আলাদা করতে পারি |

 

৫.৩ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমান চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো ।

উত্তর: আমরা জানি, চাপ (P) = বল (F) / ক্ষেত্রফল (A)

প্রশ্নানুসারে, বল (F) = 90 নিউটন; ক্ষেত্রফল (A) = 0.09 বর্গমিটার

যে পরিমান চাপ সৃষ্টি হবে তা হলো, $\frac{90}{0.09}=1000$ নিউটন / বর্গমিটার (উত্তর)


৫.৪ রক্তের কাজ কী ?

উত্তর: আমাদের শরীরে রক্তের প্রধান কাজ হলো অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড পরিবহণ করা | রক্ত আমাদের দ্বারা গ্রহণ করা অক্সিজেন গ্যাস কে পুরো শরীরে ছড়িয়ে দেয় এবং আমাদের দেহে উৎপন্ন ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে দেহ থেকে বের করে দেয় |


৫.৫ "ভোঁতা ছুরিতে সবজি কাঁটা শক্ত" - চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো ।

উত্তর:আমরা জানি, চাপ = বল ÷ ক্ষেত্রফল

অর্থাৎ, ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে ও ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে |

এখন, ভোঁতা ছুরির ক্ষেত্রে ছুরির যে প্রান্ত দিয়ে সবজি কাটা হয় সেই প্রান্তের ক্ষেত্রফল বেড়ে যায় | ফলে সবজি কাটতে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয় | তাই, ভোঁতা ছুরি দিয়ে সবজি কাটা বেশ কঠিন হয়ে পড়ে | 

 

৫.৬ মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় ? 

উত্তর: বিশুদ্ধ রক্ত প্রথমে ফুসফুসীয় শিরার মাধ্যমে পৌঁছোয় বাম অলিন্দে । বাম অলিন্দ সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত বাম অলিন্দের নিচে থাকা দ্বিপত্রক কপাটিকা নামের একমুখী দরজা দিয়ে বাম নিলয়ে পৌঁছোয় ।

 

৫.৭ জলে গুলে যাবার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না | কী কী পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে,"হারিয়ে যায়নি" ?

উত্তর: নিম্নলিখিত পরীক্ষার মাধ্যমে  বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে,"হারিয়ে যায়নি" :


1) ঊর্ধ্বপাতন: চিনির দ্রবনকে গরম করে দ্রবনের সমস্ত জলকে বাস্পীভূত করলে দেখা যাবে চিনির কেলাসগুলি পাত্রের নিচে পড়ে রয়েছে | এই পদ্ধতিকে ঊর্ধ্বপাতন বলা হয়ে থাকে |

2) এছাড়া চিনির দ্রবনটির স্বাদ গ্রহণ করলে দেখা যাবে যে দ্রবনটির স্বাদ মিষ্টি | এর থেকে বোঝা যায় যে চিনির কণাগুলি দ্রবনের মধ্যেই উপস্থিত রয়েছে | যার ফলেই দ্রবণটির স্বাদ মিষ্টি হয়েছে |

 

৬. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৬.১ 'স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া' - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো ।

উত্তর: স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া কারণ, স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50 টিরও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক এবং পরজীবীনাশক ঔষধ পাওয়া যায় | এই ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত ওষুধ গুলি আমাদের আমাদের দেহে প্রবেশ করা ক্ষতিকর জীবাণুদের মেরে ফেলে |


৬.২ জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে । এই কাজে কোন পদ্ধতিটি - পরিস্রাবণ, না পাতন - অনুপযুক্ত এবং কেন ?

উত্তর: এক্ষেত্রে পরিস্রাবণ পদ্ধতিটি অনুপযুক্ত | কারণ, নুন জলের এই মিশ্রণে নুন, জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে | তাই, অনেক দিন রেখে দিলেও নুন থিতিয়ে পড়বে না | ফলে পরিস্রাবণ পদ্ধতির দ্বারা এই দ্রবণ থেকে নুনকে ফিরে পাওয়া যাবে না |


৬.৩ বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো ।

উত্তর: যে ভৌত কারণ কোনো স্থির বস্তুর স্থিরাবস্থা বা গতিশীল বস্তুর গতীয় অবস্থারপরিবর্তন করে বা পরিবর্তনের চেষ্টা করে তাকেই বল বলা হয় |

যেমন: আমরা যদি কোনো ফুটবলকে মাঠের এক স্থান থেকে অপর স্থানে পাঠাতে চাই তবে আমাদের সেই ফুটবলটিতে বল প্রয়োগ করতে হবে | এক্ষেত্রে এই বল প্রয়োগ হলো ফুটবলটিতে কিক করা | অর্থাৎ কিক করার মাধ্যমে আমরা ফুটবলটিতে বল প্রয়োগ করলাম যার ফলে ফুটবলটির স্থান পরিবর্তন হলো |

 

৬.৪ মানবদেহে প্রশ্বাস আর নিশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে ?

উত্তর: আমরা যখন বাতাস থেকে অক্সিজেন গ্যাস নাকের মাধ্যমে গ্রহণ করি, তখন আমাদের ফুসফুসে উপস্থিত পঞ্জর পেশি এবং মধ্যচ্ছদা আমাদের বুকের ভেতরের খাঁচাটিকে ফুলিয়ে দেয় | এর ফলে অক্সিজেন গ্যাস আমাদের ফুসফুসে ভরে যায় | একে বলা হয় প্রশ্বাস |

আবার এই পেশিগুলিই যখন চুপসে যায়, তখন আমাদের দেহ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বেরিয়ে যায় | একে বলে নিশ্বাস |


৬.৫ "সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি"- ব্যাখ্যা করো ।

উত্তর: সবুজ উদ্ভিদরা সূর্যের আলো গ্রহণ করে নিজেদের খাদ্য তৈরী করে । এই ভাবে সবুজ উদ্ভিদের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে । পরবর্তীতে এই উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে গিয়ে ভূগর্ভস্থ চাপ ও তাপের প্রভাবে কয়লায় রূপান্তরিত হয়, যা একটি জীবাশ্ম জ্বালানি । এই গাছপালা মাটির নিচে পাললিক শিলাস্তরে যবে থাকার ফলে পেট্রোলিয়াম ও ডিজেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় । অর্থাৎ আমরা বলে পারি যে এই জীবাশ্ম জ্বালানির মুলে সৌরশক্তিই রয়েছে ।


৬.৬ তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট । তোমার ঐ বন্ধুর দেহভর সূচক নির্নয় করো । তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো ।

উত্তর: আমরা জানি, দেহভর সূচক = ওজন / (উচ্চতা)² (বর্গমিটার এককে)

বন্ধুর ওজন = 60 কেজি 

বন্ধুর উচ্চতা = 4.5 ফুট = 4.5 × 0.3048 = 1.37 মিটার

∴ বন্ধুর দেহভর সূচক = $\frac{60}{(1.37)^2}$

= $\frac{60}{1.876}$

=  31.98

অর্থাৎ, আমার বন্ধু স্থূলকায় ও সে অস্বাস্থ্যকর দেহাবস্থায় আছে ।

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 6 Science Model Activity Task Compilation Part 8 Answers 2021, Model Activity Task Solutions Science Part 8 Solutions 2021, Class 6 Science Model Activity Task Compilation, class 6 model activity task part 8 solutions, Model Activity Task Class 6 Science  PART 8, WBBSE Class 6 Science Model Activity Task 2021 Answers, wbbse class 6 science  model activity task part 8, ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post