প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Compilation এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Compilation Geography 2021 PART 8 Solutions)
Class 8
MODEL ACTIVITY COMPILATION
FINAL
ভূগোল
পূর্ণমান = ৫০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১ × ৯ = ৯
১.১ ঠিক জোড়টি নির্বাচন করো ।
ক) অন্তঃকেন্দ্রমন্ডল - পদার্থের তরল অবস্থা
খ) বহিঃকেন্দ্রমন্ডল - পদার্থের ঘনত্ব সর্বাধিক
গ) অ্যাস্থেনোস্ফিয়ার -পরিচলন স্রোতের সৃষ্টি।
ঘ) ভূত্বক - লোহা ও নিকেলের আধিক্য
উত্তর: গ) অ্যাস্থেনোস্ফিয়ার -পরিচলন স্রোতের সৃষ্টি |
১.২) রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে -
ক) মহাসাগরীয় - মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর
খ) মহাসাগরীয় - মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর
গ) মহাদেশীয়-মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর
ঘ) মহাদেশীয়-মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর
উত্তর: ঘ) মহাদেশীয়-মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর ।
১.৩) উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে -
ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার
খ) নেপাল ও ভুটানের |
গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে
ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে
উত্তর: খ) নেপাল ও ভুটানের |
১.৪ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল -
উত্তর: ক) উত্তর - পূর্ব আয়নবায়ু
১.৫ ঠিক জোড়টি নির্বাচন করো -
উত্তর: ঘ) ঘুর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ - ঘূর্ণবাতের চোখ।
১.৬ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল-
উত্তর: সুপিরিয়ার ।
১.৭ ঠিক জোড়টি নির্বাচন করো -
উত্তর: গ) মেরু অঞ্চল- বায়ুর উচ্চচাপ
১.৮ উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো-
উত্তর: ঘ) তুন্দ্রা জলবায়ু
১.৯ দক্ষিণ আমেরিকা লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো -
উত্তর: খ) পম্পাস
২. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩
২.১ উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল ____ |
উত্তর: লু |
২.২ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাত স্থানগুলিকে মানচিত্র _____ রেখার সাহায্য যুক্ত করা হয়।
উত্তর: সমবর্ষণ |
২.৩ দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল _____ মরুভুমি ।
উত্তর: আটাকামা
৩. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো : ১ × ৩ = ৩
৩.১ রাত্রিবেলা স্থলভাগ থেকে সমদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয় ।
উত্তর: ভুল
৩.২ আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক ।
উত্তর: ঠিক
৩.৩ জুলাই-অগাস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকালে বিরাজ করে ।
উত্তর: ভুল
৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ১ × ৩ = ৩
৪.১ রিখটার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তর: ভূমিকম্পের তীব্রতা
৪.২ গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখ ।
উত্তর : অর্থক্রেজ ফেল্ডসপার
৪.৩) ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত ?
উত্তরঃ ভারতের শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত।
৫. সংক্ষিপ্ত উত্তর দাও : ২ × ৪ = ৮
৫.১ ভূ-অভ্যন্তরে কোন স্তরে কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে ?
উত্তরঃ অন্তঃকেন্দ্রমণ্ডলের চারদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর ২৯০০ কিমি থেকে ৫১০০ কিমি পুরু। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীকে অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা এই লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব ।
৫.২ পাকিস্তানের জলসেচ এর সাহায্যে কীভাবে কৃষি কাজ করা হয়?
উত্তর : পাকিস্তানি কৃষি কাজ মূলত জল সেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রথমত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু নদের উপনদী গুলি তে বাদ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কেটে নেওয়া হয়েছে। পশ্চিমে শুষ্ক অঞ্চল গুলোতে মাটির নিচে সুরঙ্গ কেটে ক্যারেজ প্রথা মাধ্যমে কৃষি ক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়।
৫.৩ উত্তর আমেরিকা প্রেইরি সমভূমি দুগ্ধশিল্পে উন্নত কেন ?
উত্তর
: আমেরিকা মহাদেশের মধ্য ভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই
তৃণভূমি র অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়ার এই তৃণভূমি র বিস্তীর্ণ
তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি
পশুচরণ ক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে । এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত।
৫.৪ সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন ?
উত্তরঃ বায়ুমন্ডলে অবস্থিত জলীয়বাষ্প, ধূলিকণা প্রভৃতি একাধিক উপাদান ঘনীভূত হয়ে মিলিত হয়ে জলকণায় পরিণত হলে মেঘ সৃষ্টি হয়। মেঘের মধ্যে অবস্থিত জলকণায় ব্যাস ২ মিলিমিটারের বেশি না হলে মেঘ সৃষ্টি হলেও জলকণা বৃষ্টিপাত রূপে ঝরতে পারে না। বায়ুমণ্ডলের মধ্যে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ১০০% না হলে জলীয়বাষ্প সম্পূর্ণ রূপে ঘনীভূত হতে পারে না। তাই অনেক ক্ষেত্রে মেঘ করলেও বৃষ্টি সেরকম হয়না। যে সমস্ত মেঘ বায়ুমণ্ডলে বিখিপ্তভাবে অবস্থান করে সেই মেঘে জলকণা খুব সহজে একে অপরের সাথে ঘনীভূত হতে পারেনা। ফলে বৃষ্টিপাত হয়না বললেই চলে ।
৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ৩ × ৩ = ৯
৬.১ অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো।
উত্তরঃ অভিসারী পাতসীমানায় পাত দুটো পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে এবং এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাত ঘটে। এই জন্য অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এইভাবে গড়ে উঠেছে ।
৬.২ 'আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির' - ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ।
উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য একাধিক ভৌগোলিক কারণে হয়ে উঠেছে দুর্গম প্রকৃতির-
- সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেওয়ায় আমাজন অঞ্চলে অসহ্য উষ্ণ এক আবহাওয়া বিরাজ করে। সাথে সাথেই প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে এই অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্ভেদ্য এক গভীর অরণ্য হয়ে উঠেছে।
- এই অঞ্চলের বনভুমির গাছ অত্যন্ত ঘন চাঁদোয়ার মতো অবস্থান করায় মাটির নীচে ঠিকঠাক সূর্যালোক প্রবেশ করতে পারে না। ফলে স্যাঁতস্যাঁতে মাটিতে লতাপাতা, গভীর ঝোপঝাড়, বিষাক্ত কীটপতঙ্গ, জীবজন্তু, ছত্রাকের আধিক্য চোখে পড়ে। এছাড়া সারা বছর পরিচলন বৃষ্টিপাতের কারণে বনভূমি জলমগ্ন থাকে।
উল্লেখিত কারণ গুলির জন্য আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরন্য দুর্গম এবং নিবিড়তম ।
৬.৩ পম্পাস অঞ্চলটি দক্ষিন আমেরিকা শস্য ভান্ডার বলা হয় কেন?
উত্তর: পম্পাস অঞ্চলটি দক্ষিন আমেরিকার অন্যতম কৃষি সমৃদ্ধি অঞ্চল। প্রধানত সমতল ভূপ্রকৃতি, নাতিশীতোষ্ণ জলবায়ু, বৃহদায়তন কৃষি জমি, উর্বর পলি মৃত্তিকা ও বায়ুবাহিত লোয়েস্ট মৃত্তিকা, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ, সুদক্ষ ও কৃষকের যোগান, কৃষিজাত দ্রব্যের চাহিদা ইত্যাদি অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা কে কাজে লাগিয়ে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে গম, বার্লি, তামাক, তুলো, তিসি, সোয়াবিন নানারকম শাকসবজি ও ফল ইত্যাদি উৎপাদন হয়। বিভিন্ন ধরনের ফসল বা পরশু প্রচুর পরিমাণে উৎপাদন হয় বলে পম্পাস অঞ্চলটি দক্ষিন আমেরিকা শস্য ভান্ডার বলা হয় ।
৭. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৫ × ৩ = ১৫
৭.১ উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগেয়শিলার শ্রেনিবিভাগ করো।
উত্তরঃ পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথম যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি হল আগ্নেয় শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা।
উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম। ভূ-অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। যেমন- ব্যাসল্ট।
আবার, ভূ-অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা দুর্বল
ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌছাতে না পেরে ভূ-অভ্যন্তরেই ধীরে ধীরে
শীতল ও কঠিন হয়ে উদবেধি আগ্নেয় শিলার সৃষ্টি করে। যেমন- গ্রানাইট। এই
উদবেধি আগ্নেয় শিলা আবার দুরকমের হয়। ম্যাগমা ভূ-অভ্যন্তরের কোনো ফাটল
দিয়ে বেরিয়ে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা। যেমন-
ডোলেরাইট। আবার, ম্যাগমা ভূ-অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে শীতল ও
কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে পাতালিক শিলা। যেমন- গ্রানাইট।
৭.২ 'বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে ৩০° থেকে ৪০° অক্ষ রেখার মাঝের স্থানগুলোর জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে '- উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর : ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু ও শীতকালে পশ্চিমা বায়ু দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। সূর্যের উত্তরায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত প্রায় হয় না। আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ।
৭.৩ চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো ।
উত্তরঃ 'শৈল' কথার অর্থ পর্বত আর 'উৎক্ষেপ' হলো ওপরে ওঠা । পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নামে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।
সমুদ্রের দিক থেকে আসা জলীয়বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ঐ বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ঐ পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠাণ্ডা হয়। আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাত ঢাল। আর এর বিপরীত যে ঢাল বরাবর বায়ু নীচের দিকে নামে, সেই ঢাল হলো অনুবাত ঢাল।
প্রতিবাত ঢাল প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাত ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নীচের দিকে ঢালের উষ্ণতার স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাত ঢাল প্রতিবাত ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়। তাই পর্বতের অনুবাত ঢাল বৃষ্টিপাত অঞ্চল নামে পরিচিত ।
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags:
WBBSE Class 8 Geography Model Activity Task Compilation Part 8 Final Answers 2021, Model Activity Task Solutions Geography Part 8 Solutions 2021,
Class 8 Geography Model Activity Task Compilation, class 8
model activity task part 8 solutions, Model Activity Task Class 8 Geography Final, WBBSE Class 8 Geography Model
Activity Task 2021 Answers, wbbse class 8 geography model activity task part 8, অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.