প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Compilation এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Compilation Science 2021 PART 8 Solutions)
Class 8
MODEL ACTIVITY COMPILATION
FINAL
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান = 50
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ চাপের SI একক হলো ㅡ ক) নিউটন খ) নিউটন বর্গমিটার গ) নিউটন/ বর্গমিটার ঘ) নিউটন / বর্গমিটার
উত্তর: গ) নিউটন /বর্গমিটার
১.২. আইসোবারের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের ㅡ ক) ভর সমান খ) প্রোটন সংখ্যা সমান গ) নিউট্রন সংখ্যা সমান ঘ) ভরসংখ্যা সমান |
উত্তর: ঘ) ভরসংখ্যা সমান ।
১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো ㅡ ক) মাইটোকনড্রিয়া খ) রাইবোজোম গ) নিউক্লিয়াস ঘ) লাইসোজোম |
উত্তর: ঘ) লাইসোজোম
১.৪ যেটি তড়িৎবিশ্লেষ্য নয় সেটি হলো:
(ক) সোডিয়াম ক্লোরাইড
(খ) অ্যামোনিয়াম সালফেট
(গ) গ্লুকোজ
(ঘ) অ্যাসেটিক অ্যাসিড
উত্তর: (গ) গ্লুকোজ
১.৫ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো -
(ক) সঞ্চয়ী পুকুর
(খ) হ্যাচারি
(গ) পালন পুকুর
(ঘ) আঁতুর পুকুর
উত্তর: (ঘ) আঁতুর পুকুর
১.৬ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলো −
উত্তর: (গ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ
২. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩
২.১ কোনো অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল _____ যায় ।
উত্তর : বেড়ে ।
২.২ ________ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।
উত্তর: বায়ুর ।
২.৩ ____________ উপস্থিতির জন্য চা পানে শরীর উদ্দীপনা আসে ।
উত্তর : ক্যাফিনের ।
৩. ঠিক বাক্যের পাশে "✔" চিহ্ন আর ভুল বাক্যের পাশে "✕" চিহ্ন দাও : ১ × ৩ = ৩
৩.১ স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয় ।
উত্তর: ✔
৩.২ জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে ।
উত্তর: ✔
৩.৩ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায় ।
উত্তর: ✔
৪. সংক্ষিপ্ত উত্তর দাও :
৪.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে ?
উত্তর: 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে ।
৪.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো ㅡ Na, Fe, (H), Cu, Au | এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটি চিহ্নিত করো ।
উত্তর: উপরের তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটি হবে Na অর্থাৎ সোডিয়াম ।
৪.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে ?
উত্তর: রড কোশ
৪.৪ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো |
উত্তর: আলুর মধ্যে উপস্থিত ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে |
$\small 2H_2O_2 \rightarrow 2H_2O + O_2 \uparrow$
৪.৫ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব কীসের জন্য ?
উত্তর:উপরের
আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে থাকা বিভব পার্থক্যের কারণেই বায়ুর মধ্যে দিয়ে
তড়িৎচলাচল ঘটা সম্ভব হয় | বায়ুর মধ্যে উপস্থিত বিভন্নরকম আয়ন, আধানযুক্ত
সুক্ষ্ম কণা উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বায়ুর মাধ্যমে এই তড়িৎচলাচল
ঘটায় |
৪.৬ মুরগী পালনের একটি আধুনিক পদ্ধতি হলো "ডিপ-লিটার"। লিটার কী ?
উত্তর:আধুনিক পদ্ধতিতে মুরগি প্রতিপালন করার জন্য ঘরের মেঝেতে ছোটো ছোটো করে কাটা খড় অর্থাৎ বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ এবং যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে যে শয্যা তৈরী করা হয়, তাকেই লিটার বলে |
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো ।
উত্তর: কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো:
$\small F = K \thinspace \frac{q_{1} \times q_{2}}{r^{2}}$
যেখানে, q₁ও q₂ হলো তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমাণ,
r = তড়িতাহিত বস্তুদুটির মধ্যে দূরত্ব,
F = বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল ।
◼◼ K রাশিটির SI একক হলো: নিউটন • মিটার²/ কুলম্ব²
৫.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় ?
উত্তর:
(i)
খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে অ্যান্টিফ্রিজ
প্রোটিন থাকে যা তাদের কোশীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয় ।
(ii) এছাড়া তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোশ প্রচুর পরিমাণে উপস্থিত থাকে ।
৫.৩ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন ?
উত্তর: বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক অণুগুলির সক্রিয়করণ শক্তির
(Activation Energy) মান খুব বেশি হওয়ায় বিক্রিয়ক অণুগুলির বিক্রিয়া করার
হার খুব কম হয় | সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক
অণুগুলি সেই সক্রিয়করণ শক্তিমাত্রায় সহজেই পৌঁছে গিয়ে বিক্রিয়ার হারকে
বাড়িয়ে দেয় | এই কারণেই উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার
বৃদ্ধি পায় |
৫.৪ ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর: ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হলো : ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যাধিক দুর্বলতা, বমি, ডায়ারিয়া প্রভৃতি |
৫.৫ জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে?
উত্তর : একটি টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হলে দেখা যাবে যে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা করে জল জমেছে । এই পর্যবেক্ষণের দ্বারা প্রমাণিত হয় যে, জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার ফলে পরিবেশ থেকে তাপ শোষিত হয়েছে অর্থাৎ এটি একটি তাপগ্রাহী পরিবর্তন ।
৫.৬ যক্ষ্মা রোগের লক্ষণ কী কী?
উত্তর: যক্ষ্মা রোগের লক্ষণগুলি হলো :
(i) ভয়াবহ কাশি ও তার সাথে রক্ত পড়া । রাতের দিকে কষ্ট বাড়ে ।
(ii) প্রচন্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে ।
৫.৭ কোশপর্দার গঠন ব্যাখ্যা করো ?
উত্তর: কোশপর্দা হল কোশের বাইরে অবস্থিত একটি পাতলা পর্দা । কোশপর্দা ছিদ্রযুক্ত ।
৬. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৬.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কী রকমের তা এঁকে দেখাও ।
উত্তর:
৬.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো ।
উত্তর:
গঠন:
এন্ডোপ্লাজমীয় জালিকা একক পর্দাবৃত নানা আকারের নলাকার উপাদানের সমন্বয়ে
গঠিত । এটি প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লীয় পর্দা পর্যন্ত
বিস্তৃত থাকে ।
কাজ : এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোশীয় বস্তু যেমন - প্রোটিন, লিপিড এর সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে অংশগ্রহণ করে থাকে ।
৬.৩ তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g℃ | 70 গ্রাম ভরের তামার টুকরোর 20℃ উষ্ণতা বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো ।
উত্তর: প্রদত্ত,
তামার আপেক্ষিক তাপ (s) = 0.09 cal / g℃,
তামার টুকরোর ভর (m) = 70 গ্রাম
উষ্ণতা বৃদ্ধির পরিমাণ (t) = 20℃
আমরা জানি, কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ,
$\small Q = m\times s \times t$
$\small Q = 70 \times 0.09 \times 20$ ক্যালোরি
$\small =126$ ক্যালোরি
৬.৪ "জৈব সার অজৈব সারের চেয়ে ভালো" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো ।
উত্তর: জৈব সার অজৈব সারের তুলনায় অনেক ভালো তার কারণ হলো :
(i) জৈব সার মাটিতে ব্যবহার করলে মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায় |
(ii) জৈব সার মাটিতে প্রয়োগ করলে মাটি রন্ধ্রযুক্ত হয় | ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় গ্যাসের আদানপ্রদান সহজ হয় |
(iii) জৈব সার মাটির গঠনকে উন্নত করতে সাহায্য করে |
(iv) জৈব সার মাটিতে বসবাসকারী উপকারী জীবাণু বা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে |৬.৫ কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তর: কোনো তরলের বাষ্পায়নের হার নির্ভর করে:
(i) তরলের উপরিতলের ক্ষেত্রফল : তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় অর্থাৎ বাষ্পায়নের হার বাড়ে ।
(ii) তরলের প্রকৃতি : বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন । তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি হয় । উদ্বায়ী তরলের বাস্পায়নের হার সর্বাধিক হয় ।
(iii) তরলের ওপর চাপ : তরলের ওপর বায়ুমন্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায় । চাপ কমলে বাষ্পায়নের হার বাড়ে ।
(iv) তরল ও তরল-সংলগ্ন বায়ুর উষ্ণতা : তরল ও তরল-সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয় ।
৬.৬ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয় ?
উত্তর: এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয় । এরপর মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইনজেকশন হয় । এর ফলে স্ত্রী মাছ ডিম ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে । এরপর এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিমপোনা তৈরী করা হয় । এরপর ডিমপোনাগুলিকে সংগ্রহ করে আঁতুড় পুকুরে স্থানান্তরিত করা হয় ।
এভাবেই কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরী করা হয়ে থাকে ।
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags: WBBSE Class 8 Science Model Activity Task Compilation Part 8 Answers 2021, Model Activity Task Solutions Science Part 8 Solutions 2021, Class 8 Science Model Activity Task Compilation, class 8 model activity task part 8 solutions, Model Activity Task Class 8 Science PART 8, WBBSE Class 8 Science Model Activity Task 2021 Answers, wbbse class 8 science model activity task part 8, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.